চালু হলো ই তথ্য কোষ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বাংলাদেশের সকল উপজেলা ইউনিয়নকে নিয়ে একটি ইউএনডিপির সহযোগিতায় দেশের সর্ববৃহ্ত্‍ তথ্য ভান্ডার ই তথ্য কোষ চালু করা হয়েছে.এই বিশাল তথ্য ভান্ডার আজ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা ।বাংলাদেশ এবং এর জনগণ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আইন ও মানবাধিকার, পর্যটন, কর্মসংস্থান, নাগরিক সুযোগ-সুবিধা, নন-ফার্ম এন্টারপ্রাইজেস, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, শিল্প-বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে প্রচুর তথ্য রয়েছে ই তথ্য কোষে পাওয়া যাবে ভিডিও অডিও ছবি ও এ্যানিমেশন আকারে দেশের প্রত্যেক গ্রামের তথ্য ।৫০ হাজার পৃষ্ঠার এই ই তথ্যকোষে চার ঘণ্টার অডিও এবং ২২ ঘণ্টার ভিডিও ফুটেজ রয়েছে।দুই শতাধিক সরকারি ও বেসরকারি সংস্থার অংশগ্রহণে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং এটুওয়ান যৌথভাবে এই ই তথ্য কোষ তৈরি করেছে। তথ্য সহজে খুজেঁ পেতে যোগ করা হয়েছে একটি সার্চ বাটন বাংলায় সার্চ দিলে ই তথ্যকোষ সহজে আপনাকে তথ্য খুজে এনে দিবে ।সাইটির ঠিকানা http://www.infokosh.bangladesh.gov.bd ই তথ্যকোষ চালু করায় দেশ ডিজিটাল বাংলাদেশ একধাপ এগিয়ে গেল বলে দাবি করেছে প্রধানমন্ত্রী শেখহাছিনা ।মোবাইল কোম্পানিগুলোকে সবকিছুতে বাংলা কন্টেন যোগ করার আদেশ দিয়েছে বলেছে জানিয়েছে প্রধানমন্ত্রী । আরো বিস্তারিত আগামী পর্বে জানাবো

Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো তথ্য দিলেন। টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ 🙂

    আপনাকে ধন্যবাদ . এটি হবে বাংলাদেশের তথ্য ভান্ডার ই তথ্য কোষ জনগনের উপকারে আসবে ।

ডিজিটাল হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ টিউনটি করার জন্য।

    সত্যই ই তথ্যকোষ থেকে মানুষ অনেক কিছু জানবে শিখবে ঘরে বসেই । আর ইন্টারনেট ব্যবহার বেড়ে যাবে । এখনো ৯০% মানুষ জানেনা ইন্টারনেট কিভাবে ব্যবহার করা হয় ।

হুম……………. সরকারি কদু……..আর লাউ……………. হো হো হা হা

ভালো তথ্য…

পন্ডিত সাহেব আপনার সাথে একমত . তবে ই তথ্যকোষ চালু হওয়ায় অনেক তথ্য ঘরে বসে জানা যাবে. যার জন্য গ্রামের মানুষের জেলা সদর পর্যন্ত দৌড়াতে হতো কিছুটা লাঘব করবে ই তথ্য কোষ ।

ধন্যবাদ . অবশ্যই ভালো তথ্য কারন এতে ইন্টারনেট ব্যবহারকারী বাড়বে ।আর যখন সাধারন মানুষ ঘরে বসে বাংলাদেশের তথ্য জানবে তখন বুঝবে ইন্টারনেট কি । সবে মাত্র চালু হলো জাতীয় ই তথ্যকোষ http://www.infokosh.bangladesh.gov.bd কিন্তু আজ বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া জানলাম জাতিয় ই তথ্যকোষ এর সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে । আমি অনুরোধ করবো ই তথ্যকোষ http://www.infokosh.bangladesh.gov.bd নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই ধৈর্য ধরুন জাতীয় ই তথ্যকোশ সফল হবেই । জাতীয় ই তথ্যকোষ সফলতা পাক , জাতীয় ই তথ্যকোষ মানুষের কল্যানে আসুক । ই তথ্যকোষ এগিয়ে যাও ।

    জাতীয় ই তথ্যকোষ সফলতা পাক , জাতীয় ই তথ্যকোষ মানুষের কল্যানে আসুক এটি আপনার মতো আমার ও প্রত্যাশা । কিন্তু আপনি সম্ভবত আমি পোস্টে যে বিষয় গুলো লিখেছিলাম সে পাতা গুলোতে যান নি তাহলে এর সফলতা নিয়ে সন্দেহের কারন বুঝতেন । জেলা পোর্টালের পাতা গুলো ও একই প্রজেক্টের আওতায় করা সে গুলো যে পরিমান গোছানো এ ই তথ্যকোষ তার ২০ % ও না । আর এটা জাতীয় পর্যাযের তো নাই । আমাদের দেশে সরকারী ওয়েব সাইট (বেশীর ভাগ বেসরকারী গুলো ও ) চালু করার পর কখনো আপডেট করা হয় না । সুতরাং এটা যখন চালূ হয়ে গেছে এ রকম বিতিকিচ্ছিরি অবস্থায় আমার ধারনা এটা এরকম লেজে গোবরেই থাকবে । তারপরেও দেখা যাক ১ মাস পরে এর উন্নতি কতটুকু হয়