জাকারিয়া ভাই বাংলাদেশী মার্কেটপ্লেস চালু করতেছে। জানেন কি?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

জাকারিয়া ভাই কে নিয়ে বলার কিছুই নেই তবুও যারা জানেন না তাদের কে বলছি জাকারিয়া ভাই একজন প্রতিষ্টিত বাংলাদেশি ফ্রিল্যান্সার।আর উনি ফ্রিল্যান্সিং নিয়ে নিয়মিত কম্পিউটার জগত ম্যাগাজিনে লিখেন আর আমার জানামতে উনি লিখার পর হতে আমাদের দেশে ফ্রিল্যান্সিং নিয়ে এত উন্মাদনা শুরু হয়েছে।আর বর্তমানে উনি একটি প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন আর এটি হল উনি বাংলাদেশিদের জন্য একটি মাকের্টপ্লেস চালূ করবেন এটি হবে কম্পিউটার গ্রাফিক্স অর্থাৎ ফটোশপ/ইল্যাস্ট্রেটর দিয়ে তৈরি ডিজাইন, টেম্পলেট ইত্যাদি বিক্রির ওয়েবসাইট।

মার্কেটপ্লেসে বাংলাদেশী ফ্রিল্যান্সাররা রেজিষ্ট্রেশন করে তাদের ডিজাইনগুলো নিয়মিত জমা দিবে।

বিদেশী ক্লায়েন্টরা সেগুলো মার্কেটপ্লেস থেকে সুলভমূল্যে কিনবে।

নিচের অংশটি হুবুহু জাকারিয়া ভাইয়ের সাইট হতে নেয়া (অনুমতি নিয়ে)

এখন প্রশ্ন হল, কেন শুধুমাত্র গ্রাফিক্সের জন্য মার্কেটপ্লেস তৈরির চিন্তা করছি? তার কারণ হল নতুন নতুন ওয়েবসাইটের আগমণের সাথে সাথে এই ধরনের কাজের চাহিদা দিন দিন শুধু বৃদ্ধিই পাচ্ছে।

পরবর্তী প্রশ্ন হল, মার্কেটপ্লেসকে জনপ্রিয় করে তুলতে বাংলাদেশী ভাল ডিজাইনার কোথায় পাওয়া যাবে, আর যারা ডিজাইন জানেন না তাদের জন্য কি ব্যবস্থা? সেই লক্ষ্যে আমি একটি সুদূর প্রসারী চিন্তাভাবনা করছি। প্রথম অবস্থায় আমার ইচ্ছে হল, নতুনদেরকে ৩ থেকে ৬ মাস প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ করে তোলা। প্রশিক্ষণ দেয়া হবে একটি ওয়েবসাইটের মাধ্যমে। অর্থাৎ যে কেউ নিজের ঘরে বসে প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করতে পারবে। পরবর্তীতে তাদের মধ্য থেকে ৫০ বা ১০০ জনকে নিয়ে মার্কেটপ্লেসটি যাত্রা করা হবে।

প্রশিক্ষণ ওয়েবসাইটটি নিয়ে আমার আরো অনেক পরিকল্পনা রয়েছে। তবে তার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, এই প্রশিক্ষণ ওয়েবসাইটে আপনি কি কি ফিচার আশা করছেন? আপনাদের মতামতের উপর ভিত্তি করেই ওয়েবসাইটটি তৈরি শুরু করে দিব।

সর্বশেষ
ডিজাইনারদের জন্য প্রশিক্ষণ সাইটের কাজ শুরু হয়ে গিয়েছে। আমার টিম সর্বাত্বক চেষ্টা করছে যাতে এই মাসের মধ্য সাইটটির Beta ভার্সন প্রকাশ করা যায়। ওয়েবসাইটটি বাংলা এবং ইংরেজী উভয় ভাষাতে তৈরি করা হচ্ছে।আর সামনের সপ্তাহেই আসছেই প্রশিক্ষণ সাইটের বেটা ভার্সন।

নিয়মিত আপডেট আর মূল লেখাটি এখান হতে দেখতে পারেন
আমার ব্যক্তিগত ব্লগেও লেখাটি পাবেন আমার ব্লগ

জাকারিয়া ভাইয়ের অনুমতি নিয়ে আমি লেখাটি প্রকাশ করেছি

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভােলা উেদ্যাগ

Zakaria Bhai
স্যাটেলাইট ক্যাবল নেটওয়ার্ককে কি LAN অথবা MAN নেটওয়ার্ক হিসেবে ব্যাবহার করা যাবে?
একই নেটওয়ার্ক ব্যবহার করে স্যাটেলাইট এবং ইন্টারনেট সার্ভিস দেয়া যাবে কি?
করা গেলে কিভাবে?
জানা থাকলে আওয়াজ দিলে উপকৃত হব।
[email protected]
01711731145