সুপ্রিমকোর্ট হ্যাকের দায়ে RAB এর হাতে গ্রেপ্তারকৃতদের মিথ্যাচার :(

টিউন বিভাগ খবর
প্রকাশিত

১১ই নভেম্বরের সুপ্রিম কোর্টের সেই হ্যাকের কথা টিটির মেম্বাররা কম বেশি সবাই জানার কথা, যা হয়েছে বাংলাদেশেরই দামাল(!) ছেলের দ্বারা যারা নিজেদের দেশ প্রেমিক বলে দাবি করে যেমনতা দূর্নিতবিদরা নিজেদের জাহির করে। ঘটনাটি ঘটার পর পর বাংলাদেশ শক্তিশালী ইথিকাল হ্যাকিং গ্রুপ বাংলাদেশ সাইবার আর্মি(BCA) সত্য উদঘাটনে মাঠে নামে। এবং বিসিএ গ্রুপের কয়েক মেম্বারের কঠোর পরীশ্রমের পর বেশ কিছু ইনফরমেটিভ চ্যাটিং ও ভিডিও ক্লিপ সংগ্রহ করে যা আপনারা বিসিএ এর ফেসবক গ্রুপেই খুজে পাবেন।

বাংলাদেশ সাইবার আর্মি

পরবর্তীতে র‍্যাবকে তথ্য সহায়তা দেয় বিসিএ, এবং এর ভিত্তিতে তারা মোঃ রাসেল ভূঁইয়া(১৮) এবং শাহ্‌ মিজানুর রাহমান(১৯) পরিচয় দেওয়া দুইজনকে গ্রেপ্তার করে। এ সম্বন্দে খবর দুটি পড়ে নিতে পারেন এখান থেকে

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাকিং, ২ তরুণ গ্রেপ্তার    সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাকিং: দুই তরুণ গ্রেপ্তার

তাদের মতে তারা দেশের সাইত নিজেরা রক্ষা করেন, অথছ তথ্য প্রমান বলে তারা ঠিক দেশের বিরুদ্ধেই অবস্থান করছেন 🙁 এবেপারে বিস্তারিত কিছু টিউন করেছেন আমাদের প্রিয় মাক্ষন দা। চলুন সেখান থেকেই বিস্তারিত চোখ বুলিয়ে আসি।

টেকটিউনসবাসী সতর্ক হোন নতুন একটি ল্যামার গ্রুপ থেকে

আরো একটি পোষ্ট পড়তে পারেন সামুতে

বাংলাদেশ এর সুপ্রিমকোর্ট এর ওয়েবসাইট হ্যাকিং এর অভিযোগে RAB এর হাতে গ্রেফতার হওয়া বাক্তিরা দেশবাসির কাছে চরম মিথ্যাচার করছেন। আসুন আমরা এর প্রকৃত ঘটনা জানি ও প্রতিবাদ করি

এবং বাংলাদেশ সাইবার আর্মি এতদিন যে কাজ গুলো করে আসছিল তার ক্রেডিট তারা নিজদের ঘাড়ে নিতে চাইলো যাকে হ্যাকিং এর ভাষায় ল্যামার বলে। চলুন বিসিএ নিয়ে তৈরী হয়া কিছু ষড়যন্ত্রের ভূল ভাঙ্গিয়ে নিয়ে আসি আরেকটি তথ্য চিত্র সহ টিউন থেকে

বাংলাদেশ সাইবার আর্মি নিয়ে সম্প্রতি তৈরি হওয়া কিছু ষড়যন্ত্রের জবাব

তবে সেই যুবকদের গ্রেপ্তারে কেউ খুশি কেউবা ওদের সাপোর্টে আছেন। এ দিক দিয়ে আমি বলবো আগে জানুন তারপর ভালো বা মন্দকে সাপোর্ট করবেন সেটা আপনার ইচ্ছে।

বাংলাদেশ সাইবার আর্মি

সাইবার আর্মি , হ্যাকার এবং আমার কিছু প্রশ্ন ??? টাইটেলে একজন পোষ্ট করেছেন তার জবাবে কিডির সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই

@মাহমুদ শরফুদ্দিন আপনার টিউনটির সাথে আমি সহমত তবে কিছু দিক দিয়ে না ।

১। বাংলাদেশের সরকারি ওয়েবসাইট গুলোর এই রকম অবস্থা হওয়ার অন্যতম কারন হচ্ছে সাইটের আপডেট না হওয়া। আপনি লক্ষ্য করলে দেখবেন যে বেশির ভাগ সরকারি সাইট গুলো তৈরী করা হয়েছে ২০০৭-২০০৮ সালে তারপরে আর কোনো আপডেট নেই । এখন আমরা যদি ২০০৭ এবং ২০০৮ সালের কথা চিন্তা করি তাহলে আমি বলবো তারা অনেক ভালো সাইট বানাইসে । আর বাংলাদেশের ৯০% সরকারি সাইট SQL Injection Vulnerable যা বর্তমানে কেউ হ্যাকিং শিখতে গেলেই এটা আগে শিখে । কিন্তু ২০০৭-২০০৮ এ এটা গনা কই একজন হ্যাকার এ পারতো । সময় যায় দিন বদলায় এখন অনেক কিছুই আগের থেকে সহজ হয়ে গেছে ।

