এই ঈদে আপনার পছন্দের অনুষ্ঠানটি যেন মিস না হয়

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বিদেশি প্রায় সব টিভি চ্যানেলেরই নিজস্ব ওয়েবসাইট আছে  যা আমাদের দেশের অনেক টিভি চ্যানেলেরই নেই। থাকলেও আপনি সেখানে পুরনাঙ্গ অনুষ্ঠান্সূচি পাবেন না। তাই ঈদের হাজারো চ্যানেলের হাজারো অনুষ্ঠানের মাঝে আপনার পছন্দের অনুষ্ঠানটি খুজে বের করা আসলেই কঠিন। গত ঈদে আমার পরিচয় হয়  shatdin.com ওয়েবসাইটটির  সাথে যেটা এই কঠিন কাজকে অনেক সহজ করে দিয়েছে। এখানে আপনি বাংলাদেশের সকল চ্যানেলের অনুষ্ঠান্সূচি পাবেন। ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত বলার প্রয়োজন নেই। ভিজিট করলেই সব বুঝতে পারবেন।

আশাকরি এবার আর পছন্দের অনুষ্ঠানের অনুষ্ঠান্সূচি বের করতে বেগ পেতে হবে না। সবার ঈদ ভাল কাটুক,  ঈদ মোবারক।

**প্রথম টিউনটি ছোট্ট একটি তথ্য শেয়ারের মাধ্যমে শুরু করলাম। আসলে এটাকে টিউন বলা যাবে না। সকলের সাথে একটি তথ্য  শেয়ার করা মাত্র। আর অনেকেই হয়ত ইতিমধ্যে এই সম্পর্কে যানেন। যারা এখনো যানেন না তাদের জন্য শেয়ার করলাম। ভবিষ্যতে ইনশাআল্লাহ দারুন আর মানসম্মত টিউন  নিয়ে হাজির হব।

Level 0

আমি অচিন পাখি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা একটা কাজের ওয়েবসাইট বলেই মনে হচ্ছে!! দেখা যাক তাদের সার্ভিস কেমন!

(y) good

সুধু ইত্যাদি দেখমু 😆