সবচেয়ে দ্রতগতির সুপার কম্পিউটারের মালিক এখন চীন!!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সবচেয়ে দ্রতগতির সুপার কম্পিউটারের মালিক এখন চীন

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার তৈরি করেছে চীন।

দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি (এনইউডিটি) 'দ্য তিয়ানহে ২' নামের এ কম্পিউটারটি তৈরি করেছে।

সব কিছু ঠিক থাকলে এ বছরের মধ্যেই গুয়ানজু শহরে অবস্থিত চাইনিজ ন্যাশনাল সুপার কম্পিউটার সেন্টারে এর ব্যবহার শুরু হবে।

বিমান ও জাতীয় নিরাপত্তা গবেষণায় ব্যবহার করা হবে কম্পিউটারটি।

এটি প্রতি সেকেন্ডে ৩০.৭ পেটাফ্লপ গতিতে গাণিতিক হিসাব করতে সক্ষম।

এত দিন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার ছিল যুক্তরাষ্ট্রের 'টাইটান'।

এটি প্রতি সেকেন্ডে ১৭.৫৯ পেটাফ্লপ গতিতে হিসাব করতে পারে।

সূত্র : ইন্টারনেট

ভাল লাগলে প্রিয়টিউন যুক্ত করুন ও কমেন্ট করতে ভুলবেন না ।

আমার ওয়েব সাইট ভাল লাগলে ঘুরে আসবেন সকল নতুন মুভির জন্য ।

http://WWW.SKDURJOYBD.COM

Level 0

আমি skdurjoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

* শব্দটার উচ্চারণ তিয়ানহা ( Tianhe ) আর শহরটির নাম গুয়াংজু/গুয়াংজৌ( Guangzhou ) । ভুল না কিন্তু এ শহরে লোকাল এবং ইংরেজি উচ্চারণ এভাবে করা হয় 🙂