আজ বাংলাদেশে ফেসবুক বন্ধ !!!!!!! আজ বাংলাদেশে ফেসবুক বন্ধ !!!!!!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

কিছুক্ষণ আগে থেকে Facebook.com খুলছে না । বিডি নিউজ থেকে খবর পেলাম বাংলাদেশে ফেসবুক বন্ধ করা হয়েছে । নিউজটি আপনাদের সাথে শেয়ার করলাম ।

"সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুক বন্ধ করেছে সরকার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) নামপ্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার রাতে এতথ্য নিশ্চিত করেছেন।

সাময়িকভাবে ফেইসবুক বন্ধ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। "

BD Web Solutions

Complete Web Solutions

Level 0

আমি মেহেদী.কম.বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আলহামদুল্লা……………………..

কারন-টা কি????!!!

    কারণ এখনও জানা যাইনি । তবে শুনলাম ফেসবুকে খালেদা ও হাসিনা ম্যাডামের ওল্টা পাল্টা ছবি প্রকাশ করেছে এক যুবক। তাকে র‍্যাব ধরেছে । এই সব কারণ কিনা জানি না সঠিক । তবে কিছু একটা ঝামেলা হয়েছে । আশা করি পেয়ে যাবো তারাতারি ।

    চ্যানেল আই-তে একটু আগের নিউজে দেখলাম…ওই ছেলে ফেসবুকে বাংলাদেশের গুরুত্তপূণ ব্যক্তি দের আপত্তিকর ছবি প্রকাশ করেছে…

    আমরা বলি ফেসবুক সামাজিক যোগাযোগের ওয়েবসাইট কিন্তু দেখেন কিছুদিন যাবত যা হচ্ছে তাতে বুঝা যায় ইহা অসামাজিকের ব্যপারেও কম যায়না।

আমাদের প্রিয় নবীজী কে নিয়ে এক বাজে কাজ করার ফল । Pakistan এ অনেক আগেই Block হয়েছে । আমরা একটু দেরীতে । দেখা যাক Facebook এর টনক নরে কিনা ।

Level 0

কিজে করি,
যদিও টুইটারের পোষ্ট ফেসবুকে প্রকাশ হচ্ছে।আজকে আমার অনেক কাজ ছিল ফেসবুকে।

কারণটা বিস্তারিত এই লিংকে http://bdnews24.com/bangla/details.php?cid=2&id=127646&hb=top- দেখুন।

কারণটা বিস্তারিত এই লিংকে http://bdnews24.com/bangla/details.php?cid=2&id=127646&hb=top এ দেখুন।

শেয়ার করার জন্য ধন্যবাদ ………

আমি তো ভাই এখন ও ফেসবুকে। কি মজা। হা.হা.হা………..

    আপনি কোন দেশে ভাই?????

    আপনার মনে হয় ক্যাশ থেকে লোড হচ্ছে ।

    আসেন আমরা এইডস এর মত ফেসবুককে “না” বলি।
    আসুন আমরা ফেসবুক ব্যবহার থেকে বিরত থাকি এবং আমাদের পরিচিত সকলেক তা ব্যবহার না করতে বলি। আমাদের প্রয়ি নবী হজরত মোহাম্মদ (স:) নিয়ে কে যারা ব্যাঙাত্ত চিত্রের আয়োজন করতে পারে তাদের সাইট ব্যবহার না করা একজন মোসলমাল হিসাবে আমাদের ঈমানী দায়ত্ব। ফেসনুক ব্যবহার আমাদের ধমীয় মূল্য বদের চেয়ে বড় নয়। আমরা যারা কম্পিউটার এর সাথে জরিত তারা এর বিরুদ্ধে জোরাল প্রতিবাদ না করলে অন্য কেউ করতে পারবে না তার কারন হুজুররা কম্পিউটার জানেনা জানলে তারা তার প্রতিবাত অবম্যই করত আমাদের সবাই কে তাজানা তে হবে ।
    সরকারী ভাবে বাংলাদেশ থেকে জেন ফেসবুকে প্রবেশ না করা যায় তার জন্য যার যে খান থেকে যে কোন ভাবে জানানে দরকার জানানো আমাদের উচিত ঈমানী দায়ত্ব হয় তবা এ কাজটুকু করলে আমাদের জীবনে সকল গুনাহ হয়তো আল্লাহ্ মাফ করে দিতে পারেন।

    যদিও এটি আরো আগে বন্ধ করা দরকার ছিল

    আপনার কাছে ফেসনুক ব্যবহার ধমীয় মূল্য বদের চেয়ে বড় ????????????????????????????????????????????????????? !

