লেখা জমা দিয়ে জিতে নিন মোবাইল ফোন সহ আকর্ষনীয় পুরস্কার

টিউন বিভাগ খবর
প্রকাশিত

অনলাইনে বাংলাভাষা বিস্তারে ও শিক্ষার মাধ্যম হিসেবে বাংলাকে আরও প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে অনেকেই। বাংলাভাষায় শিক্ষা বিস্তারে ও ছাত্রছাত্রীদের অনলাইনে সহায়তা প্রদানের জন্য বাংলা ভাষায় প্রথম সাইট টিউটরিয়ালবিডি। আমরা আশা করি, সবাই মিলে এমন এক সময় তৈরী করবো যখন বাজারের গদবাধা নোট আর বিভিন্ন বিষয়ে কোচিংসেন্টারের কাছে জিম্মি থাকতে হবে না স্টুডেন্টদের। জ্ঞান অন্বেশনে একে অপরের সহযোগি হবে ঘরে বসেই, দূর দেশে থেকেও নিজের ও দেশের ছেলেমেয়েদের পড়ালেখার খবর রাখবে তারা। বন্ধুরা তাদের পড়ালেখার উপকরনগুলোও শেয়ার করতে বেগ পেতে হবে না।

আপাতত যে সব ফিচার যুক্ত করা হয়েছে:

১. টিউটরিয়াল অংশ

এখানে বিভিন্ন বিভাগের টিউটরিয়ালগুলো সুন্দরভাবে বিন্নস্ত করা আছে। প্রতিটি টিউটরিয়ালের আলোচনার ব্যবস্থা আছে অন্যান্য ব্লগের মতোই। মূলত: ওয়ার্ডপ্রেস ইঞ্জিনের উপর তৈরী বলে পোস্ট দিতে সবার সবিধা হবে। বাংলায় লেখা, পড়া ও মতামত দেয়ার ব্যাপারে সমস্যা নেই।
bangla_tuto_mxfdfd

২. ফোরাম

একটি শিক্ষামূলক সাইটে ফোরামের প্রয়োজন অনেক। যে কোন আলাপ আলোচনা, সমস্যা বা নিজেদের প্রজেক্ট,প্রেজেন্টেশন, হ্যান্ডনোট শেয়ার করার জন্য ফোরাম রয়েছে। টিউটরিয়াল অংশে যারা সুন্দর টিউটরিয়াল লিখতে ভয় পায় তারা ফোরাম দিয়ে শুরু করতে পারে।

৩. চ্যাটিং

আপাতত সাউটমিক্স চ্যাট এর মাধ্যমে কাজটি চালিয়ে যাচ্ছি। আরও আপগ্রেড করা হবে এটি।

৪. ইংরেজী ভার্শন

টিউটরিয়ালবিডির আন্তজার্তিক পরিচয়ের জন্য এ উদ্যোগ। আবার অনেকে বাংলায় তথ্য আদানপ্রদানে এক্সপার্ট না, তারা সহজেই এখানে লেখালেখি করতে পারবে। অবশ্য এখানে আরেকটি সুবিধা যোগ করা হয়েছে। লেখকরা চাইলে তাদের এডসেন্স কোড পোস্টের যে কোন অংশে দিতে পারবে। এ ব্যাপারে এ টিউটিরয়ালটি দেখুন।

ইতোমধ্যে অনেকের তাদের নিজেদের দক্ষতা শেয়ার করছে সবার মাঝে, অনেকে এরকম একটি সাইট পেয়ে খুবই উৎসাহী।

পুরস্কার ঘোষনা

লেখকদের উৎসাহ আরও বাড়াতে এবং দ্রুত এগিয়ে যেতে টিউটরিয়ালবিডি লেখকদের জন্য ছোট একটি পুরস্কার ঘোষনা করছে:

  • ১০০ টি টিউটরিয়াল লিখে জিতে নিন নকিয়া ১৬০০ হ্যান্ডসেট
  • ২০ টি টিউটরিয়াল লিখে জিতে নিন ধন্যবাদ পুরস্কার

বিস্তারিত জানতে  ভিজিট করুন।

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকেও যদি এরকম পুরস্কার দেয়া হত আমাদের। 🙂

শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ।

@শাকিল আরেফিন: আমরা নিজেরাও টেকটিউনসে এরকম পুরস্কার ঘোষনা করতে পারি…..কি বলেন? (অবশ্য কর্তৃপক্ষের কোন আপত্তি না থাকলে) যেমন- ওয়াইম্যাক্সে বা ভিওআইপি (বা অন্য কিছুর) উপর টিউন প্রতিযোগিতার আয়োজন করা যায়। কি বলেন?

পুরস্কার যদি আপনে দেন তাইলে আমি আছি… 🙂

২০ টি টিউটরিয়াল লিখে জিতে নিন ধন্যবাদ পুরস্কার মানে?

@মেরাজ: পুরস্কারটি কি তা এখনো নির্ধারন করা হয় নি। তবে ২০ টি টিউটরিয়াল লেখক সবার জন্যই একটি করে পুরস্কার থাকবে।
@শাকিল: চিন্তা করে নেই। সামনে এরকম একটা কিছু করবো।