ব্রেকিং নিউজঃ ব্লাক বেরিকে পিছনে ফেলে উইন্ডোজ ফোন ৮ এখন তৃতীয় বহুল জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম।

ব্লাক বেরিকে পিছনে ফেলে উইন্ডোজ ফোন ৮ মোবাইল অপারেটিং সিস্টেম পৃথিবীতে তৃতীয় জনপ্রিয়-এটা এখন যদিও পুরনো খবর। আসল খবর হচ্ছে, আইফোনকে ক্রাশ করতে নকিয়া নিউ লুমিয়া সিরিজ বাজারে ছেড়েছে। মজার তথ্য হচ্ছে উইন্ডোজ ফোন এইটের বিশেষ ফিচারগুলো অলমোস্ট আইফোনের আইওএসের বিভিন্ন ফিচারকে টেক্কা দিতে শুরু করেছে। আশা করা যাচ্ছে আইফোনের আই ওএসকে টেক্কা দিয়ে এ বছরের শেষ নাগাদ উইন্ডোজ ফোন ওস  হয়ে উঠবে পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় মোবাইল ওএস। আর যারা এন্ড্রয়েড ভক্ত তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে এন্ড্রয়েড ওএস মার্কেটে প্রমোট করার পাইওনিয়ার কোম্পানী স্যামস্যাং জানিয়েছে তারা এই বছরের শেষ নাগাদ এন্ড্রয়েডকে কিক এ্যাছ করে তাদের নিজস্ব ওএসে চলে যাবে। উল্লেখ্য, স্যামসাং হচ্ছে পৃথিবীর একমাত্র স্মার্টফোন কোম্পানী যাদের নিজস্ব কোন ওএস নেই।

যাহোক, ৯ ভাবে এখনো উইন্ডোজ ফোন পারে আইফোনকে ক্রাশ করতে

(১) বিভিন্ন ধরনের এপস যেমন ফেসবুক, ফোরস্কয়ার, স্পটিফাই এবং এভার নোট এর ভিজুয়াল লুক আইফোনের থেকে নকিয়া উইন্ডোজ ফোনে অনেক ভালো।

(২) "পিপল হাব" এ্যাপসের মাধ্যমে বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্ক যেমন- ফেসবুক, টুইটার এবং লিকড ইনের ইনষ্টান্ট আপডেট পাওয়া যায় আলাদা করে প্রত্যেকটি এপস ওপেন করা ছাড়াই।

(৩) মাল্টি টাস্কিং উইন্ডোজ ফোন এইট এ অনেক সহজ।

(৪) এ্যাপেল তাদের হোম স্ক্রিনে উইজেট সাপোর্ট করে না। যেখানে উইন্ডোজ ফোন এইট এ বিভিন্ন এপসের ইনষ্টান্ট আপডেট পাওয়া যায়। তাছাড়া, টাইলস গুলোর কালার এবং সাইজ কাষ্টমাইজ করা যায়।

(৫) সুপিরিয়র লাইসেন্সিং টার্মের জন্য উইন্ডোজ ফোন এইট এর সফটওয়্যারগুলোর সকল ধরনের লেটেষ্ট সফটওয়্যার আপডেট, এ্যাপস এবং ইমপ্রুভমেন্ট পাওয়া যায়।

(৬) উইন্ডোজ ফোন এইট এর মাধ্যমে ফেসবুক চ্যাট এবং নরমাল ম্যাসেজিং কন্টাক্টের মাধ্যমে ফ্রি করা যায়। অন্যদিকে, আইফোন তাদের ফ্রি টেক্স ম্যাসেজিং আইফোন ইউজারদের থেকে আই ম্যাসেজের মধ্যেই সীমাবদ্ধ করে দিয়েছে।

(৭)আইফোনের থেকে উইন্ডোজ ফোন এইট এর কন্টাক্ট প্রোফাইলে অনেক গুরুত্বপূর্ন তথ্য যেমন- রিসেন্ট ইমেল হিস্টরী, কল এবং ম্যাসেজ স্টোর করে রাখা যায়।

