সাতদিনের জন্য বিশ্ব থেকে বিচ্ছিন্ন হচ্ছে বাংলাদেশ!!!(২৩ থেকে ৩০ মে)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

এটা আমার নিজের লিখা না। এই খবরটা সবাইকে জানানোর জন্য আমার এই টিউন। আমি শুধু সুত্রসহ কপি করে দিয়েছি।

শ্রীলঙ্কায় রিপিটার নষ্ট : সাতদিনের জন্য বিশ্ব থেকে বিচ্ছিন্ন হচ্ছে বাংলাদেশ

সাত দিনের জন্য গোটা বিশ্ব থেকে টেলিযোগাযোগে বিচ্ছিন্ন হতে যাচ্ছে বাংলাদেশ। এ সাত দিন (২৩ থেকে ৩০ মে) শ্রীলংকার কাছে গভীর সমুদ্রে সাবমেরিন কেবলের মেরামত কাজ চলবে। সে সময় এখানকার সংযোগ বিচ্ছিন্ন থাকবে। ফলে পশ্চিমা বিশ্বের সঙ্গে সব ধরনের টেলিযোগাযোগ এক রকম বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে এ সময়ে পূর্বদিকের দেশগুলোর মাধ্যমে যোগাযোগ ঠিক থাকবে।
অবশ্য কয়েক দিন আগেই সাবমেরিন কেবল কোম্পানি সি-মি-উই-৪ বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশকে জানিয়েছিল। অন্যদিকে বৈধ উপায়ে ভি-স্যাটের (ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল) লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে আজ। ফলে বিকল্প উপায়ে টেলিযোগাযোগ কার্যক্রম চালিয়ে নেওয়ার উপায়ও থাকছে না।
এদিকে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ভি-স্যাট না থাকা এবং সাবমেরিন কেবলের সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় দেশের ইন্টারনেট থেকে সব ধরনের টেলিযোগাযোগে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। বিদেশ থেকে এখন প্রতিদিন সাড়ে চার কোটি থেকে ৫ কোটি মিনিটের টেলিফোন কল আসে। কয়েক কোটি মিনিটের কল বিদেশে যায়। এ আদান-প্রদানের মাধ্যমও এখন সাবমেরিন কেবল। এক্ষেত্রে বড় ধরনের সংকট দেখা দেবে। আন্তর্জাতিক টেলিযোগাযোগের প্রয়োজনীয় ব্যান্ডউইথের জোগানদাতা সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডও (বিটিসিএল) এখন পর্যন্ত বিকল্প ব্যবস্থায়
ব্যান্ডউইথ সরবরাহের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। তাদের যোগাযোগের মাধ্যম পশ্চিমমুখী থেকে ঘুরিয়ে পূর্বমুখী করার কোনো উদ্যোগই এখন পর্যন্ত নিতে পারেনি। বর্তমানে বিটিসিএলের ২২ এসটিএম ওয়ানের মধ্যে ১৪টি রয়েছে পশ্চিম দিকে। পূর্বদিকে রয়েছে মাত্র ৮টি এসটিএম ওয়ান। এ আটটি এসটিএম ওয়ান দিয়ে যাবতীয় টেলিযোগাযোগ কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হবে না বলেও বলছেন বিশেষজ্ঞরা। যোগাযোগের পথ না ঘুরিয়েও এত বিশাল ফিগারের ব্যান্ডউইথ বিকল্প কোন উপায়ে পাওয়া যাবে সে বিষয়ে তাদের যোগাযোগ এখনও শুরুই হয়নি।
এছাড়া ভারতের কোন কোম্পানির কাছ থেকে আপৎকালীন ব্যান্ডউইথ নিতে গেলে তারা অনেক বেশি দাম হাঁকতে পারে বলে আশঙ্কা করছেন বিটিসিএলের আন্তর্জাতিক টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তারা। তারা বলছেন, প্রকিউরমেন্ট পলিসিতে কড়াকড়ি থাকায় চাইলেই যে কোনো সময় যে কোনো কিছু কেনার সুযোগ তাদের নেই। অন্যদিকে পূর্বদিকে যেতে চাইলে প্রতিটি এসটিএম ওয়ানের জন্য ২৩ হাজার টাকা করে খরচ বাড়বে।
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) বলছে, খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। একদিকের সংযোগ বন্ধ থাকলে কিছু সমস্যা হবে ঠিক। কিন্তু এখনও হাতে যেহেতু কয়েক দিন সময় আছে সে কারণে বিকল্প আয়োজন করা যাবে। তারা বলছেন, আপৎকালীন সিঙ্গাপুরের কোম্পানিগুলোর মাধ্যমেও কাজ করা যেতে পারে। সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে আমাদের সব পশ্চিম দিকের যোগাযোগও তাদের মাধম্যেই করা যেতে পারে। এতে হয়তো কিছু বাড়তি খরচ হবে। কিন্তু বিএসসিসিএলের কথায় ভরসা করতে পারছেন না দেশের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিশেষ করে বিটিসিএলের কাছ থেকেই যেহেতু দেশের অধিকাংশ গ্রাহক ব্যান্ডউইথ নিয়েছেন সে কারণে তারা উদ্বিগ্ন।

