হাঃ হাঃ হাঃ ব্যাঙ যখন গেমার

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বিসমিল্লাহির রাহমানির রাহিম

কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। টেকটিউনে এটি আমার প্রথম পোষ্ট। তাই পোষ্টে যে কোন জায়গায় যে কোন ধরণের ভূল থাকতে পারে। দয়া করে যারা সিনিয়র টিউনার তারা আমার ভূলগুলো সুধরিয়ে দিবেন এবং আমি যাতে আপনাদের সাথে থাকতে পারি সেজন্য কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দিবেন।

এখন মূল কথায় আসা যাক। আমি আপনাদের সাথে একটি দারুন খবর শেয়ার করতে যাচ্ছি। আসলে আমি খবরটি পত্রিকা মারফত পেয়েছি। পেয়েই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। পত্রিকার ভাষায় খবরটি এরকম......

‍টেলিগ্রাফ অনলাইন খুব ঘটা করে এক ব্যাঙের কৃতিত্বোর কথা জানিয়েছে। ব্যাঙটি অন্যসব ব্যাঙের চেয়ে আলাদা এ কারণে যে, ব্যাঙটি এখন ভিডিও গেমার। অ্যান্ট ক্র্যাশার গেম খেলে ব্যাঙটি বাজিমাত করেছে। আর প্রাণী জগতে এ গেমটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে প্রথমে একটি গিরগিটি এ প্রশংসার দাবিদার ছিল। সে ভিডিওটি ৪৩ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এখন তার সঙ্গে যোগ হল আফ্রিকান বুলফ্রগ। টেলিগ্রাফ অনলাইনে আরও জানান হয়- ব্যাঙের এ গেমটি ইউটিউবে আপলোডের পর এ যাবত প্রায় সাড়ে ৪২ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে ব্যাঙটি গেম খেলার সময় খুবই বিচক্ষণাতার পরিচয় দিয়েছে। ব্যাঙটি এতটাই গেম আসক্ত হয়ে পেড়েছিল যে, সেলফোন ধরে রাখঅ ব্যক্তিটির হাতও কামড়ে দিয়েছিল। সেলফোন গেম হিসাবে এন্ট ক্র্যাশার গেমটি দেড় কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।

আমি একটি নতুন ওয়েবসাইট খোলার চিন্তা ভাবনা করতেছি। আশা করি আপনারা যারা সিনিয়র টিউনার তারা সবাই আমাকে সাহায্য করবেন।

ফেসবুক : http://www.facebook.com/salimrana24

ই-মেইল : [email protected]

আজকের মত এখানেই শেষ করছি। ভাল থাকবেন সবাই।

Level 0

আমি রানা সেলিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.youtube.com/mvideosr24


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

hahhahahaha