হীরা খচিত গাড়ি!!!! সৌদি প্রিন্সের ৩৮তম গাড়ি…. যে ছবি মন ছুয়ে যায়…

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজকে আমি একটু ভিন্ন ধারার টিউন নিয়ে হাজির হয়েছি। সৌদি রাজা বাদশাদের বিলাসিতা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আল্লাহ উনাদের যথেষ্ট সম্পদ দিয়েছেন। যদিও এর অনেক অপব্যবহার হচ্ছে। যাই হোক সৌদি প্রিন্স ওয়ালিদের জন্য তৈরি ৩৮তম গাড়ি যা কিনা হীরা খচিত!! আর এই বিষয় নিয়েই আমার এই টিউন।

আপনারা জেনে অবাক হবেন এই গাড়ির দাম 4,800,000 ডলার। সব চেয়ে মজার কথা হলো এই ডায়মন্ডের গাড়ি অর্থাৎ হীরা খচিত এই গাড়ি শুধু মাত্র স্পর্শ করার জন্য লাগবে 1000 ডলার!

তাহলে চলুন Diamond Studded Mercedes নামের এই বিলাসবহুল রাজকীয় গাড়ির কিছু অসাধারন ছবি দেখি।

আর গাড়ির নায়ক সৌদি প্রিন্স ওয়ালিদ .........

আর এই ডায়মন্ডটা আপনাদের সবার জন্য........... 😛 😉 😀

আশা করি সবার ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

আরেকটা কথা, লাগবে নাকি আপনার এই গাড়ি????

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধুর ভাল্লাগেনাই গাড়ী ……. আমারে আল্লাহ পাক যদি টাকা দেয় তাহলে আমি হীরার ট্রাক বানিয়ে টিউনারদের নিয়ে ট্যুরে বের হব

    Level 0

    যাক আমি কিন্তু ভাই আপনার ঠিক পাশেই থাকতে চাই…।।রাখবেন ত????????

    হা হা হা হা হা হা

    হা হা হা হা
    আপনার আশা আল্লাহ পুরন করুন।
    আপনার হীরার ট্রাকের আশায়………………….

    টিনটিন ভাই আমারে সাথে নিয়েন 😉

    দুঃসাহসী টিনটিন ট্রাক দিয়ে হবে না মানুষ ট্রেন লাগবে তাতে অন্তত্ত ৫২ টা বগি থাকতে হবে।

    ভাই আপনারা যে হারে টিনটিন ভাইয়ের কাছে আবদার শুরু করছেন ,টিনটিন ভাই যদি সৌদি প্রিন্সও হইতো তাহলেও পুরন করা সম্ভব হত না।

    আমি একবারে একমত না কারন সম্পদ হল একটা ফেতনা আজ উনার একটা ট্রাকের দরকার যদি ট্রাকটা পেয়ে জায় তাহলে উনার আরো একটা ট্রাকের দরকার হবে এভাবে চাহিদা বাড়তে থাকবে তাই নবী করীম (সঃ) বলেছেন,মানুষের পেট কবরের মাটি ছাড়া আর কিছুতেই ভরানো যাবেনা-আল হাদীস।

    ভাল লাগল,,,,,,, তবে আরো বেশি ভাল লাগত যদি গাড়ি না বানিয়ে ট্রাক/ট্রেন বানাতো….

    টিনটিন ভাই আমি ট্রাকের সামনের সিটটা চাই

ভাই টিউনটির জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ।আসলে উনাদেরকে আল্লাহ সম্পদ দিছেন পরিক্ষা করার জন্য শুধু উনাদেরকেই নয় সকলকেই পরিক্ষা করেন আল্লাহ তায়ালা উনি দেখেন আমি যে এত কিছু দিলাম আমার বান্দাকে সে এগুলু আসলে কোন পথে ব্যয় করে পুরা দুনিয়াটাই সবার জন্য একটা পরিক্ষা কেন্দ্র এখানে আপনি যা করবেন আখেরাতে তার প্রতিফল পাবেন যদি আপনি আখেরাতে বিস্বাস করেন ভাই আপনি যাইবেন কই শেষ দিনে আপনাকে আল্লাহর সামনেই দাড়াতে হবে।

