আপনার Yahoo ই-মেইল অ্যাকাউন্ডটে 1 GB Free Store ব্যাবহার করেছেন তো??

জনপ্রিয় Yahoo মেইল এখন আপনাকে 1 গিগাবাইট আপনার ডাটা সংরক্ষণের জন্য প্রদান করছে। আর এই 1 গিগাবাইট জায়গায় আপনার রক্ষিত ডাটাগুলো মোবাইল বা যেকোন কম্পিউটার থেকে এক্সেস করতে পারবেন। চাইলে আপনি আপনার জায়গা আরো বাড়াতে পারেন 10 গিগাবাইট পর্যন্ত কিন্তু মাসে মাসে আপনার কাছে তারা 3 ডলার বুঝে নিবে।

এখন মূল কথায আসা যাক,
1 গিগাবাইটের জায়গাটি ব্যাবহার করার জন্য সিম্পলি আপনি আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন। আর বাম সাইটে নিচে Applictions বক্সে My Drive অপশনটিতে ক্লিক করুন। তারপর আপনাকে আপনার ইমেইল আইডি আর নতুন একটি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
আর আপনার ইচ্ছামত ডাটা আপলোড করুন।

QuickPress টিউন তাই সংক্ষিপ্ত করে লিখলাম। একটু কষ্ট করে বুঝে নিয়েন।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার কাছে ড্রপবক্সই ভাল লাগে।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

নতুন একটি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। এতে কি আমার ইয়াহু পাসওয়ার্ড চেঞ্জ হবে?

    এতে আপনার ইয়াহু পাসওয়ার্ড চেন্স হবে না। শুধু আপনি আপনার নতুন 1 গিগাবাইট জায়গাটি সুরক্ষিত ‍রাখার জন্য ‍অ্যাপলিকেশনটিতে নতুন পাসওয়ার্ড দিতে হবে। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আচ্ছা আমার এক গিগাবাইট জন্য কি কোন ডলার Pay করতে হবে?

http://pulse.yahoo.com/ এ নাকি ১০০ গিগা স্পেস?

thanx

Level 0

আজ থেকে সুরু করলাম