বাংলাদেশে মোবাইল কোম্পানীগুলোর দূর্নীতি……

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রথমেই বলে নিচ্ছি আজকে টিউনটি মূলত সচেতনতামূক টিউন, এই টিউনটির ফলে আপনারা মোবাইল কোম্পানীগুলোর গোপনীয় কিছু কার্যকলাপ জানতে পারবেন।

আমার একটি সিম বেশ কিছুদিন বন্ধ ছিল প্রায় ৩ মাসের উপরে। ১৫-২০ দিন আগে বাংলালিংক কোম্পানীকতৃক একটি নতুন অফার চালু হল আর সেটি হল ১লা এপ্রিল এর আগে থেকে অব্যবহৃত বাংলালিংক সিম চালু করলে ২৫ পয়সা করে রাতদিন ২৪ ঘন্টা কথা বলা যাবে যে কোন বাংলালিংক নম্বরে এবং অন্যান্য অপারেটরে ৬৫ কয়সা করে। অফারটা শুনা সাথে সাথেই আমার কাছে থাকা বন্ধ বাংলালিংক সিমটি চালু করলাম এবং উপভোগ করতে লাগলাম কিন্তু বিপত্তি আসে ঠিক তার পরের দিনই।

০১৯৩৮৪৩০৭৭২ এই নম্বর থেকে আমার কাছে একটি কল আসে এবং একজন ভদ্রলোক ( মূলত ভন্ড) ভদ্রকন্ঠে বলে উঠল আমি নাকি ১৮,৭৫,০০০ টাকা দামের টয়োটা গাড়ি লটারিতে পেয়েছি এবং কতদিন মোবাইল ফোনটি বন্ধ ছিল সে বলে দিল। আমার মোবাইল ব্যালেন্স সর্বশেষ কত রিচার্জ করেছি এবং বোনাসটিও বলে দিল। যাইহোক এইসক কথা এর আগেও বহু শুনেছিলাম কিন্ত কখনও ধরা খাই নি। আমি লোকটিকে বলে উঠলাম কতদিন ধরে এই ব্যবসাটি চালিয়ে যাচ্ছেন এবং দৈনিক ইনকাম কত। সাথে সাথে লোকটি মোবাইল ফোনটি বন্ধ করে দিল।

সাথে সাথে দিলাম বাংলালিংক কাষ্টমার কেয়ারে ফোন করলাম তখনই মেজাজটি চড়া হয়ে গেল কাষ্টমার কেয়ারের প্রতিনিধির উপর। তিনি আমাকে বললেন তাদের কিছুই করার নেই... তাদের কম্পিউটারে নাকি কাষ্টমারদের কোন কথাই সেভ হয়ে থাকে না। আমাকে তিনি থানায় একটি জিডি করতে বললেন। যা শুনে মেজাজটি আরও খারাপ হয়ে গেল..... কেননা তাদের কাছে নাকি তাদের কাষ্টমারদের কথা রেকর্ড রাখার প্রয়োজন নেই। তাহলে তো বুঝা যায় যে কেউ যেকোন ধরনের বাজে কাজ করতে পারে এই মোবাইল ফোনের মাধ্যমে। এবার আলোচনায় আসি মোবাইল কোম্পানী এবং তাদের ডিলারগন

কিভাবে তাদের ব্যবসায় অপরাধ সংঘঠিত করছেনঃ

উপরের ছবিটিতে যে মেশিনটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি সিমের রিটেইলারদের জন্য অতি প্রয়োজনীয় একটি মেশিন। কেননা এটির সাহায্যে সিমটি কোন প্রকার না ভেঙ্গে একটিভ করা যায়। যা আপনি দেখলে বুঝতেও পারবেন না। আর বুঝবেনই বা কিভাবে এর কোন প্রমানই থাকে না মানে প্যাকেটটি কোন প্রকার বিকৃত পর্যন্ত হয় না। আর এটি করার প্রধান কারন হল মোবাইল কতৃপক্ষকতৃক দ্রুত কমিশন তাদের একাউন্টে চলে আশা। যা তাদের উচ্চপর্যায় থেকে নিন্মপর্যায়ের সবাইর জানা।

