জেনে নিন Google IO 2018 এর সকল Highlights আর জানুন কী কী পাওয়া যাবে সামনের বছর গুলোতে গুগল থেকে

টিউন বিভাগ খবর
প্রকাশিত
জোসস করেছেন

এ মাসের শুরুর দিকে ফেসবুক তাদের F8 সম্মেলনে ফেসবুক, মেসেঞ্জার, ইন্সটাগ্রাম, ওয়াটসএপপ ইত্যাদি সোশাল প্লাটফর্মগুলো তাদের ভবিষ্যৎ আপগ্রেড নিয়ে সম্মেলন করেছিল। আর এদিকে কিছুদিন আগে গুগল তাদের নিজস্ব টেকনোলজি সম্মেলন Google IO 2018 আয়োজন করেছে। আর এই দুইদিনের সম্মেলন থেকে আগামী বছর গুগল আমাদেরকে কি কি আপগ্রেড দিতে পারবে সেটা নিয়ে বেশ আলোচনা করেছে। তবে এই সম্মেলনের বড় একটি অংশ জুড়েই ছিলো অ্যান্ড্রয়েড পি আপডেট। আপনি এখনই সার্পোটেড ডিভাইসে অ্যান্ড্রয়েড পি বেটা সংস্করণটি নামিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেই Google IO 2018 য়ে কি কি গুগলের আপগ্রেড ঘোষণা করা হয়েছে:

গুগল ডুপ্লেক্স

গুগল এসিসটেন্স দিন দিন উন্নত এবং আপগ্রেড করা হচ্ছে। এটি বর্তমানে আপনার ডিভাইস থেকে ফোন কল এসাইনমেন্ট এবং রির্জাভেশন রাখতে সক্ষম। এই নতুন আপগ্রেডকে বলা হচ্ছে Google Duplex এটি একটি IO ভিক্তিক টেকনোলজি যা আপনার হয়ে আপনার যাবতীয় অনলাইন রিজার্ভেশনমূলক আলোচনার দায়িত্বে থাকবে। Google IO সম্মেলনে এটির পরীক্ষামূলক প্রদশর্নীও দেখানো হয়। সেখানে গুগল এসিসটেন্স এবং কল সেন্টারের একজন মানুষের কথোপকথন পুরো বাস্তবিক মনে হয় এবং এটি একটি সফল আপগ্রেড হিসেবে শীঘ্রই আসছে।

সেলফ ড্রাইভিং Jaguar I- Pace

Waymo কোম্পানির নির্মিত Self-Driving সিস্টেমের Jaguar I-Pace গাড়িটিও এবারের গুগল আইও সম্মেলনে প্রদর্শিত হয়। আর এই গাড়িটি দেখে মনেই হবে না এটি একটি ড্রাইভারবিহীন গাড়ি। Waymo এর টার্গেট রয়েছে যে আগামী কয়েক বছরে প্রায় ২০০০০ এই মডেলটি বাজারজাতকরণের। আর গাড়িটির দাম রাখা হবে ৬৯, ৫০০ মার্কিন ডলার বা প্রায় ৫৯ লাখ টাকা।

স্মার্ট কম্পোজ

প্রতিষ্ঠার প্রায় ১৪ বছর জিমেইলে বড় ধরনের একটি আপগ্রেড আনতে যাচ্ছে গুগল আর তা হলো Smart Compose। এটি একটি AI ভিক্তিক ফিচার যেখানে গুগল নিজে থেকেই আপনার জন্য ইমেইল কম্পোজ করতে পারবে। আপনি ইংরেজিতে কোনো লাইন লেখা শুরু করলে আপনাকে সম্ভাবিক একটি লাইন গুগল দেখাবে। এটি অনেকটাই অটোকারেক্টের মতোই কিন্তু অটোকারেক্টের থেকেই অনেক বেশি কিছু এটি।

গুগল ম্যাপ আপগ্রেড

অচেনা কোনো শহরে আপনার গাইডলাইনার হিসেবে কাজ করে গুগল ম্যাপ। আর এবারের আইও সম্মেলনে গুগল ম্যাপের একটি আপগ্রেড আসছে চলেছে যেখানে গুগল ম্যাপ ব্যবহার করা আরো সহজ হবে আসবে। এবার থেকে আপনি নতুন কোনো অচেনা শহরে গুগল ম্যাপ ব্যবহারের সময় রাস্তার দিকে আপনার ডিভাইসটি তুলে ধরলে এটি স্যাটালাইট লাইভ ইমেজের মাধ্যমে StreetView AR ওভারলে আপনার ম্যাপে চলে আসবে। অর্থ্যাৎ এবার আপনি গুগল ম্যাপের সাথে সাথে গুগল আর্থের একটি কম্বিনেশন পেতে যাচ্ছেন। তবে কবে নাগাদ এই আপগ্রেডটি আসবে সেটা গুগল জানায়নি।