কারণ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ব্যাঙ্গাত্মক ছবি ও মন্তব্য প্রকাশ করার অভিযোগে মাহাবুব আলম রডিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোরে পুরান ঢাকার ওয়ারির র‌্যাংকিংস্ট্রিট এলাকা থেকে র‌্যাবের গোয়েন্দা শাখার একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
র‌্যাব জানিয়েছে, মজা করার জন্য রডিন এমনটা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র‌্যাবকে জানিয়েছেন। তবে রডিন এর আগে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ব্যাঙ্গাত্মক ছবি ও মন্তব্য প্রকাশ করেছিলেন বলে র‌্যাব জানায়। সূত্র প্রথম আলো………।

আমার মনে হয় পত্রপত্রিকায় যেগুলো ব্যাঙ্গাত্মক ছাপা হয়,সেগুল কিছু হয় না। কি আর বলব ? Funny !

Level 0

স্বাধীনতার সদব্যবহার করুন

Level 0

ভাই ফেসবুকে ঢোকার কোন ব্যবস্থা নাই। কেউ কি বলতে পারেন। আর ফেসবুকটা বোধহয় নবীজির নামে এইটা সেইটা লেখা হয়েছে সেই কারনে বন্ধ হয় নাই। ম্যাডামের নামে উল্টা পাল্টা লেখা হইছে, এই জন্য বন্ধ।

ALHAMDOLLIA,FACEBOOK JANO SARA JEBONAR JONNO BONDO THAKA SARA BESSO THAKA.KARON TARA MOHA NOBI (S) AR SATA BAYADOBI KORASA.

ভালোই হয়েছে….. একটু শিক্ষা হোক।।।।

আমাদের প্রিয় নবী হযরত (সঃ) এর ব্যাঙ্গাত্মক ছবি নিয়ে প্রতিযোযিতার করা হল তখন কিছুই করা হল না ??? এখন তাদের ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ করাই ফলে ফেসবুক বন্ধ !!! কেন তখন কি করছিলো সরকার ?????

    এটা আমাদের ও প্রশ্ন ।

    ফাহিম রেজা বাঁধন আমাদের প্রিয় নবী হযরত (সঃ) এর ব্যাঙ্গাত্মক ছবি নিয়ে প্রতিযোযিতা করলে কারো কিছু যায় আসেনা কিন্তু আমাদের প্রধান মন্ত্রিকে নিয়ে ব্যাঙ্গাত্মক করা হলে এটা আমাদের ইমানে লাগে তাই ফেসবুক বন্ধ করা দরকার।দুইদিন আগে পত্রিকায় এমন একটা খবর পেয়েছিলাম আজকে একশানও দেখলাম।

    ফাহিম রেজা বাঁধন ভাই আমারও একই প্রশ্ন। সবাই সুধু নিজের চরকায় তেল দিতে ব্যাস্থ

    সহমত …….

Level 0

proxy site use kore fb te login kora jabe..:)

কেমন লাগছে বলেন তো . হি হা হা ………………………

Level 0

বন্ধ হয়ে ভালই হচ্ছে মনে হয়, এখনকার ছেলে-মেয়েরা ফেসবুকে প্রচুর সময় নষ্ট করে যা আপনি চিন্তা ও করতে পারবেন না। কিন্তু প্রথম আলো বল্গ, সামহোয়ারইন এগুলে ও ডুকতে পারছি না ব্যাপারখানা কি বোঝতে পারছি না…

খুব ভাল সিদ্ধান্তো আরো আগে বন্ধ করা উচিত ছিল। তবে মোবাইলের মাধ্যমে বাব্যহার করা যাবে।

Level 0

BBC BANGLAR PORICROMA SUNBEN

বন্ধ কইরা ভাল করছে, ফেসবুক বাংলাদেশের অভিশাপ। ছাত্র-ছাত্রীদের পড়ালেখা নষ্ট।
*** তবে সরকারের উচিত সামুর দিকে নজর রাখা, কারণ ফেসবুক বন্ধ করলেও সেখানে অনেক পদ্ধতিতে ফেইসবুক এ ঢুকার নিয়ম দেয়া আছে। সেই নিরাপত্তার ফাক গুলো কিভাবে বন্ধ করা যায় সেদিকে দেখা দরকার।

Level 0

দেখা যাক আগে আগে আর কি হয়

আমি কিন্তু ফেসবুক বন্ধের পক্ষে ইহা স্থায়ী হলে ভাল হইত কিন্তু করা হইছে অস্থায়ী।

    সব কিছুর লিমিট থাকা উচিত । ফেসবুকের জন্য আমার অফিসে ও অনেক সমস্যা হয় । সাবাই সারাদিন ব্যবহার করে কাজ বাদ দিয়ে ।