এবার আসি মোবাইল ফোনের রেজিস্ট্রেশন সম্পর্কেঃ

বাংলাদেশে মোবাইলের মাধ্যমে সংঘঠিত অপরাধের পরিমান দিনকে দিন বেড়ে যাচ্ছে তাই সরকার একটি পদ্ধতি বের করল আর সেটি হল সিম কিনতে হলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বংলাদেশের মানুষের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র , পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন একটি সিম ক্রয় করার জন্য। তবে রিটেইলারগন খুব সহজেই সেগুলো অন্যায়ভাবে রেজিস্ট্রেশন করিয়ে নেন। যার ফলে ওসব সিমগুলো দিয়ে কোন অন্যায় অপরাধ সংঘঠিত হলে অপরাধীদের ধরা খুবই কষ্ট সাধ্য হয়ে পরে।

এই ভোটার আইডিগুলোর ছবিগুলো সংগ্রহ করা হয় স্টুডিও থেকে। আর এর বেশীরভাগ ছবির মানুষই বিদেশে যাওয়ার পূর্বে ছবিগুলো তুলে থাকে। আর ভোটার আইডি কার্ডের সিরিয়ালগুলো বসানো হয় ইচ্ছে মত করে। সরকার এই সবকিছুই জানে কিন্তু কিছুই পদক্ষেপ নেয় না মোবাইল কোম্পানীগুলোর বিরুদ্ধে কেননা বছর শেষে তারাইতো সবচেয়ে বেশী রাজস্ব দেয় সরকারকে। আর কোন ঝামেলাতেই সাধারন মানুষ পুলিশ এবং র‍্যাব এর কাছে সাহায্যের জন্য যেতে চায় না এর প্রধান কারন হচ্ছে পৃথিবীর সবদেশে যেখানে পুলিশ জনগনের জন্য কাজ করে আর সেখানে আমাদের দেশে পুলিশ সরকারের তোষামোদী করতে করতেই তাদের চলতে হয়। যেদেশের সরকারের উচ্চমহল দূর্নীতিগ্রস্থ সেদেশ থেকে কিছুই আশা করা যায় না। আমাদের নিজেদেরকেই বদলাতে হবে। আর নিজে বদলালেও বা কি যারা আইন প্রনয়ন করেন তারাই মনে করেন তারা আইনের উর্ধে। বাংলাদেশে যারা রক্ষকের ভূমিকায় থাকেন তারাই ভক্ষক।

সর্বশেয়ে একটি কথা মোবাইলের জন্য সিম কিন্তে গিয়ে সর্বপ্রথম দেখুন মোবাইলে ভাংতি কোন ব্যালেন্স আছে কি না যেমন ৪৯.৫০ টাকা। এছাড়া কাস্টমার কেয়ারে ফোন করে জেনে নিন সিমটি আগে একটিভ করা হয়েছে কি না। সিম কিনার সময় অবশ্যই রেজিস্ট্রেশন ফর্মটি সংগ্রহ করুন কেননা পরবর্তীতে এটি আপনার সিম রিপ্লেস করার সময়ও প্রয়োজন হবে। সকলকে ধন্যবাদ..................

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

দুরকারি কিছু তথ্য পেলাম। সিমের মেশিনের ব্যাপারটা অজানা ছিল। ডেইনজেরাস কারবার !!!!!!

    আমাকে একটূ হেল্প করেন, আমি কিছুদিন আগে টেকটিউনস এ কেব্‌ল টিভির (এড দেওয়া সহ বিভিন্ন কাজ করা যায়) সফটওয়্যার এর বিস্তারিত এবং খুবই সুন্দর একটা টিউনস দেখেছিলাম কিন্তু সেটা এখন খুজে পাচ্ছিনা। এই বিষয়ে আমাকে কেউ হেল্প করতে পারবেন?