    Level 0

    সঠিক কথা বলেছেন

    আতাউর ভাই আপনি ঠিক বলেছেন। সবাই কে সম্পদ আল্লাহ দেন ঠিক আছে কিন্তু সৌদিবাসীদের কথা একটু ভিন্ন কারন সৌদি আরবেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তাই উনাদের একটু বেশি সতর্ক হওয়া উচিত ছিল।
    ধন্যবাদ।

    যুবায়ের ভাই আপনার কথাটা আংশিক সত্য দেখুন সৌদি আরবে যেমন নবী করিম(সঃ)এর জন্ম তেমনি আবু জাহেলের মতন কাফেরেরও জন্ম আসলে দেশ দিয়ে কারো বিচার হবেনা আল্লাহর কাছে ঐ ব্যক্তি সবচেয়ে উত্তম যার ইমান এবং আমল সবচেয়ে ভাল।

Level 0

ভাইজান, টেক টিউনসে যত টিউনার আছে, তা সংখায় কম নয়, ট্রাকে জায়গা হবে না.ট্রেন লাগবে..। হাহাহা.।

    Level 0

    আমারত মনে হয় ট্রাকের বহর বের হলেই ভালো হবে…।।
    কি বলেন????

    আপনাদের সবার সাথে আমি একমত।

Level 0

আল্লাহ আমাকে অনেক টাকা দিলে আমি IMF , WB এদের কাছে বাংলাদেশের মানুষের যত ঋন আছে তা শোধ করে দিব। হীরা গাড়িটা দেখে একটুও পছন্দ হয়নাই। কী ফাউল বাদশাহ।

    আপনার ইচ্ছা আল্লাহ পুরন করুন।
    আপনারা যাই বলেন গাড়িটা কিন্তু ঠিকই সুন্দর।

    আপনার ইচ্ছা আল্লাহ পুরন করুন।

    আমিন

Level 0

তবে কেউ কিছু মনে করবেন্না

অনেকেই আঙ্গুর ফল কে টক বলে……

কখন বলে??????????

গাড়ির দামতো বেশি হবেই। 4.8 মিলিয়ন ডলারতো কম কথা নয়।
আচ্ছা আপনার একটা লিঙ্ক দেয়ার কথা ছিল। দিতে মনে হয় ভুলে গেছেন। 😛 😉

গাড়ী টা টার্চ করার জন্য 1000$(৭০০০০৳ ) দরকার নাই ।

    কথা সত্য।

    যদি এমন condition থাকে যে টার্চ করে ২-৩ টা হীরা নিলেও সমস্যা নাই তাহলে ভেবে দেখা যেতে পারে

    @ প্রোসেসর ভাই আপনার চিন্তা ভাবনা দেখছি সূদুর প্রসারী।

প্রার্থনা
সম্ভবত কাজী নজরুল ইসলাম
——————————-
অনন্ত অসীম, প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী।
যত গুনগান, হে চির মহান,
তোমারি অন্তরর্যামী।

ভুলোকো দুলোকে সকলে তেজিয়া
তোমারি চরনে পরি লুটাইয়া,
তোমারি সকাশে যাচিহে শক্তি
তোমারি করুনা কাঙ্গি।

চালাও সেপথে যেপথে তোমার
প্রিয়জন গেছে চলি।
যেপথে তোমার চির অভিশাপ,
যেপথে ভ্রান্তি, চির পরিতাপ

হে মহাচালক মোদেরে কখোনো
কোরোনা সেপথ গামী।

আমীন।
(ক্লাস ওয়ানে থাকার সময় এই কবিতা আমরা পড়েছিলাম, সৌদি আরবের বাদশাহ এই কবিতা পড়ে নাই,তাই এত বিলাসিতা করে।)