    আমিও স্থায়ী বন্ধের পক্ষে

এতদিন মনে মনে চেয়েছিলাম যাহা, আজি বুঝি পূরণ হলো তাহা…………………………..আহা!! কি আনন্দ লাগিতেছে মনে, ফেইসবুক যেন আর নাহি দেখি এ বাংলার আয়তনে
মোর নবীকে নিয়ে যখন করেছিলো রঙ্গ, কোথায় ছিলো তখন সরকারে বঙ্গ……………….আজি যখন হইল ম্যাডামদের ইজ্জত নিয়া টানাটানি, তবেই বুঝি আদেশ এলো বন্ধ করো ফেইসবুকখানি
ক্ষমতা থাকিলে নবীর চেয়েও ম্যাডামদের সম্মান বড় হয়, ব্যাপারখানা দেখিয়া ইহাই এ অধমের মনে লয়!!!!!

pura kahani porte chaile ei khan theke ghure ashte paren

Bangladesh Temporarily Blocks Facebook: Muslims Sentiment or Political Ego
http://bangladeshtalks.com/index.php?topic=647.0

ভাই এটা কি ঘুমিয়ে ঘুমিয়ে লিখেছেন? এই কবিতাটি নিয়ে একটা টিউন করা দরকার ছিলো। যা ফাটাফাটি হয়েছে কিনা! আমিও আপনার সাথে একমত। ফেসবুক যেন বাংলাদেশে চিরোতরে নিষিদ্ধ হয়।

prince ভাই আপনার তো দেখি নিষিদ্ধ কাজে আগ্রহ বেশী।

হুম … তবুও ফেসবুক ব্যবহার করা বন্ধ যাবে না , তাই না ???

Level 0

ভাই আপনাদের কমেন্টস পরলাম, কিছু ভালো লাগল আর কিছু না। ফেসবুক বন্ধের পক্ষে যারা তারা কেন ফেসবুক বন্ধের পক্ষ বুঝতে পারলাম না। ধরে নিলাম আমাদের হযরত মুহাম্মদ (স:) এর সম্পকে কুটুক্তি করেছে এই জন্য আপনারা ফেসবুক বন্ধের পক্ষে। ঠিক আছে আমিও আপনাদের পক্ষে আছি। কিন্তু যারা কুটুক্তি করেছে তারা ইংরেজী ভাষায় করেছে , তাই আসুন আমরা ইংরেজী বজন করি। কেউ করবেন কি? মনে হয় কেউ নাই!!!!!!!!!! আমার পক্ষে। আমি আমার যুক্তি আপনাদের সামনে উপস্থাপন করছি মাএ, কেউ ফেসবুকে কুটুক্তি করলে আমাদের কি দোষ? তাই বলে ফেসবুক বন্ধের কথা বলছেন? ফেসবুক যদিও গল্প গুজবের জায়গা। তবুও আমরা আমাদের উন্নত প্রযুক্তি থেকে পিছে ঠেলে রাখব কেন? এমনিতেই আমরা মুসলমানরা অনেক পিছিয়ে সব কিছু থেকে। আরও কিছু বলার ছিল, থাক আজকে এই পযন্ত।

অনেক অনেক সুকরিয়া আল্লাহকে……..

আসেন আমরা এইডস এর মত ফেসবুককে “না” বলি।

আসুন আমরা ফেসবুক ব্যবহার থেকে বিরত থাকি এবং আমাদের পরিচিত সকলেক তা ব্যবহার না করতে বলি। আমাদের প্রয়ি নবী হজরত মোহাম্মদ (স:) কে নিয়ে যারা ব্যাঙ্গাত্ত চিত্রের আয়োজন করতে পারে তাদের সাইট ব্যবহার না করা একজন মুসলমান হিসাবে আমাদের ঈমানী দায়ত্ব। ফেসনুক ব্যবহার আমাদের ধমীয় মূল্য বদের চেয়ে বড় নয়।

আমরা কেমন মানুষ আমরা কেমন মুসলমান যে ফেসবুক আমাদের নবী (স) নিয়ে ব্যাঙ্গাত্ত চিত্রের আয়োজন করতে পারে সে সময় তা বন্ধ করা হলো না।
খালেদা ও হাসিনার ওল্টা পাল্টা ছবি প্রকাশ করেছে তখন বন্ধ করা হল,তাওত কতৃপক্ষের টনকতো লরেছে।

কেউ কেউ আবার ফেসবুক ব্যবহার করতে চায় তাদের উদ্দেশ্যে যে দিন আপনাদের নিয়ে কোন খারাপ কিছু কেউ করবে তখন কিছুই করার থাকবেনা আপনাদের

    আমারো আবেদন থাকবে সবার প্রতি আসুন আমরা ফেসবুককে না বলি।