বন্ধুরা! সাবধান, আজ সকাল থেকে স্কাইপি থেকে ছড়াচ্ছে ম্যালওয়ার!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজ সকালে স্কাইপি ওপেন করা মাত্রই আমার চোখ ছানাবড়া, দেখি সকল বন্ধু একযোগে ইমোটিকন সহ কিছু লিঙ্ক পাঠিয়েছে। আমার কেমন যেন সন্দেহ জাগলো, তাদের কয়েকজনকে টেক্সট করলাম, এটা কি? তারা বললো, এটা কি তারাও জানেনা। এমনকি, তারা সেন্ডও করেনি। আমি ভালো করে লক্ষ করে দেখি, আমার এই পাশ থেকেও ওদের প্রোফাইলেও টেক্সট করা। তখন আমার আর বুঝতে কিছু বাকি রইলোনা। যাই হোক, অনলাইনে ঘেটে আরো নিশ্চিত হলাম; এটা আসলে এক প্রকার ম্যালওয়ার। কে বা কারা ছড়াচ্ছে, এ বিষয়ে কিছু অবশ্য জানতে পারলাম না। তো চলুন বিষয়টি দেখে যাকঃ
আপনাকে নিচের মতো ইমোটিকন সহ একটি লিঙ্ক দেওয়া হবে।

লিঙ্ক হলে জিপ ফাইলটা ডাউনলোড করে আনজিপ করলে নিচের মতো ফাইল পেতে পারেনঃ

যাই হোক, ভুলেও এটাকে ওপেন করবেন না। যদি ইতোমধ্যেই আক্রান্ত হয়ে থাকেন, তাহলে যা যা করবেনঃ
১। প্রথমে স্কাইপি আনইনস্টল করুন।
২। সকল টেম্প ফাইল রিমুভ করুন। %temp% এবং temp থেকে। Run থেকে এই দুইটা কমান্ড রান করালেই পাবেন।
৩। C:\Users\your-user-name\AppData\Roaming\ এ গিয়ে Skype নামের ফোল্ডারটি রিমুভ করে দিন।
৪। টেম্প ফাইলে nfqhbgpqnf.exe নামে কোন ফাইল থাকলে সেটা অবশ্যই রিমুভ করবেন, প্রয়োজনে আনলকার ব্যবহার করতে পারেন।
৫। এরপর স্কাইপি রিইনস্টল করুন। রিইনস্টলের পর nfqhbgpqnf এই নামে (সমজাতীয় অন্য নামও হতে পারে) কোন প্লাগিনস বা এপিআই যদি আপনার স্কাইপিতে এক্সেস চায়, তবে এক্সেস না দিয়ে রিজেক্ট করে দিবেন।

এরপর নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন স্কাইপি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।

আমি উদয় খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 1

হ্যা, বিষয়টি গত কাল থেকে অনেকের স্কাইপ একাউন্ট এ হয়েছে