ESAB আয়োজিত “Next Generation Leadership Program” শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আসসালামুয়ালিকুম সবাইকে , প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য একটি সুখবর ।

বাংলাদেশী প্রকৌশল শিক্ষার্থীদের  সংগঠন, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এসাব) এই প্রথমবারের মতো সারা বাংলাদেশের প্রতিটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে শুরু করেছে "Next Generation Leadership Program"।

আজকের সাধারণ সদস্যরাই আগামীর কাণ্ডারি- এই বিশ্বাসকে উপজীব্য করে সারাদেশে সমন্বিতভাবে নতুন সদস্য সংগ্রহের সাথে সাথে সমান্তরালে এই প্রোগ্রাম চলবে।

অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি দেশ মাতৃকার সেবায় নিজ নিজ মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর এই একক ও অদ্বিতীয় জাতীয় প্ল্যাটফর্মে যোগদানের উদাত্ত আহ্বান রইলো সবার প্রতি।

যারা ইতিমধ্যে নিজ নিজ ক্যাম্পাসে এসাবের ইউনিটফেসগুলোতে সাংগঠনিক বিভিন্ন স্তরে কাজ করছেন, নিজেদের মেধা ও মনন দিয়ে আরও নিবিড়ভাবে এসাবের সাথে কাজের আগ্রহ থাকলে এই প্রোগ্রামে আবেদন করতে পারেন তারাও।

Engineering Students Association of Bangladesh হচ্ছে বাংলাদেশে এক মাত্র ইঞ্জিনিয়ারিং  অরগানাইজেশন  যারা ইতিমধ্যে বুয়েট , কুয়েট , চুয়েট , শাহজালাল , এ আই উ বি , আহসানউল্লাহ সহ বিভিন্ন জায়গায় তাদের সেমিনার , ওয়া্কশপ , ট্রে ইনিং আয়জন করে । এটি একটি নন পলিটিকাল , নন- প্রফিট অর্গানাইজেশন ।  বর্তমানে আমাদের দেশের কিছু সামাজিক সমস্যা নিয়ে বুয়েট , সাস্ত , এ আই উ বি  সহ বেশ কিছু ভার্সিটিতে এসাব তাদের কাজ চালিয়ে যাচ্ছে যেখানে কাজ করছে ফাইনাল ইয়ারের ছাত্র ছাত্রীরা এবং বিভাগীয় প্রফেসর রা ।

আলোকের এই মিছিলে নিজে শামিল হোন, উৎসাহিত করুন অন্যকেও।

এ সংক্রান্ত বিস্তারিত জানতেঃ http://www.esab.org.bd/joinesab

http://www.esab.org.bd/
আবেদনের শেষ তারিখঃ ২০ অক্টোবর, ২০১৪।
=====================================================================
এসাবের  ( Engineering Students Association of Bangladesh) শুধু মাত্র AIUB তে আয়োজিত কিছু প্রোগ্রামের ব্যানার পিক দেয়া হল ।

......

...।

...

.............

...................

যে কোন সমস্যায় নিচে কমেন্টে জানাতে পারেন ।

Level 0

আমি মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ACTUALLY , i am a introvert type boy . But i think it's the time to open before my friends.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস