এবার আসছে গুগলের মোবাইল ওএস এন্ড্রয়েডসমৃদ্ধ গাড়ি !

টিউন বিভাগ খবর
প্রকাশিত

চায়নার Shanghai Automotive Industry Corporation এর নতুন মডেলের গাড়ি Roewe 350 তে থাকছে গুগলের মোবাইল ওএস এন্ড্রয়েড ! BMW এর সাবেক অঙ্গপ্রতিষ্ঠান MG Rover থেকে কেনা প্রযুক্তিতে গাড়িটি তৈরী হচ্ছে । গাড়িটির জিপিএস সিস্টেম চালানোর জন্য এতে বিশেষ এক ধরনের কম্পিউটার সিস্টেম থাকবে । এই কম্পিউটার সিস্টেমই চলবে গুগলের মোবাইল ওএস এন্ড্রয়েড দ্বারা ! আরো ভালভাবে বললে Android 2.1 এ চলবে এই গাড়িটির জিপিএস সিস্টেম । বর্তমানে গুগলের ফোন Nexus One এবং Motorola Droid ও একই ওএসসে চলছে ।

এই নতুন সিস্টেমের ফলে গাড়িটি প্রতি মূহুর্তে ট্রাফিকের সর্বশেষ (রিয়াল টাইম আপডেট) খবরাখবর পেতে থাকবে । আরো মজার ব্যাপার হলো গাড়িতে যাত্রীরা অনায়াসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন , এর সাথে থাকছে ইন্টারনেট চ্যাটিং । এপ্রিলের ২১ তারিখ থেকে বাজার কাঁপাতে আসছে গাড়িটি । Beijing Auto Show –তে প্রথম দেখা মিলবে গাড়িটির । এর আনুমানিক মূল্য হবে $১০২৫০ – $১৯০০০ অথবা ৭০০০০ -১৩০০০০ ইয়ান ।

এত কিছু জানা গেলেও মূল খবরের অনেক অংশ জানা যায়নি । গাড়িটিতে কি প্রযুক্তিতে ইন্টারনেট কানেকশন থাকবে তা এখনো অজানা । তাছাড়া এনড্রয়েডের এ্যাপগুলো এতে ব্যবহার করা যাবে কিনা এটিও জানা যায়নি । তবে মনে করা হচ্ছে ওয়াইমেক্সই হতে পারে এর কানেকশনের মাধ্যম । এই নতুন গাড়িটি যে ভবিষ্যতের চালকবিহীন গাড়ির তৈরীর পথে এক ধাপ এগিয়ে নিয়েছে তা হলফ করেই বলা যায় ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তাইলে তো ভালাই অইব, গাড়ীতে বইয়া বইয়া টেকটিউনসে কমেন্ট করুম। ধন্যবাদ আরিফ নিজামী ভাই একদম নতুন খবর দেওয়ার জন্য।

বড় সংবাদ … তবে এই মুহুর্তে এটা বিশ্বাস করতে মন চাচ্ছেনা, কারণ ১লা এপ্রিল সামনেই। প্রতিবছরই গুগল এই মজা করে থাকে। গত বছর শাকিল আরেফিন এই মজার বিষয় নিয়ে টিউন করেছিল। পরে দেখা যায় “এপ্রিল ফুল”!!

    এর সাথে গুগলের কোন রিলেশন নাই । এটা Shanghai Automotive Industry Corporation এর নিউজ । তবে সম্পূর্ন বাজারে না আসা পূর্যন্ত একটা এলিমেন্ট অফ ডাউটতো থাকেই । 🙂