অ্যান্ড্রয়েড পি

আগে আমরা জেনেছিলাম যে অ্যান্ড্রয়েড এর নতুন সংস্করণ এন্ডয়েড ৯ এবর বেটা ভার্সন শুধুমাত্র গুগল পিক্সেল, পিক্সেল এক্স এল, পিক্সেল ২, পিক্সেল ২ এক্সএল ডিভাইসগুলোতেই টেস্ট করা যাবে। তবে এবার গুগল তাদের নিজস্ব ডিভাইস ছাড়াও আরো সাতটি কোম্পানির ডিভাইসে অ্যান্ড্রয়েড পি বেটা সংস্করণ চালানোর অনুমতি দিয়েছে। মূল ভার্সন রিলিজের আগে বেটা সংস্করণ আগে শুধুমাত্র গুগল ডিভাইসেরই টেস্ট করা যেতো কিন্তু এবারের অ্যান্ড্রয়েড পি বেটা সংস্করণটি আপনি গুগল পিক্সেল, পিক্সেল এক্স এল, পিক্সেল ২, পিক্সেল ২ এক্সএল, এসেন্সিয়াল ফোন, নকিয়া ৭ প্লাস, সনি এক্সপেরিয়া এক্সজেড২, শাওমি এমআই মিক্স ২এস, ভিভো এক্স২১, অপ্পো আর১৫ প্রো এবং ওয়ানপ্লাস ৬ ডিভাইসগুলোতে অ্যান্ড্রয়েড পি বেটা এবং সবার আগে অ্যান্ড্রয়েড পি এর আপগ্রেড পাবেন।

গুগল স্মার্ট ডিসপ্লে

গুগল এসিসটেন্সযুক্ত Lenovo Smart Display বর্তমানে এখন বাজারে পাওয়া যাচ্ছে। তবে এবারের IO সম্মেলনে গুগল তাদের নিজস্ব স্মার্ট ডিসপ্লে বাজারে আনার ঘোষনা দেয়। আগামী কয়েক মাসের মধ্যে বাজারে গুগল স্মার্ট ডিসপ্লে আসতে চলেছে। এছাড়াও গুগল এসিসটেন্সযুক্ত আরো বেশ কয়েকটি কোম্পানির স্মার্ট ডিসপ্লে নির্মাণের কাজ চলছে বলেও সম্মেলন থেকে জানা যায়।

জেএলবি লিংক বার

এটি হচ্ছে গুগলের ব্রান্ড নিউ গুগল এসিসটেন্স যুক্ত একটি সাউন্ডবার। এটি আপনার টিভির স্মার্ট রিমোর্ট এবং একই সাথে গুগল এসিসটেন্স হয়ে কাজ করবে। এটি একই সাথে চারটি HDMI 4K টিভি সার্পোট করবে। লিংক বার দিয়ে সামনে একটি বিস্তারিত টিউন লিখবো আমি। অপেক্ষা করুন।

গুগল নাউ ভিক্তিক এসিসটেন্স

বেশ কিছুদিন হয়ে গেল Google Now Launcher অফিসিয়াল ভাবে বন্ধ হয়ে গিয়েছে। তবে খুব শীঘ্রই আপনার গুগল এসিসটেন্স য়ে গুগল নাউ এর মতোই স্বাদ পেতে যাচ্ছেন। কারণ এসিসটেন্সকে গুগল নাউ এর মতোই আপগ্রেড করা হবে খুব শীঘ্রই।

Wear OS এ গুগল এসিসটেন্স

এবার আপনি গুগলের Wear OS  স্মার্ট হাতঘড়িতে গুগল এসিসটেন্স ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে গুগল তাদের স্মার্ট ঘড়িকে আরো একধাপে আপগ্রেড করে নিলো। একই সাথে এখন স্মার্ট এসিসটেন্স এবার আপনার হাতের কব্জিতেই থাকছে।

স্মার্ট গুগল নিউজ

এবারের গুগল আইও সম্মেলনে গুগল নিউজকে আরো স্মার্ট লুকআপ এবং স্মার্ট ফিচার দিয়ে সামনে আনা হচ্ছে আমাদের সামনে। এটিকে ফ্লিপবোর্ড কিংবা আপল নিউজ ধাঁচের ডিজাইন দেওয়া হবে আর ডাটা কে আরো স্মার্ট ভাবে আমাদের সামনে উপস্থাপনের ফিচার আনা হচ্ছে। এদের মধ্যে রয়েছে গুগল ব্রিফিংস এবং গুগল নিউজক্যাস্ট, গুগল নিউজ সাবস্ক্রিপ্টশন সহ আরো অনেক কিছু।

এসিসটেন্স এর জন্য নতুন ভয়েস

গুগল এসিসটেন্স এ এবার নতুন করে ৬টি নতুন ভয়েস যুক্ত হতে যাচ্ছে। এদের মধ্যে বিভিন্ন দেশের ভাষার বিভিন্ন সেলিব্রেটিও থাকছেন। এগুলো এ বছরের শেষের দিতে গুগল এসিসটেন্সে যুক্ত করা হবে।

গুগল লেন্স

আগে গুগল লেন্স শুধুমাত্র গুগলের নির্দিষ্ট কিছু হাই এন্ড স্মার্টফোনেই পাওয়ার খবর শোনা গেলেও এবার জানা গেল যে গুগল লেন্স গুগলের স্মার্টফোনগুলো ছাড়াও আরো বেশ কয়েকটি ডিভাইসে আসছে চলেছে।

তো এই ছিলো গুগল আইও সম্মেলনের কিছু টপ নিউজ। আশা করছি এই টিউনটি আপনাদের কাছে ভালো লেগেছে। আগামীতে অন্য টপিক নিয়ে আমি চলে আসবো আপনাদেরই প্রিয় বাংলা টেকনোলজি সোশাল প্লাটফর্ম টেকটিউনস এ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস