জাপান আইটি উইক স্প্রিং ২০১৫’এ বেসিস

টিউন বিভাগ খবর
প্রকাশিত

জাপানের টোকিও বিগসাইটে গত ১৩ থেকে ১৫ মে অনুষ্ঠিত হলো তথ্যপ্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক আয়োজন ‘১৫ তম জাপান আইটি উইক, স্প্রিং ২০১৫’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সহযোগিতায় এই আয়োজনে অংশ নেয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে জাপান আইটি উইকে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বেসিসের সদস্য কোম্পানি হাওয়ার আইটি সফটওয়্যার সার্ভিস লিমিটেড, ইনফোক্রাট সল্যুউশনস লিমিটেড, ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড, জেনওয়েব২ লিমিটেড, উইডেভস ও সিসটেক ডিজিটাল লিমিটেডের প্রতিনিধিসহ এই প্রতিনিধিদলে আরও ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এস.এম আশরাফুল ইসলাম, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ।

এ সম্পর্কে বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, জাপানের আইটি মার্কেটে বেসিস সদস্য কোম্পানিদের পণ্য এবং সেবার প্রচার ও প্রসার বাড়াতে এবং জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে উৎসাহী করতে সম্প্রতি ‘বেসিস জাপান ফোকাস গ্রুপ’ গঠন করা হয়েছে। এছাড়া জাপানের আইটি বিনিয়োগকারীদের সুবিধার্র্থে বেসিসে জাপান বিজনেস সাপোর্ট সেল চালু করা হয়েছে। যেহেতু ইতোমধ্যেই জাপানের বিনিয়োগকারীরা বাংলাদেশকে তথ্যপ্রযুক্তির পরবর্তী গন্তব্যস্থল হিসেবে মনে করছে তাই আমরা আশা করছি জাপানের সঙ্গে এ ধরণের আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশের আইটি কোম্পানির ব্যবসায়িক সম্ভাবনা বৃদ্ধি পাবে।

জাপান আইটি উইকে অংশ নেওয়া সিসটেক ডিজিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান জানান, আগামী অক্টোবরে জাপান আইটি উইক, অটাম ২০১৫ অনুষ্ঠিত হবে। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে অংশ নেবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিজনেস টু বিজনেস (বিটুবি) মিটিংয়েরও আয়োজন করা হবে বলেও জানান তিনি।

Level 0

আমি বেসিস BASIS। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানলুম 😛