একবার মানুষ হয়ে উঠবার চেষ্টা করি..।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

একবার মানুষ হয়ে উঠবার চেষ্টা করি..।

সাবরিনা আপুকে বলার মতো কোন শব্দ এখন আমার মনে পড়ছে না। হয়তো কখনো কখনো শব্দখরা দেখা দেয় অভিধানে। আমি নির্বাক বসে আছি পিসির সামনে। ধীরে ধীরে কেনো যেনো স্ক্রীনটা ঝাপসা হয়ে আসছে। চোখের কোণে জল এলে সব এমন অস্পষ্ট হয়ে আসে কেনো?

শুধু বলছি, আপু, আমি তোমার এক অক্ষম ভাই। আমি তোমার কাছে ভীষণভাবে লজ্জিত। আপু, তোমার মতো অসংখ্য সাবরিনাকে আমি স্রেফ এড়িয়ে চলে যাই প্রতিনিয়ত। বিবেকটা আর হয়তো বেঁচে নেই। আমি হয়তো ক্রমান্বয়ে একজন জড়মানুষে পরিণত হচ্ছি। আমি ভীষণভাবে লজ্জিত। আমায় ক্ষমা করো না আপি।
কিছুই বলার নেই! হয়তো আছে। কিন্তু, ভাষার সেই সাধ্য কোথায় যে, আমাকে আমার মতো করে প্রকাশ করে!!
স্রষ্টার কাছে করজোড় প্রার্থণা। তিনি যেনো তোমার মতো হাজারো সাবরিনাকে আপন করে নেন। ভালো থেকো আপি।

ক্লান্ত গিটার

------------------------------------------------------

সাবরিনা আপু এগিয়ে যাচ্ছেন। তিনি এগিয়ে যাবেন। দূর থেকে দূরান্তরে। সফলতার কাঙ্খিত দিগন্তে। আমরা কি পারি না, আমাদের দায়বদ্ধতাটুকু ক্ষানিকটা হলেও শোধ করবার চেষ্টা করতে? আবার, আরেকবার চেষ্টা করতে, একজন সত্যিকারের মানুষ হয়ে উঠবার? যে মানুষের হাসিটুকু সত্য। যার কান্নাটুকু অভিনয়ের পর্দাবৃত নয়। যে প্রতিদিন মানুষের জন্য বাঁচে।
একটি লেখার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তারপর যা করার করুন। আপনার বিবেকই আশা করি আপনাকে বলে দেবে কি করতে হবে। একটি টি-শার্ট, যা হতে পারে অনেকের মুখে হাসি ফোটাবে।
মানুষের ভেতরের ঘুমন্ত, মানবীয় মানুষটাকে জাগিয়ে তুলুন। এই দেশটার ভালো একদিন হবেই।

লেখাটি  একযোগে প্রথম আলো ব্লগ এবং টেকটিউনসে রুপালি গিটার নিকে প্রকাশিত হলো।

---------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------

পরের লেখাটি  প্রথম আলোর ব্লগার সালমা মাহবুবের ব্লগ থেকে নেয়া।

জার্মান সরকারি গণমাধ্যম আয়োজিত ববস (BOBS - Best of Blogs) একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা যেখানে বিশ্বের বিভিন্ন ভাষার সেরা ব্লগগুলোকে বাছাই করা হয়। ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গিয়েছেন এই প্রতিযোগিতায় বেস্ট ব্লগ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন সাবরিনা সুলতানা। আমাদের জন্য এটা অত্যন্ত আনন্দের সংবাদ। কিন্তু সাবরিনাকে বিজয়ের মুকুট পড়াতে আমাদের অনেক অনেক ভোটের প্রয়োজন। ভোট দেবার শেষ সময় ১০ এপ্রিল।

এই প্রতিযোগিতায় কি করে ভোট দিবেন বুঝিয়ে বলছি।

একটি ফেসবুক অথবা টুইটার একাউন্ট যে কোনো একটি থাকলেই আপনি ভোট দিতে পারবেন। আবার উভয় একাউন্ট থেকেই ভোট দেয়া যাবে।

*প্রথমে এই লিংকটি ক্লিক করুন:
http://thebobs.dw-world.de/

* তারপর আপনার ফেসবুক একাউন্ট দিয়ে লগইন করুন:
হাতের ডানে লগইনের জন্য ফেসবুক আইকনটি দেয়া আছে তাতে ক্লিক করলে আলাদা উইন্ডো আসবে,সেখানে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

* এবার IN THE CATEGORY তে BEST BLOG বিভাগটি সিলেক্ট করুন। সিলেক্ট করার জন্য ড্রপডাউন মেনুতে ক্লিক করুন।

* সিলেক্ট করার পর পাশেই I VOTE FOR এর ড্রপডাউন মেনুতে Sabrina’s blog সিলেক্ট করুন। এরপর Vote বাটনে ক্লিক করুণ।

আপনি ২৪ ঘন্টায় প্রতিটি ক্যাটাগরিতে একবার ভোট দিতে পারবেন। চলুন আমরা সাবরিনার স্বপ্নপূরণে তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করি। সাবরিনার জয় মানে প্রতিবন্ধী মানুষের জয়।

Level 3

আমি নীরব মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অতি সাধারণ একাকী একজন মানুষ। প্রতিনিয়ত শিখছি একটু একটু করে। ভীষণ ছোট্ট একটা জগত আমার। প্রযুক্তির অসাধারণ অগ্রযাত্রা আর বিশ্বায়নের এই যুগে নিজের চরিত্রটাকে বড্ড বেমানান লাগে। তবুও, পথ চলি অবিরাম। নতুন কোন সুন্দর আলো ঝলমলে সোনালী প্রভাতের প্রতিক্ষায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://www.somewhereinblog.net ব্লগে পোষ্টটি পাবলিশ করলে যথেষ্ট সাড়া পাবেন আশা রাখি।ভাল থাকবেন।

    Level 0

    সবসময় বিরোধিতা না করলেই কি নয়??!!

    ————————————-
    http://bit.ly/do-huge