বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য

টিউন বিভাগ খবর
প্রকাশিত
জোসস করেছেন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও পুয়ের্তো রিকো এবং বারমুডা, এই তিনটি স্থানের কাল্পনিক ত্রিভুজ বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। অসংখ্য জাহাজ কিংবা বিমান অলৌকিকভাবে নিখোঁজ হওয়ার কারণে অনেকেই এটিকে ডেভিল্স ট্রায়াঙ্গেল কিংবা শয়তানের ত্রিভুজ নামে ডাকে।

ধারণা করা হয় অতিপ্রাকৃত ঘটনার কারণে জাহাজ  অথবা বিমান এই এরিয়াতে প্রবেশ মাত্রই নিখোঁজ হয়ে যায়। তবে এই এলাকায় বিভিন্ন পরিক্ষন এবং পর্যবেক্ষনের মাধ্যমে এর সুনির্দিষ্ট কোন প্রমান পাওয়া  যায়নি। তবে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যা ঘটেছে এর পুরোটাই গুজব নাকি সত্য। আসুন পুরো ব্যাপারটা জেনে নেই।

বারমুডা ট্রায়াঙ্গেলের আলৌকিক রহস্য সম্পর্কে সর্ব প্রথম শুনা যায় নাবিক কিস্টোফার কলম্বাসের কাছ থেকে। এরপর বিংশশতাব্দীর মাঝামাঝি বিভিন্ন পত্রপত্রিকায় এবং বেশ কিছু বইয়ে এর উল্লেখ হওয়ায় এই রহস্য নতুন করে উঠে আসে।

১৯৬৪ থেকে ১৯৭৪ সনের মধ্যে লেখা বেশ কিছু বইতে বলা হয়। বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে ভিন গ্রহের অধিবাসীরা থাকে। যার কারনে বড় বড় জাহাজ ও বিমান এই এলাকায় প্রবেশ করা মাত্রই সব ধরনের রেডিও সিগনাল বন্ধ হয়ে যায়। আবার কেউ কেউ বলেন এখানে বড় ধরনের চুম্বকশক্তি আছে যার কারনে কম্পাসের কাটা ভালোভাবে কাজ করেনা। আবার কিছু কিছু বইতে আছে এখানে নাকি ওয়ার্মহোলের অস্তিত্ব রয়েছে। তবে এসব ঘটনার কোনটিরই বৈজ্ঞানিক ব্যাক্ষা পাওয়া যায়নি।

বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের বিষুবরেখার কাছাকাছি থাকায় প্রাকৃতিক ভাবে এখানে ঘূর্নিঝড়ের সৃষ্টি হয়। যা অন্যান্ন মহাসাগরের তুলনায় এটি একটি স্বাভাবিক ব্যাপার। পৃথিবীর দক্ষিণ  মেরু ও উত্তর মেরুর চুম্বকীয় শক্তি একেক স্থানে একেক রকম হওয়ায় কম্পাসের কাটার দিক ভিন্ন রকম হয়ে থাকে।

কথিত আছে বারমুডা ট্রায়াঙ্গেলের অলৌকিকতার সুযোগে কিছু কিছু কোম্পানি তাদের পুরাতন  জাহাজ ইচ্ছেকৃত ডুবিয়ে বীমা কোম্পনির কাছ থেকে বীমা আদায় করেছে। ঐ সময়ের কিছু বই লেখক ও টিভি চ্যানেলের প্রোযোজক অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠার জন্য বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে মিথ্যা গুজব ছড়িয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে। বারমুডা ট্রায়াঙ্গেল ছিল একটি বানিজ্যিক সমুদ্র পথ
যেখানে অসংখ্য বানিজ্যিক জাহাজ যাতায়াত করতো। এই সুযোগে জলদস্যুরা জাহাজের মালামাল ছিনতাই করে ডুবিয়ে দিতো।

এই ছিল মুল ঘটনা, আপনারা বারমুডা ট্রায়াঙ্গেল
সম্পর্কে কি কি জানেন আমাকে টিউমেন্ট করে জানাতে পারেন, সবাই সুস্থ থাকুন। পরিবেশকে নিরাপদ রাখুন।
ধন্যবাদ।

Level 2

আমি আহমাদ উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