CO.CC ডোমেইন ব্যবহারকারীরা খেয়াল করুন!!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজকে নেটে ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখলাম, গুগল co.cc এর সকল ডোমেইনকে ডি-ইনডেক্সড মানে তাদের তালিকা থেকে মুছে দিয়েছে।চেক করার নিজেই ট্রাই করলাম দেখলাম,ঘটনা সত্যি!! co.cc এর কোন সাইট গুগল সার্চ ইঞ্জিনে শো করেনা এমন কি তাদের হোম-পেইজ ও।যারা এই ডোমেইন ব্যবহার করে সাইট পরিচিত করেছিলেন তাদের এখন মাথায় হাত।co.cc ডোমেইন ব্যবহার করা কোন সাইট এই গুগলের সার্চলিষ্টে অনেক ভাল অবস্থান ছিল।জুলাই এর ০১ তারিখ থেকে তারা co.cc এর সকল ডোমেইনকে ডি-ইনডেক্সড করেছে।আপনাদের যাদের co.cc ডোমেইনের সাইট আছে তারা একবার গুগলে সার্চ দিয়ে দেখুন।

হটাৎ করে গুগলের এই ডোমেইন ব্লক করার কারণ বুঝলাম না। কিছু কারন পেলাম নেটে যেগুলো যেগুলো গুগল এক্সপার্ট রা বলছেন।

১। এই ডোমেইনগুলো ফ্রি এবং যেকেউ ব্যবহার বা রেজিস্ট্রেশান করতে পারে তাই স্প্যামিং এর সম্ভাবনা বেশী।

২। অনেক ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশান হয়েছে এবং ইনডেক্স হয়েছে কিন্তু পরবর্তীতে তা আর খুঁজে পাওয়া যায়নি।এতে সার্চলিষ্টের মান কমেছে তাই গুগল কর্তারা এটা পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন।

৩। বেশিরভাগ co.cc  ডোমেইন গুগলের ব্লগস্পট এর সাইট এ ব্যবহার করা হয়,এতে তাদের নিজস্ব সাবডোমেইন (ব্লগস্পট) এর সম্মানহানি এবং এর ব্যবহার--প্রচার কমে যাচ্ছে।তাই বাধ্য হয়ে এই ব্যবস্থা নেয়া।

৪। এই ডোমেইন সাধারণত নতুন সাইট বানিয়ে টেস্ট করার জন্য ব্যবহার করা হয়,এবং পরবর্তীতে তা ফেলে দেয়া হয় তাই বিপুলসংখ্যক ডোমেইন যাতে ইনডেক্সড না হতে পারে সেই ব্যবস্থা করা।

যারা ব্লগস্পটের ব্লগকে co.cc তে ট্রান্সফার করেছেন তারা Settings >Publish এ গিয়ে Switch to Blogspot তে ক্লিক করে ব্লগস্পট ডোমেইনে ফিরে যেতে পারবেন।এছাড়া .tk ও cz.cc ডোমেইন যারা ব্যবহার করেন তারাও একই পদ্ধতিতে আগের সাবডোমেইনে চলে আসতে পারেন।বলাতো যায় না কখন আবার এগুলো ব্লক করে দেয়।

Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

তারমানে এখন থেকে ডোমেইন কিনে ব্যবহার করাই ভালো। ফ্রি বাদ দিতে হবে।

    হা।ফ্রি ডোমেইন ব্যবহার না করে সাবডোমেইন বা ডোমেইন ব্যবহার করা ভাল।ফ্রি ডোমেইন আর সাবডোমেইন ব্যবহার আমার কাছে একই মনে হয়।

সম্প্রতি গুগল সার্চ রেজাল্ট বেটার শো করতে কয়েকটি এলগরিদম আপডেট করেছে যেটি পান্ডা আপডেট নামে পরিচিত। এই আপডেটে মনে হয় এটা ডি-ইনডেক্স করেছে।

    এলগরিদম আপডেট করেছে এটা খেয়াল করেছি,যেমন পেজর‍্যাঙ্ক এর ব্যাপারটা।একমাস আগে করা ব্লগ পেয়েছে পেজর‍্যাঙ্ক ১,অনেক ০ থেকে একলাফে ৩-৪ আর অনেক জনপ্রিয় সাইটের পেজর‍্যাঙ্ক এর কোন পরিবর্তনেই হয়নি।গুগল যে ভিজিটর এর কার্যকলাপকে অনেক গুরুত্ব দিচ্ছে বোঝা যায়।

সবচেয়ে বড় যে কারণ তা হচ্ছে স্প্যামিং সাইট তৈরি হওয়া। আমি ডিজিটাল পয়েন্টে গতকাল দেখেছিলাম এটা নিয়ে আলোচনা হচ্ছে। আর ডোমেইনের দাম তো তেমন বেশি না যে কিনে ব্যবহার করা যাবে না। চাইলে একটা ডোমেইন কেনা কোন ব্যাপার না।

    হ্যা আপনার সাথে একমত ।সেটাই বড় কারণ মনে হচ্ছে।এছাড়া ব্লগস্পটের ব্লগগুলো যে গনহারে মানুষ ওখানে ট্রান্সফার করতেছিলো তাতে বন্ধ করা ছাড়া উপায় ছিলনা হয়তো।

আমার ও co cc তে একটা ফ্রি ডোমেইন ছিলো এখন আর নাই ভালো হইছে কিনে ব্যবহার করবো……..

