জিমেইল এর নতুন সুবিধা : ফ্রি SMS

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সকালে উঠেই মেইল চেক করার জন্য জিমেইলে ঢুকলাম। আর ঢুকেই দেখতে পেলাম Gmail এর সদ্য নতুন ফিচারটি। এখন থেকে আপনি সরাসরি Gmail থেকেই SMS পাঠাতে পারবেন তাও আবার একদম ফ্রিতে। তবে অত্যান্ত দুঃখের বিষয় হল, বর্তমানে শুধুমাত্র সিটিসেল এ SMS করা যাচ্ছে। তাতে কি সিটিসেল যখন এসছে তখন বাকি অপারেটরগুলা খুব শিঘ্রই আসবে। আসুন দেখা যাক কিভাবে SMS পাঠাবেন-

ধাপসমূহঃ

১। প্রথমে আপনার Gmail একাউন্টে লগিন করুন

২। আপনার Gmail এর বাম পাশে দেখুন Chat and SMS নামে একটি নতুন একটা মেনু যুক্ত হয়েছে

৩। Chat and SMS এর ঘরে একটি সিটিসেল নম্বর লেখুন এবং Send SMS এ ক্লিক করুন

৪। নম্বরটি সেভ করার জন্য Contact name: যার নম্বর তার নাম দিন এবং Save এ ক্লিক করুন

৫। ডানদিকে নিচে নিচের মত একটি বক্স আসবে সেখানে আপনার ম্যাসেজ লিখে কিবোর্ড থেকে Enter প্রেস করুন। ব্যাস SMS চলে গেল।

তবে ওই নম্বরটি আপনার সাথে চ্যাট করতে চায় কিনা তার সম্মতির জন্য ওই নম্বর থেকেও শুধু প্রথমবার একটা রিপ্লে দিতে হবে।

৬। ব্যাস এখন ইচ্ছামত SMS করুন।

বিশেষ দ্রষ্টব্যঃ আপনি ২৪ ঘন্টায় শুধুামাত্র ৫০ টি SMS সেন্ট করতে পারবেন। যে নম্বরে SMS প্রেরণ করবেন তিনি যদি মোবাইল থেকে ফিরতি কোন SMS দেন তাহলে আপনার ক্রেডিটে ৫ টি SMS যুক্ত হবে। অর্থাৎ আপনি কাউকে SMS করলে আপনার 1 ক্রেডিট খরচ হবে আর যদি কেউ আপনার SMS এর রিপ্লে দেয় তাহলে আপনার একাউন্টে ৫ ক্রেডিট যুক্ত হবে। কি মজার না?

আর আপনি যদি সারাদিন SMS করে আপনার সব ক্রেডিট শেষ করে দেন তাহলে পরেদিন অর্থাৎ ২৪ ঘণ্টা পরে আবার আপনার একাউন্টে ১ ক্রেডিট যুক্ত হবে।

হ্যাপি SMSইং 😛

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

shudhu ki citycell er jonne?

    @যাফি: আপাতত শুধুই সিটিসেল। ধীরে ধীরে অন্য অপারেটর আসবে বলে আশা করা যাচ্ছে 🙂

Level 0

valo laglo…..aro basi valo lagto jodi sob oparetor e pathano jeto….tnx

আমার চেনাজানা কেউ শহরকোষ ব্যবহার করে না। 😥
এই দুঃখ আমি রাখি কৈ পরী সাহেব? 🙁 😛

মজার একটা জিনিস

সিটিসেল নম্বর ছারা বাংলালিঙ্ক এ কি massage sent করতে পারব ?

Level 0

vai ami a option khuje pai ni

Level 0

আমিও গতকাল জিমেইলে এই অপশন দেখলাম। কিন্তু, পরে যখন দেখলাম শুধু সিটিসেলে এই সুবিধা পাওয়া যাচ্ছে, তখন মনটাই খারাপ হয়ে গেল। আশা করি, অন্যান্য অপারেটরে শীঘ্রই এই সুবিধা চালু হবে।

Level 0

ভাই system টা জটিল, but সব operator হলে আরো ভাল লাগত।
Thanks tuner.

তথ্যটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

ধন্যবাদ

আচ্ছা কেঊ রিপ্লে দিলে তার মোবাইল থেকে কত টাকা কাটা যাবে?

    @ক্ষুদে টিউনার: মাত্র ৫০ পয়সা কাটবে মার্চ মাস পর্যন্ত

      এই সার্ভিস টি গুগল খুব সুন্দর ভাবেই CDMA নেটওয়ার্কিঙের জন্য প্রদান করিয়া যাচ্ছে এবং উল্লেখ যোগ্য কয়েকটি দেশে……
      তবে অদূর ভবিষ্যতে যতদূর জানিতে পারিয়াছি “গ্রামীণ ফোন” ও “রবি ” গুগলের সাথে এই চুক্তি করার জন্য আবেদন করিয়াছে বা করিতে যাচ্ছে……
      তবে বিষয় টি একটু সময় সাপেক্ষ ও বটে……।।@সাইফুল ইসলাম:

      ভালো থাকিবেন…

Saiful vai tune kore Onek din por por …Uni Jakani tune koren seta tu fata fati tune hobei…Thanks valo tune er jonna

As salamu alikum.Bai balo0 asan apni .apni akhon khob kom tune koran.Bai GMAIL dia ke phone a call kora jai.Apnar ai Tune ar jonno THANK YOU

Level 0

তথ্যটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমি গ্রামীন নাম্বারে এবং ইন্ডিয়া কল করতে পেরেছি।

Level 0

প্রিয় বন্ধু, এটা তো আমার জানা ছিল না……যদি আপনি না শেয়ার করতেন ………….শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…