জানা যায়, তিন-চার দিন আগে সি-মি-উই-৪-এর কলম্বো শাখায় রিপিটার নষ্ট হয়ে যাওয়ায় মেরামতের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কিন্তু মেরামত করতে গেলে পুরো নেটওয়ার্ক বন্ধ করতে হবে। একই সময়ে ভারতের চেন্নাই এবং মুম্বাইয়েও মেরামত কাজ করা হবে। ভারতের সাবমেরিন কেবলের ৬টি বিকল্প সংযোগ থাকায় তাদের সমস্যা হবে না। শ্রীলংকারও কয়েকটি বিকল্প সংযোগ রয়েছে। তারপরও আমাদের কথা চিন্তা করেই তারা তাৎক্ষণিকভাবে মেরামত কাজ শুরু করেনি। বরং আমাদের বিকল্প নেটওয়ার্ক ব্যবস্থা চালু করার সুযোগ দিতে সময় দিয়েছে তারা।
এ বিষয়ে সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, কালবিলম্ব না করে এখনই ব্যবস্থা নেওয়া গেলে হয়তো ক্ষতি তেমন একটা হবে না। সব আন্তর্জাতিক গেটওয়ে, ইন্টারনেট গেটওয়ে বা অন্যান্য টেলিযোগাযোগ প্রতিষ্ঠানকে বিকল্প আয়োজনের কথা ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। অথচ গতকাল সন্ধ্যায় বিটিসিএলের এমডি এসএম খাবীরুজ্জামান সাংবাদিকদের জানান, এ বিষয়ে এখন পর্যন্ত তাদের কিছুই জানানো হয়নি। তবে এমন কিছু হলে নিশ্চয়ই বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। পরে তিনি জানান, হয়তো কিছু ঝামেলা হবে, কিন্তু চালিয়ে নেওয়া যাবে।
আজ ভি-স্যাট ব্যবহারের শেষ দিন। নব্বই দশকের মাঝামাঝি সময় ভি-স্যাটের মাধ্যমেই দেশে ইন্টারনেটের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীতে অবৈধ কল টার্মিনেশনের সঙ্গে ভি-স্যাটের সম্পর্ক থাকতে পারে আশঙ্কা করে এই লাইসেন্স আর নবায়ন না করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ দেশে বৈধভাবে ভি-স্যাট ব্যবহারের শেষ দিন। এত দিন পর্যন্ত সাবমেরিন কেবলে কোনো সমস্যা হলে ব্যাকআপ হিসেবে ভি-স্যাট ব্যবহার করা হতো। এক্ষেত্রে ভি-স্যাট ব্যবহার বন্ধ হওয়ার পর সাবমেরিন কেবলের সংযোগ বিচ্ছিন্ন হওয়াকে কেয়ামতের সঙ্গে তুলনা করেছেন আইএসপি ব্যবসায়ীরা। তারা দাবি করেন, আরও কিছুদিনের জন্য যেন ভি-স্যাটের লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি করা হয়। না হলে এ পরিস্থিতি উত্তরণ করা কোনো অবস্থায় সম্ভব হবে না।

