আর নয় বেকার,শুধু একটা ঢুঁ মারেন সঠিক জায়গায়,খুলে যেতে পারে আপনার ভাগ্য

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভাল আছেন

বর্তমানে যারা বেকার তারাই সব চেয়ে বেশি এই ইন্টারনেটের সাথে যুক্ত কোন কারন ছাড়া,

এই যুক্ত থাকাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের চাকাকে ঘুড়িয়ে নিতে পারি সামান্য কিছু কাজ করে,

তার একটি মাধ্যম হলো অনলাইনে বিভিন্ন সাইটে চাকরি বিজ্ঞপ্তি প্রদান করে থাকে আমাদের কাজ হলো অনলাইনে যে সাইট গুলো প্রতিদিন বিভিন্ন সাইট যে চাকরি বিজ্ঞপতি দেয় সেখানে আমারা আমাদের সিভি জমা দেব।

কারন চাকরির ওয়েবসাইটে ঢুকে নিজের জীবনবৃত্তান্ত জমা রাখা ভাল।এই জীবনবৃত্তান্ত দেখেই অনেক প্রতিষ্টান সাক্ষাঠকারের জন্য ডাকে।জব অ্যালাট সেবা চালু থাকলে ই-মেইল বা এসএমএসেও জানিয়ে দেওয়া হয় চাকরির খবর।এতে যেমন সময় বাঁচে,তেমনি ঝামেলাও পোহাতে হয় কম।শুধু চাকরির খবর নয়,কিভাবে কাটানো যায় জড়তা,ইন্টারভিউয়ে ভালো করার কৌশল,জীবনবৃত্তান্ত সুন্দর করে তৈরির উপায়সহ নান বিষয়ে ধারনা পাওয়া যায় সাইটগুলো থেকে।

তাই এখনি সিভি কমপ্লিট করে চাকরির সাইটে গিয়ে ইচ্ছাম অ্যাপ্লাই করুন  ,এপ্লাই করতে তো টাকা লাগে না সো অনলাইনে ফ্রি এপ্লাই করতে সমস্যা কি?

এতে করে তাদের কাছে আপনার মেইল আইডি সেইভ থাকবে এবং ভবিষ্যতে কোন জব বিজ্ঞাপ্ন মেইল করবে।

প্রথমে নিয়ে নিন কয়েকটি ভিন্ন ফরম্যাটের CV এর ডিজাইন এর লিংক যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী একটি CV তৈরি করতে পারবেন।

চাকরির কিছু ওয়েবসাইট

১) bdjobs

২) prothom -alojobs

৩) alljobsbd

৪) bdgateway

৫) bdchakri

৬) aiminlife 

৭) jobsbd

৮) deshijob

৯) jobsbangladesh

১০) chakrimela

১১) jobsinbd

আজ এই পর্যন্ত আগামিতে আর কিছু নিয়ে আসব ইনশাআল্লাহ

আমার ছোট একটি ব্লগ আছে সময় পেলে ঘুরে আসবেন।

Level 0

আমি হাসান আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চাকরি সাইটেই তাইলে চাকরি

যে কোন বাংলা বই http://www.bnebookspdf.blogspot.com