    Level 2

    ভাল মানের ডোমেইন পাওয়া যায় কোথায়?আমিও একটা কিনতাম………।।

    ভাল মানের ডোমেইন বলতে কী বুঝিয়েছেন। যে কারও কাছ থেকে আপনি যেকোন মানের ডোমেইন কিনতে পারেছেন। এমনতো না যে কিছু নির্দিষ্ট ডোমেইন থেকে সিলেক্ট করতে হবে।

    @robinmym,
    আপনি http://www.socheaphost.com/domain.html
    দেখতে পারেন।

অনেক আগেই CO.CC বাদ দিয়ে দিয়েছি কিন্তু CZ.CC আছে তাই চিন্তা..

    হা বাদ দেয়াই ভাল।এগুলো খুব তাড়াতাড়ি ব্লক করবে এটা নিশ্চিত।

Level 0

আমি আমার http://softmukut.blogspot.com এর জন্য mktsoft.co.cc নিয়েছিলাম।পরে বাদ দিয়ে দিয়েছি।এখন আপনার লেখা পড়ে ভালো লাগছে ।ধন্যবাদ।

নাঈম ভাই আপনার ইমেইল আদ্রেস টা দরকার। সব ইমেইল ই জানাবো।

শুধু co.cc না সকল ফ্রী ডোমেইন এবং হস্টিং সাইট গুগল ইনডেক্স করা বন্ধ করে দিয়েছে !!… .TK cz.cc etc.. ! সব গুলাই ! কারন গুগল আগে থেকে অনেক ভারি হয়ে গেছিল তাই রেঙ্ক ৯ এ আসছে ! এখন তাই আবার পাতলা হয়ে ১০ এ জাবার প্রস্তুতি নিচ্ছে 😛 😀 বুঝেন না নিজেদের রেঙ্কে নিজেরা নাইমা পরছে… তাই মাথা খারাপ আরকি 😛

    সব ফ্রি ডোমেইন না। এখনো .tk গুগলের সার্চ রেজাল্টে আসে।

    সবগুলো বন্ধ করেনি শুধু কো.সিসি বন্ধ করেছে।বাকীগুলো এখনো ইনডেক্স এ লিপিবদ্ধ আছে।তবে এগুলোও বেশিদিন থাকবে না এটা নিশ্চিত।

    @কম্পিউটার লাভার: Rank কিভাবে চেক করে?

co.cc Cz.cc এসব ডোমেইন অনেক আগেই ব্যবহার বাদ দিছি।

    আমি শুধু নতুন সাইট টেষ্ট করার জন্য এটা ব্যবহার করি।এটার চেয়ে ব্লগস্পটের সাবডোমেনেই ভাল।

co.cc কি তবে বাদ দিয়ে দেবো ?এবার কোনটা চালাবো বস?ডোমেন কিনতে কত টাকা খরচ হবে জানাবেন প্লিজ।

    বস দাম গুলা পেয়েছি http://www.socheaphost.com/domain.html এখানে তো কি ভাবেবে কিনবো জানা থাকলে জানাবেন । http://www.facebook.com/raihan.ikbal

    নিজস্ব ডোমেইন কিনে ফেলুন।ওখানের দামগুলো ঠিক আছে।সম্ভব হলে ওখান থেকে কিনে ফেলুন।ওখান থেকে পেপ্যাল,এলার্টপে,মানিবুকার্স যে কোনটি দিয়ে কেনা যায়।সমস্যা হলে সালেহ ভাইয়ের(উপরের কমেন্টার DHmart.info) সাথে যোগাযোগ করুন।

মাথার উপর দিয়ে গেল। 😕 কি বলতে চেয়েছেন বা কি বুঝাতে চেয়েছেন কিছুই বুজলাম না। 🙄

http://www.socheaphost.com/domain.html তো ৪০৪ দেখাচ্ছে ! আশা করি site admin সেটি ঠিক করবেন । আপাতত আমার ডোমেইন হোস্টিং সাইট টি ঘুরে আসতে পারেন। আশা করি ভাল লাগবে …

আমাদের গুগলের পাশে থাকা উচিত। কারণ ইন্টারনেট শেখার দিনগুলোতে গুগোল আমাদের পাশে ছিল। ধন্যবাদ।