সুত্রঃ এখানে

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গতকাল খবরটা পড়েছি… BD তে যারা আছে তাদের জন্য সত্যিই দু:সংবাদ 🙁

৫০ নাম্বার টিউন দুঃসংবাদ দিয়েই শুরু হল………………

    কি আর বলবো ভাই দুঃখের কথা ৫০ নাম্বার টিউন এটা বা ফেসবুক নিয়ে অভিযোগ কোনটাই করার ইচ্ছা ছিল না। কিন্তু না পেরে করলাম।

আমার কথা বাদই দিলাম দেশের কি হবে ৭ বছর অন্ধকারে ডুবে থাকবে????????????????????????????

কি শুনালেন হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই খবরটা আসলেই খুব দুঃখ জনক,খবরটা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ খবরটা পেয়ে কিন্তু আমার উপকার হয়েছে।

আমি চিন্তায় আছি টেকটিউন্সের এ্যালেক্সা নিয়ে …… এই সাতদিনে যে কোতায় গিয়ে দাড়াবে …… আল্লাহ মালুম 🙁

    হুম। আমিও তাই ভাবছি তবে আশার কথা হলো, এ জন্য শুধু টেকটিউন্সের ক্ষতি হবে না। বাংলাদেশের অন্য সাইট গুলারও একই অবস্থা হবে।

যদিও দুঃখজনক তারপরও মেনে নেওয়া ছাড়া আর কোন উপায় নাই।

Level 0

ভাই আমি শুনলাম মোবাইল দিয়ে নাকি Internet use করা যাবে |

Level 0

আমাদের কিছুই করার নাই ……… কান্দাকাটি ছাড়া ।

Level 0

ভাই আমাদের সুযোগ আসা সত্তেও আমরা সুযোগের সদ্ব্যবহার করিনা। আমাদের ব্যকআপ লাইনের অফার করা হয়েছিল ২ বছর আগে কিন্তু আমরা সেটা গ্রহন করি নাই। খুবই দুঃখজনক এটা

ভাই সাত দিন নাকি বছর? ইন্টারনেট , মোবাইলে কথা বলা কোনটাই চলবে না?!!!!!!!!!!!!!!

Grameephone ai bapare kisu jane na . So i think gp internet use kora jabe.

    Level 0

    গ্রামীণ ফোন ও বিটিচিএল-এর থেকে লইয়া তারপর আপনাগরে দেয়……তাই nothing POSITIVE

    গ্রামীনফোন জানলেও পাবলিক কে জানাবে না। কারন তাতে ব্যবসার ক্ষতি হতে পারে।

sad news…..:(

দুঃখজনক ! সাতদিন কিভাবে কাটাবো…………ভাবছি !

আমি শেষ

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই আপনার আনুপ্রেরনায় লিখতেছি তাই প্রথম কমেনটা আপনাকেই করলাম। খবরটা শুনে খুব খারাপ লাগল ভাবতেছি টেকটিউন না দেখে সাতদিন ঘুমাব কি করে। ধন্যবাদ ভাই এই রকম একটা খবর দেওয়ার জন্য।

dekhi, abar digital govt ki digital step nei………………………..

Level 0

সত্যি কি তাই !!!!!!!!!!!!!!! আমি তো আজকেই জানলাম !!!!!!!!!!!!!!!!!

আজ ২৪ তারিখ জিপি ইন্টারনেট তো ভাল ই চলছে কিন্তু broadband user fnd দের কাছ থেকে জানতে পারলাম তাদের কার ও নেট connection slow আর কার ও নেট connection ই পাচ্ছে না ।

Level 0

কি শুনালেন ভাই………………………ফেসবুক সারা আমি চলব কি ভাবে!

jak ! h.s.c ar koyakta exam valo vaba dita parbo ! Net takla to pora suna r network error dakay , ar ayber net ar network error ! Valoy holo !! Lol 😀

জিপি ইন্টারনেটের অবস্থাও খুব খারাপ আজকাল।