flexi-plan নে নাই সমস্যা নাই এখন মাত্র ২ টাকায় বাড়িয়ে নিন গ্রামিনফোনে এম্বির মেয়াদ ১ মাসের জন্য

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আসসালামুআলাইকুম সবাই কেমন আসেন আশা করি ভাল আছেন।

আপনারা সবাই এতিমধ্যে জানেন যে গ্রামিনফোন তাদের flexi-plan থেকে ৪ এম্বির একটি প্রাকেজ তারা বন্ধ করে দিয়েছে। এখন আমরা যারা বন্ধ সিমের অপার ব্যবহার করে যেই ডাটা গুলো আমরা স্টক করে রেখেছিলাম বা যে গুলো আমরা কিনেছিলাম সে গুলো আমরা কম সময়ে ব্যবহার করতে পারিনাই নানান সমস্যার কারণে সে গুলো আমরা flexi-plan এর মাধ্যমে বাড়িয়ে নিতে পারতাম ৪ টাকা কিন্তু তা এখন আর নাই এই দেখুন flexi-plan এর কি নীতি।

যাই হউক এখন আমরা ভিন্ন একটি প্রদ্ধতি ব্যবহার করে আমরা flexi-plan ছাড়া এম্বির মেয়াদ বাড়িয়ে নিব যার খরচ পড়বে মা্ত্র ২ টাকা মেয়াদ থাকবে ৩০ দিন।

তার জন্য প্রথমে আপনার সিম থেকে ডায়াল করতে হবে ৫০০০ ডায়াল করার পর এক সময় বলবে Internet service deactive করার জন্য ৩ চাপতে তার পর ৩ চেপে দিন তখন আপনার  Internet deactivated হয়ে যাবে তার পর এই ম্যাসেজ আসবে এই ম্যাসেজ আসার পর আপনি ডায়াল করেন *৫০০০*৫৫# এইটা ডায়াল করার পর আপনার এই ম্যাসেজটি আসবে  Easy Net থেকে তার পর আপনি ডায়াল করুন *৫০০০*৮*১*১*২# এইটা ডায়াল করার পর আপনার এই ম্যাসেজটি আসবে।

এখন আপনি *৫৬৬*১০# ডায়াল করে দেখেন আপনার এম্বির মেয়াদ এক মাস বেড়ে গেছে।

আমার আগের টিউন গুলো দেখে নিন

নিয়ে নিন Udemy এর কিছু প্রিমিয়াম টিউটোরিয়ালের ফ্রি

আর নয় বেকার,শুধু একটা ঢুঁ মারেন সঠিক জায়গায়,খুলে যেতে পারে আপনার ভাগ্য

সব চেয়ে সহজ ভাবে রুট করুন আপনার এন্ড্রয়েড (Android) ফোন এর চেয়ে সহজ আর কোন পদ্দতি নাই

সবার আগে প্রকাশিত এখানে

এই টিউন থেকে যদি কোন উপকার পেয়ে থাকেন তাহলে এই টিউনি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য।

Level 0

আমি হাসান আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তা ঠিক আছে কিন্তু ১০মিনিটের অপশনটা তুলে দিছে এর কি করবেন, মানে মিনিটের মেয়াদ কম টাকায় করার কোন সিষ্টেম আছে?