    রাজু ভাই সারচ করেন!

জরুলি তথ্য জানাগেল…………..ধন্যবাদ

বহুত জরুরী তথ্য । তবে কোন লাভ হবেনা বলে মনে করি । কারন , সিম হল প্রভু ভক্ত কবুতর । যতই লেখালেখি করেন আর যতই জানাশোনা হইনা কেন আমরা সবাই সিম অপারেটর কোম্পানির হাতে জিম্মি । সিমের প্রভু আমরা নিজেরা; কিন্তু কোম্পানি যেখানে উপস্থিত সেখানে আমাদের অবস্থান দ্বিতীয় ॥

ভাই কি আর বলবো । আপনার মতো একুই সমস্যাই আমি পড়েছি এবং কাস্টমার কেয়ার আমার একই রিপোর্ট দিলো। আসলে আমদের দেশের সরকারের পদক্ষেপ জোরালো না সে কারনে এত দুরনিতি হচ্ছে এবং আরো হবে ভবিষ্যতেও ইনশাল্লাহ।

Level 0

মন্তব্যের আগে কৃতঙ্গতা জানাচ্ছি টেকটিউনস এর মডারেটার ভাই ও এর উন্নয়নে সংশ্লিষ্ট সাবাই কে যে এতো দ্রুত টেকটিউনস ফিরিয়ে দেওয়ার জন্য । যে ৩/৪দিন TT বন্ধ ছিল সত্যি বলতে অনেক বল্গ ঘুড়ে বেড়িয়েছি কিন্তু আমি সেটিস্ফাইড না । TT কে ফিরে পেয়ে অসম্ভব ভালো লাগছে ।

আর ধন্যবাদ হাসিব ভাইকে সুন্দর একটি বিশ্লেষন মূলক অত্যন্ত জরুরী কিছু বিষয় তুলে ধরার জন্য , যা হয় তা অনেকেরই অজানা ছিল। এবং পারভেজ ভাইকে বলছি "আমরা সবাই সিম অপারেটর কোম্পানির হাতে জিম্মি" হলেও এই বিশ্লেষন মূলক প্রতিবেদন দ্বারা অনেকের চোখের পর্দা উম্মচন হবে যা অত্যন্ত জরুরী । সবাইকে ধন্যবাদ।।

Level 0

ভাই আপনার এই িটউনিট আর িকছু িদন আেগ করা হেল আমার অেনক উপকার হত। গত িকছু িদন আেগ আিম একটা AIRTEL sim িকেনিছলাম। ওই sim এ ৫০০ িমিনট free talk time থাকার কথা। িকন্তু আিম তা পাইিন।কারন জানেত cstmr care e কল কেরিছলাম । ওরা জানাল এই sim টা এর ১ মাস আেগ েথেক use করা হেচ্ছ। আিম িনজ হােত েভেঙ্গ একিটভ করলাম ওই sim এক মাস আেগ িক ভােব use হল আজ জানেত পারলাম । অেনক অেনক ধন্যবাদ আপ্নােক ……।।

unknown machine
thanks

Level 0

আমার একটা প্রশ্ন আছে।আপনি বললেন তারা কেনো কোনো কথা রেকর্ড করেনা?আমার প্রশ্ন হলো তারা কথা রেকর্ড করবে কেনো?এটার কোনো নিয়ম নাই।আমরা মোবাইলে অনেক গোপনিয় কথা বলে থাকি।সেটা যদি রেকর্ড করা হয় তাহলে ক্ষতি কার হবে ভেবে দেখুন।