    ভাই আপনার কথা বার্তা বুঝা বড়ই কঠিন।

ভাই সৌদি নাগরিকদের তারাই ভাল চেনেন যারা ওখানে কাজ করতে গেছেন। ওদের আচরণ এখনো সেই মধ্যযুগের ধরণের। শ্রমিকদের্ ওরা ক্রীতদাসের মতই মনে করে। যতভাবে সম্ভব অত্যাচার করে। আর মহিলা আয়া হলে তো কথাই নেই, বাপ, ছেলে সকলে শুরু করে। আমি গিয়েছিলাম এক সৌদির চাকরি নিয়ে, ছয় মাস পর পালিয়ে চলে এসেছি। তবে ওরা শুধু আমাদের মত গরীব দেশের শ্রমিকদের প্রতি এমন করে, আবার সাদা চামড়াওয়ালাদের ওরা সমীহ করে। পশ্চিমারা ওদের খুবলে খাচ্ছে। ওরা আছে নারী, গাড়ি, বাড়ি, আর বিলাসিতা নিয়ে। ভিতরে ভিতরে ওদের সমস্ত মূল্যবোধ ক্ষয় হয়ে যাচ্ছে। আমি নিজে দেখেছি, কারন আমি ডিশ-এর কাজ করতাম, ওদের ড্রয়িং ও বেডরুম আমি দেখেছি। (বুঝে নিবেন কি বলতে চাচ্ছি) কেউ যদি ইচ্ছে করে বিপথে যায় তাকে কে ফেরাবে? ওদের ভবিষ্যত কি জানি না।

    কি আর বলবো ভাই। বেশি সম্পদ পেয়ে উনারা দিশেহারা হয়ে গেছেন।

    ভাই দুঃখের সাথে জানাচ্ছি আমি আপনার কথাটার সাথেও পুরোপুরি একমত হইতে পারলাম না আমি কোনদিনই গড়ে কোন কাউকে অপবাদ দিতে রাজি নই।মনে রাখবেন ভাল খারাপ নিয়েই দুনিয়াটা আপনি ডিসের কাজ করার কারনে আপনাকে সেই সব ঘরেই যেতে হয় যারা মোটামুটি সম্পদ শালী এবং আপনি অবষ্যই শহরে থাকেন তাই আপনার চোখে নোংরা জিনিসটা নজরে আসাই স্বভাবিক,এখন একটু নজর দেন গ্রামের দিকে যেখানে এখনো শহরের চাইতে বেশী লোক বাস করে তাদের ভিতরে কি এতটা নোংরামি খুঁজে পাবেন?আমারতো মনে হয় না।কাজের মেয়ের কথা বলছেন!কিংবা শ্রমিকদের কথা এটা কম বেশি সব দেশেই হয় আমাদের দেশের দিকে দৃষ্টি দেন খুব একটা ব্যতিক্রম পাবেন্না,আমাকে ভুল বুঝবেন্না আমি কিন্তু কারো পক্ষে সাফাই গাইছি না।আসলে একটা সত্য কথা বলি আজকাল আমাদের মুসল মানদের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে গেছে তাই আমরা এই খারাপ কাজ গুলু করতে সাহস পাই।আমি আবারো বলছি আমি আপনার কথাটা ভুল সেটা বলিনাই শুধু বলেছি ব্যতিক্রমও আছে।আপনাকে ধন্যবাদ,ভাই সৌদি আরবের কোথায় থাকেন একটু জানাইয়েন।

দুটো ছবি প্রিন্ট দিলাম……এখন ভাল করে ছুয়ে দেখছি আহ !
কারেন্ট চলে গেলে এটা দিয়ে বাতাশ করব………হা হা ধন্যবাদ……………….;)

    হা হা
    ভাল বুদ্ধি।

    আরিফ ভাই ভালোই লিখেছেন…… কারেন্ট গেলে হীরক খচিত গাড়ীর হাওয়া খাওয়া যাবে হাহ হাহ হা হা হা

Level 0

ধংস হোক সৌদি বাদসাহ

    কারো ধংস কামনা করা ঠিক নয়,আসুন আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।

ধন্যবাদ হাসান ভাইকে টিউন্টির জন্য।

Level 0

ami tracker helper homu!

Level 0

*truck