ফেসবুক চালু করছে আত্মহত্যা রোধে নতুন ফিচার

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক তার গ্রাহকদের জন্য একটি ফিচার চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে গ্রাহকেরা আত্মহত্যার ঝুঁকিতে থাকা কোনো বন্ধু সম্পর্কে অন্যদের সতর্ক করে দিতে পারবে। সামারিটানস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ফেসবুক এই ফিচার চালু করছে। লন্ডনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন সামারিটানস আত্মহত্যার ঝুঁকিতে থাকা হতাশাগ্রস্ত লোকজনকে মানসিক সমর্থন দিয়ে থাকে। কোনো ফেসবুক-গ্রাহক যদি মনে করেন, তাঁর কোনো বন্ধু আত্মহত্যা করতে পারেন, তখন ওই বন্ধুর ব্যাপারে বিস্তারিত লিখে নতুন এই ফিচারে পোস্ট করতে হবে। সম্প্রতি অনেকে অনলাইনে ঘোষণা দিয়েছেন যে তাঁরা আত্মহত্যা করতে পারেন। এর পরই ফেসবুক এই নতুন ফিচার চালু করার সিদ্ধান্ত নেয়। সামারিটানসের কর্মকর্তা নিকোলা পেকেট বলেন, ‘কোনো ব্যক্তির আত্মহত্যার ব্যাপারে সতর্কবার্তা পেলে আমরা মূল্যায়ন করব যে পুলিশ ডাকতে হবে, নাকি আমরা নিজেরা ব্যক্তিগতভাবে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তাকে বোঝানোর চেষ্টা করব।’ নিকোলা পেকেট বলেন, ‘আমরা পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করছি। ইতিমধ্যে অনেক গ্রাহক এই ফিচার ব্যবহার করেছেন। আমরা আশা করছি, নতুন এই ফিচার চালু করার মাধ্যমে আমরা আত্মহত্যার হার কমিয়ে আনতে পারব।’ সূত্রঃ বিবিসি অনলাইন

আমরা সম্প্রতি পেপ্যাল ভেরিফাই চাই নামক পেজ চালু করেছি পেপাল আদায়ের লক্ষ্যে আপনিও আমাদের সাথে যোগ দিন ।

Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমিও করতে চাই…….. বাঁচান। পেপাল এদেশে আয় বাবা।