    Mukut ভাই কথা রেকর্ড থাকে না এটা সম্পূর্ন মিথ্যা কথা। তারা রেকর্ড করে রাখে এবং প্রয়োজনে যেমন আইনী কাজের সময় তারা বের করে। এটা কিভাবে ভাবা যায় যে আপনি মোবাইলের মাধ্যমে কোন অপরাধ করবেন আর তা খুজে পাওয়া যাবে না তাও এই প্রযুক্তির যুগে ব্যপারটা হাস্যকর না……………

    Level 0

    hmm কথা রেকর্ড করা হয়। কিন্তু আপনি কখনই জানতে পারবেন না। coz this is against the policy. আপনার কাছে স্বীকার ও করবে না। কিন্তু রাষ্ট্রের কাজে লাগার সময় ঠিক এ ইউস করবে। এতাও এক ধরনের দুর্নীতি।

ভাইয়া, আপনি কি আমার উপর রাগ করেছেন ,
বার্থডে উপহারটি কেমন লাগল কিছুই তো বললেননা ।
আর বরাবরের মতন এই টিউনটিও সুন্দর হয়েছে তবে একটা কথা ছিলো ভাইয়া আপনি এই গোপন তথ্য অর্থাৎ ঐ মেশিনটি খবর কোথার থেকে পেলেন তা যদি
একটু শেয়ার করতেন
আর আপনাকে অনেক ধন্যবাদ কারন টিটির এক পৃষ্ঠায় আপনার দুটি টিউনের জন্য ……………

    ধন্যবাদ উপহার পাঠানোর জন্য……………

Level 0

its really important for all mobile users . so thank you very much for your tune….

ভাই হাসিব! একটা ছোট্ট হিসাব দেই আপনাকেঃ
;
গ্রামীনের বাংলাদেশে কাস্টমার সংখ্যা ২,৭০,০০০০০ । ধরুন গড়ে একজন দিনে ৫মিনিট কথা বলে! তাহলে দিনে কথা হই ১৩৫,০০,০০০০০ বা একশ পয়ত্রিশ কোটি মিনিট! ধরা যাক ১ মিনিট রেকর্ড করে জমা রাখতে জায়গা লাগে ১০০ কিলো বাইট। ১৩৫,০০,০০০০০ X ১০০ = ১৩৫,০০,০০০০০০০ কিলো বাইট।
১৩৫,০০,০০০০০০০ / ১০২৪ = ১৩১৮৫৯৩৭.৫ মেগা বাইট।
১৩১৮৫৯৩৭.৫ / ১০২৪ = ১২৮৭৪৬ গিগা বাইট
১২৮৭৪৬ / ১০২৪ = ১২৫.৭ টেরা বাইট।
মূল হিসাব দাঁড়ায়, যদি তারা প্রতিদিন গ্রাহকের কথা রেকর্ড করে তবে প্রতিদিন তাদের ১২৫.৭ টেরা বাইট স্টোরেজ লাগবে! ভাই এটা কি সম্ভব?? ভেবে দেখেন তো। এরকম হলে তো তাদের ক্লাউড ও কাজ দিবেনা!

    ভাই আপনার ধারনাটা ভুল আপনি যে কোন মোবাইল কোম্পানীর ভিতরের তথ্য নিয়ে দেখেন আশা করি তখনই বুঝতে পারবেন…………..

রের্কড শুধু বাংলাদেশেই করে রাখেনা, এটা পৃথীবির সব দেশেই করে রাখে। আর রের্কড করে রাখা ভাল। আপনার টউনের জন্য ধন্যবাদ । আমাদের দেশে টপ টু বটম দূর্নীতিবাজ। এটা দিন দিন বাড়তেছে। উপরে দূর্নীতি কমলে নীচে অটমেটিক দূর্নীতি কমে যাবে

chorer rajje bas kori vai ki korben kon?

Level 0

হাসিব ভাই, ঈদ মোবারক। বহুত জরুরী তথ্য জানা গেল । আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি বিশ্লেষন মূলক অত্যন্ত জরুরী কিছু বিষয় তুলে ধরার জন্য