২। আপনি বলছেন ওরা মেধাবী ? আমি তা মানতে রাজি নই , মিডিয়া মানেই ৩ লাইন বেশি বলা ,

“এরা যেকোনো ওয়েবসাইটে ঢুকে আধা ঘণ্টার মধ্যে তা নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে। এরপর তাদের ইচ্ছামতো ওই ওয়েবসাইটটি হ্যাকিং করে যে কাউকে বিপদে ফেলতে পারে। ”

আমার মনে হয় না এই বিশ্বে এমন কোনো হ্যাকার আছে যে আধা ঘণ্টার মধ্যে যে কোনো ওয়েবসাইট নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে । বাংলাদেশ সাইবার আর্মিতে ২০০০ + মেম্বার আছে , ওখানে অনেক নতুন মেম্বার আছে এখন তাদের যদি বলা হয় বাংলাদেশের সরকারি সাইট উরিয়ে দাও আমার মনে হয় না ৭ দিনের বেশি সময় লাগবে সব সাইট শেষ করতে , এডমিনদের কথা বাদ ই দিলাম । বর্তমানে সরকারি সাইট এর যে করুন অবস্থা তা হ্যাক করতে মনে হয় কোনো মেধার দরকার হয় না (আমার মতে )। সাইটের কি সমস্যা এমন কি কিভাবে ঠিক করতে হবে তাও আমরা মেইলে জানিয়ে দিয়েছি তারপরেও যদি সাইট ঠিক না করে তাতে আর কাউর ই কিছু করার থাকে না । এখানে যা বললাম সম্পূর্ণ আমার নিজের মতামত , জানি না কে এটাকে কিভাবে মেনে নিবেন ।

বাংলাদেশ সাইবার আর্মি নিয়ে সাংবাদিক ভাইরা কিংবা মেম্বাররা যেকোন প্রশ্ন করতে পারেন আমাদের অফিশিয়াল একমাত্র ফেসবুক গ্রুপ

http://www.facebook.com/groups/bdcyberarmy/ তে

উপসংহারঃ টেকটিউনসের সবাই কেমন আছেন ?? অনেককেই মিস করছি 🙁

Level 0

আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

😀 😀 😀 বাহ বাহ!

Level 0

🙂 লাকি ভাই ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।

মাইন্ড খাইলাম, আমার নাম মাখন। মাক্ষন না। :/

    @মাখন: এইটাতো আপনারে আদর কইরা ভালবাইসা ডাকসে… মাইন্ড খাইয়েন না ……

    Level 0

    @মাখন: মাক্ষন দা আমি কিন্তু আপনারে বরারবরের মত মাক্ষন দা ই ডাকছি 😉

😀 সাইবার আর্মি রে ভালা পাই, এগিয়ে যাও

সঠিক সময়ে সঠিক পোস্ট তবে আমার মনে হয় কিছু ল্যামিং এর চিত্র দিলে পাবলিক চিনতে ও পারত আর শিখতে ও পারত 😛

Level New

ধন্যবাদ লাকি ভাই, অনেক অজানা কে জানলাম ।
@মাখন ঃ মাক্ষন নামটা জোস 😛

Level 0

jodi oi pola duita BCA er naam e ulta palta kisu koy tahole ami oder khaisi.RAB er marar age ami gharamu.

এদের বিচার দাবি করছি
আর মাখন ভাই মাইনাস দেন আর গুন ভাগ যাই দেন আসলে মাক্ষন নামডা জোস

এই পোষ্ট আরো আগে দিলে মনে হয় আরেকটু ভালো হতো,
পোষ্টটি করার জন্য ধন্যবাদ 🙂

    Level 0

    @সাইবার ডন: ভাই কি করবো চুপ থাকতে চেয়েছিলাম, কিন্তু এদের মিথ্যাচার দিনকে দিন বেড়েই চলছে তাই পিঠটা ঠেকেই গিয়েছে

ধন্যবাদ লাকি ভাই… ব্যাপারটা সবাইকে জানানোর দরকার ছিল।

@মাখন: মাক্ষন নামটা আসলেই জোস…..

আজ আপনার নাম মাক্ষন!! অফিশিয়াল ভাবে বলা হইলো……………..

    Level 0

    @মারুফ আলাম: এটা আমার দেওয়া পারসোনাল নাম
    আপনেরা কইলে পরে বেচারা আনন্দের জায়গায় পেইন পাইবো 🙁

Level 0

@মাখন ঃ মাক্ষন নামটা জোস আজ থেকে আপনার নাম মাক্ষন!! অফিশিয়াল ভাবে বলা হইলো……………..

Level 0

Sotther alwayz Joy e hoi!!so 3xpi3e er moto lemarz ra Bca ke kichu e Korte parbena so thnx Lucky bro

আহ! মাক্ষন !!!!!!!! আসলেই জোস …………………. 😀