অনলাইনে টিকেট কেনার নতুন ঠিকানা : Shohoz.com

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রতিদিনের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ভ্রমণ-যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন বাংলাদেশে প্রায় ৫ লক্ষাধিক যাত্রী বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বাস যোগে ভ্রমণ করেন এবং এই সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আর এই অবস্থায় বাস ভ্রমণের ব্যবস্থা করা কিংবা টিকেট সংগ্রহ করার ঝক্কি কতটা, তা সহজেই অনুমেয়। মূল্যবান সময় এবং অর্থ, দুটোরই অপচয় হচ্ছে এই টিকেট সংগ্রহ করতে গিয়ে।

একারণেই প্রয়োজন এই ঝামেলা থেকে মুক্তির একটি সহজ কোনো সমাধান। আর ঠিক এখানেই http://www.shohoz.com এর আগমন।

আপনার ভ্রমণকে আরও সহজ ও আরামদায়ক করতেই এলো http://www.shohoz.com। এ বিষয়ে http://www.shohoz.com এর সি ই ও এবং প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির বলেন,

"টিকেট বুকিং নিয়ে যাত্রীরা সবসময়ই চিন্তিত থাকেন আর শহরের ট্রাফিক জ্যাম পেরিয়ে, নানা রকম ঝামেলা অতিক্রম করে তাঁদের বাস কাউন্টারে যেতে হচ্ছে শুধুমাত্র টিকেট সংগ্রহের জন্যে। আর সেখানে গিয়েও তাঁরা হয়তো দেখছেন, প্রয়োজনীয় সময়ের টিকেটটিই নেই। টিকেট বুকিং নিয়ে এই ঝামেলাগুলো দূর করতেই আবির্ভাব shohoz.com -এর।"

মালিহা  হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এম বি এ ডিগ্রী অর্জন করেন। এশিয়ার বিভিন্ন দেশে নোকিয়া, ভস্টিা প্রিন্ট সহ অন্যান্য সংস্থায় দীর্ঘদিন ডজিটিাল র্সাভসি নয়িে কাজের অভিজ্ঞতায় সমৃদ্ধ তিনি।

গ্রাহক সেবার জন্যে http://www.shohoz.com এর অনলাইন এবং অফলাইন, দুটি সুবিধাই রয়েছে। আপনি অনলাইনেই আপনার কাক্সিক্ষত টিকেটটি বুক করতে পারেন। আবার কল সেন্টারে ০৯৬১৩১০১০১০ নম্বরে ফোন করেও বুকিং নিশ্চিত করতে পারেন। আর এক্ষেত্রে পেমেন্ট হতে পারে ক্যাশ, মোবাইল ব্যাংকিং অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে। প্রয়োজনীয় টিকেট সরবরাহ করা হয় এসএমএস-এর মাধ্যমে অথবা নামমাত্র সার্ভিস চার্জে সরাসরি গ্রাহকের কাছে-পপোর টকিটে এর মাধ্যম।

একদিকে shohoz.com যেমন দীর্ঘ দূরত্বের যাত্রীদের যাত্রা সহজ করছে আবার অন্যদিকে বাস অপারেটরদের উন্নতির সুযোগও সৃষ্টি করছে। সহযোগী বাস অপারেটরদের একটি অনলাইন বুকিং সিস্টেম দিয়ে সহযোগিতা করা হচ্ছে। আর এতে অপারেটররা খুব সহজেই তাঁদের বুকিং-এর হিসেব রাখতে পারছেন। একই সাথে ভুল কিংবা ডাবল বুকিং এর মতো অনাকাক্সিক্ষত ঘটনাও এড়ানো যাচ্ছে খুব সহজেই। নাবিল পরিবহন এর স্বত্বাধিকারী মোঃ শাফিক বলেন,

"www.shohoz.com এর কার্যক্রমে আমরা খুবই সন্তুষ্ট। সহজ.কম আমাদের নতুন নতুন যাত্রীদের কাছে পৌঁছুতে সাহায্য করছে আর একই সাথে বর্তমান গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেবার কাজকে করেছে আরও সহজ। আমরা সামনের দিনগুলোতে http://www.shohoz.com এর সাথে আরও স¤পৃক্ত হয়ে কাজ করতে পারব বলে আশা রাখছি।"

http://www.shohoz.com ভ্রমণ-যোগাযোগ মাধ্যমের সবচেয়ে জটিলতম কাজ-বাস টিকেট বুকিং নিয়ে যাত্রা শুরু করেছে তবে এখানেই শেষ নয়। http://www.shohoz.com এর সিইও এবং প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির বলেন,

"এক ছাদের নিচে ভ্রমণের সব রকম মাধ্যমের টিকেট বুকিং সুবিধা দেয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের পথচলা মাত্র শুরু হলো, আমরা সামনে এগিয়ে যেতে চাই আরও অনেক দূর। "

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল সিস্টেম…………

ডিজিটাল বাংলাদেশ। ধন্যবাদ এই ভালো উদ্যোগের জন্য।

সারা দেশের জন্য করেন ভাই
সাইট টা সুন্দর হইছে
পোস্টের মাঝের একটা লিঙ্ক ভুল আছে আপডেট করেন
শেয়ার করার জন্য ধন্যবাদ

দারুন উদ্দেগ, সুন্দর হউক আগামীর পথচলা। তবে আপনি যদি আপনার সুন্দর ভ্রমণ এর জন্য বাস ভারা নিতে চান তাহলে ( busrentdhaka.com )সাইটে থেকে সহজেই নিতে পারবেন।