দেখুন ঘরে তৈরিকৃত মঙ্গল গ্রহের ৪ গিগাপিক্সেল প্যানারোমা ইমেজ!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

কিউরিয়জিটি কিছু অবিশ্বাস্য ছবি পাঠিয়েছে যা ধারণ করেছে তার আর্সেনাল ক্যামেরা ব্যবহার করে যার মধ্যে রয়েছে নিজের ধারণকৃত ৩৬০ ডিগ্রি নিজগ্রহের ছবি।

mars-100031423-orig
চার গিগাপিক্সেল আকারের এই ৩৬০ ডিগ্রি ইমেজটি নাসার ধারণ করা নয়, প্যানারমিক ফটোগ্রাফী বিশেষজ্ঞ এন্ড্রু বড্রভ তৈরি করেছেন এটি।
দেখে নিন এই সাইটে গিয়ে
এটি অন্য সকল প্যানারমিক ইমেজের মত নয়। এটি তৈরি করতে এন্ড্রু মঙ্গল গ্রহে অবস্থিত কিউরিয়জিটির ২টি ক্যামেরার ধারণ করা ৪০৭তি ছবি ব্যবহার করেছেন। এখানে উল্লেখ্য যে, এই দুটি ক্যামেরার ফোকাল দুরত্ব আলাদা। ন্যারো এঙ্গল ক্যামেরা (NAC) ৩৪ মিলিমিটার লেন্সে ক্লোজআপ শট নিতে পারে। মিডিয়াম এঙ্গল ক্যামেরা (MAC) এর রয়েছ ১০০ মিলিমিটারের লম্বা ফোকাল দুরত্ব।

তবে ছবিগুলো তারা দিনের সিরিজ ছবি হিসেবে ধারণ করেছিলেন। এগুলো দিয়ে মঙ্গল গ্রহকে যেভাবে উপস্থাপন করেছে টা একেবারে নিখুঁত, এটা সত্যিই অবিশ্বাস্য  ব্যাপার।

পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন

পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস