বড় বড় গোয়েন্দাসংস্থারা যেভাবে অন্যদের উপর নজরদারী করে; Wikileaks-এ বাংলাদেশের নাম যেকারনে এলো !!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বেশ কিছুদিন আগে Edward Snowden ফাঁস করেছিলো, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ফোনে আড়িপাতে মার্কিন গোয়েন্দাসংস্থা NSA আর ব্রিটিশ G.C.H.Q. মুখে, মিডিয়ার সামনে, যতই মার্কিন জার্মান বন্ধুত্বের ভাব দেখানো হোক, বাস্তবে দুই দেশের মাঝে রয়েছে বড়সড় পারস্পারিক অবিশ্বাস। বিশেষ করে ইউরোপে জার্মানি প্রভাব দ্রুত বৃদ্ধি পাওয়া, ও ক্রমশ ইউরোপের দেশগুলো জার্মানির উপর নির্ভরশীল হয়ে পড়া আমেরিকা জন্য বেশ ভালোই মাথাব্যাথা হয়ে দাঁড়িয়েছে রিসেন্ট সময়ে।

ওদিকে তার কিছুদিন আগেই Wikileaks ফাঁস করেছে FinFisher এর কথা!! এবার বলি FinFisher কী। এটা একটি জার্মান কোম্পানি যা দুনিয়ার বিভিন্ন দেশের গোয়েন্দাসংস্থা এর কাছে weaponised surveillance malware বিক্রি করে। Wikileaks এর তথ্য মতে একাজ করে তাঁরা এখন পর্যন্ত ৫০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। Wikileaks এটাও ফাঁস করেছে যে বাংলাদেশও FinFisher এর একজন customer!

কখনো কম্পিউটার বা মোবাইলে ব্যবহৃত software update এর সাথে মিশিয়ে দিয়ে, আবার কখনো personal email ID তে নিকটজনের পাঠানো attach file এর সাথে মিশিয়ে দিয়ে, বিভিন্ন তরিকায় গোয়েন্দাসংস্থাগুলো টার্গেটের মোবাইলে বা কম্পিউটারে এটা install করে দেয়। এরপর তো কি হবে বুঝতেই পারছেন। আপনার কথাবার্তা, যাবতীয় সব কর্মকান্ড তাঁরা তদারকি করতে পারবে। আপনার ব্যক্তিগত ফাইল দেখতে পারবে অনায়াসে। কথাবার্তা রেকর্ড করতে পারবে।

It is indeed a weaponised surveillance malware….আগেই বলেছি, দুনিয়ার বিভিন্ন দেশের গোয়েন্দাসংস্থাগুলো এই কোম্পানির কাছ থেকে এসব malware কিনেছে। এসব দেশ’কে কোম্পানিটি আলাদা আলাদা কোড নেমে ডাকে। যেমন বাংলাদেশের username : 6B9EDD58 (এই কোড লিখে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন!)। NSI মোট ছয়খানা লাইসেন্স কিনেছে। কাতার, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, নেদারল্যান্ড, হাঙ্গেরি, ইতালির মত আরো অনেক দেশ কিনেছে। রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা সাপেক্ষে যেকোনো ব্যক্তির উপর সারভিলেন্স করার কাজে।

জার্মান চ্যান্সেলর মার্কেল যতই মানুষের প্রাইভেসির কথা মুখে বলুক, মার্কিন কর্মকর্তাদের উপর জার্মান গোয়েন্দাসংস্থা BND-এর নজরদারী করার অভিযোগ কিছুদিন আগে মার্কিনীরা তুলেছিলো। তুরস্ক সরকারের উপর বহুদিনই গোপনে নজরদারী চালিয়ে আসছে BND, এটাও এখন বহুল প্রচারিত খবর। অথচ তুরস্কও কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পার্টনার। আর এসব কাজে BND ব্যবহার করেছে FinFisher এর develop করা malware…চ্যান্সেলর মার্কেল প্রকাশ্যেই FinFisher এর পক্ষ নিয়েছেন।

দিনশেষে কেউই সাধু নয়। প্রত্যেকেই অন্যের উপর কর্তৃত্ব দেখানোর জন্যে ছলে-বলে-কৌশলে গোয়েন্দা নজরদারী করছে।

যাই হোক, NSI এর কথা যখন উঠলই, তাহলে এটাও বলি, বেশ কয়েক বছর আগে এই NSI কিন্তু ভারতে একটা Successful Operation চালিয়েছিলো।  আপনারা চাইলে NSI এর সেই ঘটনা নিয়ে পরবর্তীতে টিউন করতে পারি।

 

যাই হোক, পড়ার জন্য ধন্যবাদ 🙂

*Credit: ইন্টারনেট ও ফেসবুক(ফেসবুক আইডি প্রকাশ করছি না প্রাইভেসির কারনে) থেকে সংগৃহীত ও কপিকৃত।

আগের টিউনগুলোঃ

পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিখ্যাত(নাকি কুখ্যাত?!) গাড়িঃ যে চড়ে সেই মরে!! ১ম বিশ্বযুদ্ধ কি এই গাড়ির জন্যেই শুরু হয়েছিলো??

পৃথিবীর আলোচিত ও ভয়ঙ্কর কিছু ইন্টেলিজেন্স এজেন্সি/গোয়েন্দাসংস্থা; জানুন মোসাদের গোয়েন্দারা যেভাবে ইরানের পরমানুবিজ্ঞানীকে মেরে ফেলেছিলো

যেভাবে ১৯৭৭ সালে অল্পের জন্যে আমেরিকা ধ্বংস হতে যেয়েও হয়নি! স্নায়ুযুদ্ধের অজানা অধ্যায়

হিটলারের সোনা চুরির কাহিনী [Hints: ২৮০ ট্রাকের বেশি!]

কিছু দৃষ্টান্ত, কিছু অনুপ্রেরণা আর কিছু ব্যতিক্রম যার একটিঃ ২১ বছর বয়সে মোট চারটি গ্রাজুয়েট ডিগ্রি অর্জন!

Level New

আমি টেকপোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Good information Bro. keep it up……>>>>>>>

চালিয়ে যান ।

NSI এবং এর ভারত অপারেশন সর্ম্পকে জানতে চাই

আপনার আরও লেখা পড়তে চাই।

Level 2

ধন্যবাদ টিউনের জন্য, NsI নিয়ে টিউন করবেন।

thanks and sathe asi

খুব সুন্দর টিউন।অনেক ধন্যবাদ ভাইকে।আর NSI আবার Successful operation ও করে নাকি?তাও এবার ভারতের বিরুদ্ধে?আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য যে যন্ত্র কেনা হয়েছে,দুর্ভাগ্যজনকভাবে সেটা রাষ্ট্রের নিরাপত্তার পরিবর্তে সরকারের নিরাপত্তার কাজে,আর বিরোধী পক্ষকে হেয় করার কাজেই ব্যাবহৃত হচ্ছে

অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি টিউন করার জন্য