হাতে কলমে নেটওয়ার্কিং শিক্ষা ০১: কম্পিউটার নেটওয়ার্ক কি?

আসসালামুয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন। কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network) এর সুনাম না করলেই নয়, যদি আবিষ্কার না হতো আপনি এই লেখাটি পড়তে পারতেন না (ইন্টারনেট ব্যবহার করে) আর আমিও লিখতে পারতাম না (আমি কম্পিউটারে লিখি এবং সেটা আমার রাউটারের সাথে কানেক্টেড রয়েছে আর রাউটার ইন্টারনেটের সাথে কানেক্টেড রয়েছে)। এটাতে কোন সন্দেহ নেই, যখন আপনি খুঁটিনাটি খতিয়ে দেখবেন সেক্ষেত্রে কম্পিউটার নেটওয়ার্ক অত্যন্ত জটিল ব্যাপার কিন্তু যে ধারণা ব্যবহার করে কম্পিউটার গুলোকে একে অপরের সাথে কানেক্ট করে নেটওয়ার্কিং (Networking) করা হয় সেটি অনেক সহজ ব্যাপার। তো চলুন বিস্তারিত সবকিছু জেনে নেওয়া যাক।

কম্পিউটার নেটওয়ার্ক কি?


একদম সহজ ভাষায় বলতে, কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং এর অস্তিত্ব সেখানেই রয়েছে, যেখানে একাধিক কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড হয়ে ডাটা এবং হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করে। আপনার সিঙ্গেল কম্পিউটার মেশিনটি এমনিতেই অনেক পাওয়ারফুল ডিভাইজ কিন্তু এর সাথে আরো কম্পিউটার বা যন্ত্রানুষঙ্গ (যেমন- মোডেম, প্রিন্টার, স্ক্যানার, রাউটার ইত্যাদি) যুক্ত করার মাধ্যমে আপনার মেশিনটি থেকে আরো বেশি কিছু করানো সম্ভব। কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার গুলো তার, ফাইবার অপটিক ক্যাবল, অথবা ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে কানেক্টেড থাকে যাতে বিভিন্ন আলাদা ডিভাইজ (নোড) গুলো একে অপরের সাথে কথা বলতে পারে। মানুষের চাহিদা অনুসারে আমরা কম্পিউটার নেটওয়ার্ক কে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগিয়ে থাকি।

নতুন নতুন তথ্যের জন্য Subscribe করুন

Level 3

আমি মো ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস