গুগল মুছে দিচ্ছে কিছু কিছু ব্লগের পোস্ট, কেন?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সম্প্রতি এই বিষয়টি বেশ আলোড়ন তুলেছিলো যে গুগল নাকি তার ব্লগার সার্ভারে অনেক ব্লগের পোস্ট মুছে দিয়েছে এবং বেশ কিছু ব্লগ পুরোপুরি মুছে দিয়েছে। নিয়মবিরুদ্ধ কিছু হলে সেটা তারা করতেই পারে, তবে এক্ষেত্রে নাকি অনেকে কোনো আগাম নোটিস পায়নি ইমেইলে। অনেক ব্লগার জানিয়েছেন যে তারা খেয়ালই করেননি তাদের পোস্ট মোছা হয়েছে, পাঠকরা জানিয়েছে তার পরেই নাকি তারা জেনেছেন। কেন এমন হলো? কি কারনে পোস্ট/ব্লগ মুছে ফেলা হয়েছে? জেনে রাখা ভাল যে এইসব মুছে ফেলা পোস্ট/ব্লগের সবগুলোই ছিল কপিরাইট গান/সফটওয়্যার ডাউনলোডের সাইট। DMCA নিয়মানুযায়ী নালিশের পরে গুগল এইসব কাহিনী করেছে। এটা তাদের এক্তিয়ারের মধ্যেই পড়ে। কিন্তু, নিয়মে এটাও আছে যে ব্লগারকে আগাম নোটিস দিতে হবে। সেখানেই হয়েছে বিপত্তি, অনেকেই ইমেইলে নোটিস পাননি, তাই তারা ক্ষিপ্ত।

ব্যাপারটা বিভ্রান্তির সৃষ্টি করেছে। একজন ব্লগার জানিয়েছেন যে কোম্পানী নিজেই তাকে দিয়ে রিভিউ লিখিয়ে মিউজিকের ফাইল প্রোমো হিসেবে ব্লগে দিতে অনুমতি দিয়েছিল, সেই পোস্ট কিকরে মুছে ফেলা হয়! কারন তাতে তো কপিরাইট ভঙ্গ হয়নি, তারাই অনুমতি দিয়েছিল। ইনিও আগাম ইমেইল নোটিস পাননি।

উত্তরে গুগল জানিয়েছে যে তাদের ভুল হয়েছে এবং সেই ভুল শুধরে ফেলা হয়েছে। সফটওয়্যারের কারনে ইমেইল যায়নি। যাদের ব্লগ পুরো মুছে গিয়েছিল তারা সবাই ব্লগ ফেরত পেয়েছেন (কপিরাইট ভঙ্গ করা পোস্ট বাদে)। যাদের কয়েকটি পোস্ট মুছে গিয়েছিল, তারা সেই পোস্ট ফেরত পাবেন, যদি কপিরাইট নোটিসের যোগ্য জবাব দিয়ে অভিযোগ নস্যাৎ করতে পারেন।

আপনাদের মধ্যে কারো এমন হয়েছে কিনা তা হয়তো অনেকেই খেয়াল করেননি। তবে, কপিরাইট করা গান/সফটওয়্যার ডাউনলোড যারা দেন, তাদের ব্লগে এমন হতে পারে। তৈরী থাকবেন। এমন হলে করার কিছুই নেই, কারন কোনোটারই কপিরাইট জবাব আমরা কেউ দিতে পারবোনা।

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার এক বন্ধুর এমন হয়েছে। তার ছিল অনেক ছবি সম্মিলিত একটি সাইট। মাসে ২০০ ডলার আসতো এই সাইট থেকে। আহা..বেচারা….!!!

জাননোর জন্য ধন্যবাদ

Level 0

ধন্যবাদ আপু আপনার টিউন এর জন্য। কিছু দিন আগে আমার একটা ব্লগ পুরপুরি মুছে দেয়া হয়েছে কোন নোটিস ছারা। ব্লগটি হল ” http://www.commercial-zone.blogspot.com ” কিন্তু মজার ব্যপার হল আমি এখন এই সাইট থেকে নিয়মিত visitor পাচ্ছি এবং এমনকি ক্লিক ও পাচ্ছি ব্যপারটা নিয়ে আমি অনেক চিন্তিত। আপনার এই বিষয়ে কিছু জানা থাকলে দয়া করে আমাকে জানাবেন। ধন্যবাদ

    এটা হতে পারে যে আপনি ওই ব্লগের এডসেন্স কোড অন্য ব্লগেও ব্যবহার করেছেন, যেহেতু চ্যানেল নাম আগেরটাই থেকে গেছে তাই ওই পুরোনো চ্যানেলের নামেই আপনাকে রিপোর্ট দিচ্ছে এডসেন্সে। তবে আপনি মিলিয়ে দেখতে পারেন, কোডের মধ্যে google_ad_slot = “xxxxxxxxx”; এই জাতীয় নম্বর পাবেন একটা, এইটা দিয়ে দেখতে পারেন পুরোনো ব্লগে ব্যবহৃত এই নম্বর অন্য নতুন কোথাও ব্যবহার করছেন কিনা। আপনি নাহলেও অন্য কেউ নিশ্চয় করছে।

আমি দুই দিন আগে একটি নোটিশ পেয়েছি Google কাছ থেকে ই-মেইলে । আমি আমার ব্লগে James cameron এর avatar movie একটি Download লিংক দিয়েছিলাম,ঐ পোষ্টটা মুছতে বলেছে। আমি পোষ্টটা মুছে ফেলেছি। আর Site Import করে Backup নিয়ে রেখেছি আমার ভয় হয় কোন সময় আমার ব্লগটা বন্ধ করে দেওয়া হয় ।
আমার সাইটা http://www.worldtechcafe.blogspot.com