(৮) উইন্ডোজ ফোন এইট এ অফিস ২০১৩ ফ্রি দেয়া আছে। তাই যে কোন ধরনের ডকুমেন্ট এডিট ফ্রি করা যায়। অন্যদিকে, আইফোনে ডকুমেন্ট এডিট করার জন্য আলাদা আলাদা এ্যাপস (যেমন- কি নোট, পেজেস এবং নাম্বারস ইত্যাদি ) ১০ ডলার করে কিনতে হয়।

(৯) পিউর ভিউ টেকনোলজি যুক্ত ৪১ মেগা পিক্সেলের পৃথিবীর একমাত্র বেষ্ট স্মার্ট ফোন একমাত্র উইন্ডোজ ফোন এইটেই আছে।

Lumia 1020

বিস্তারিত পাবেনঃ বিজনেস ইনসাইডার

Level 0

আমি MAK আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালই। তবে অ্যাপল তো অ্যাপলই
…………………………………………
Free movies Download with resume support

৮১ মেগা পিক্সেল? :O

Anyway, Android and Apple ke keu pechhone felte parbe na! Cause oder protteker alda kore nijossho kichhu boishishtho royechhe!

Don’t mind bro। আপনার পোস্টের কিছু লাইন পড়ে বহুদিন পর মাটিতে গড়াগড়ি দিয়ে হাসলাম 😀 লাইনগুলা হল: “যারা এন্ড্রয়েড ভক্ত তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে এন্ড্রয়েড ওএস মার্কেটে প্রমোট করার পাইওনিয়ার কোম্পানী স্যামস্যাং জানিয়েছে তারা এই বছরের শেষ নাগাদ এন্ড্রয়েডকে কিক এ্যাছ করে তাদের নিজস্ব ওএসে চলে যাবে।”

মজার বিষয় হল: স্যামসাং আগেও অনেক OS এর মোবাইল বানিয়েছিল। যেমন: Bada OS, Symbian OS, Linux OS ইত্যাদি। কিন্তু এন্ড্রয়ড OS এর মোবাইলের মত কোনটাই বিক্রি হয়নি। সেহেতু বলা চলে, এন্ড্রয়ড হল স্যামসাং স্টক মার্কেট প্রমোট করার পাইওনিয়ার, স্যামসাং এন্ড্রয়ডের না। এম্নিতেও, এন্ড্রয়ডের জনপ্রীয়তার মূলে ছিল প্রথমদিকের কিছু Xperia ডিভাইস। যেমন: Xperia X10

তবে Overall, ভালই পোস্ট লিখেছেন ভাই। ধন্যবাদ…

    @ফাইয়াজ বিন সালাম: ভাই আপনার সাথে আমি একমত। আর একটু এ্যাড করতে চাই.,
    কালাম ভাই বলেছেন স্যামসাং এর কোন OS নাই, BADA OS কার? আর এন্ড্রয়ড এর কথা কি বলবো পুরো দুনিয়া জানে এন্ড্রয়ড কী!!!!!এন্ড্রয়ড হচ্ছে মোবাইল OS এর বাপ!

Level 0

অ্যাপল কে এ বছরই ছাড়িয়ে যাবে বলে মনে করি না …….তবে যদি কেউ এন্ড্রয়ড ছেড়ে উইন্ডোজ ফোন ৮ ব্যবহার করা শুরু করে, এ্যাপস কম থাকা সত্বেও সে আর এন্ড্রয়ডে ব্যাক করতে চাইবে না………

    @babu_fu: এটা ভাই আমিও মনে করি না। তবে ব্লাকবেরিও কিন্তু এক সময় তুমুল জনপ্রিয় ছিল। আসলে, পাবলিক কখন যে কোন দিকে দৌড় দেয় বোঝা মুশকিল। আজ যে রাজা, কাল সে ফকির।

Samsung যদি এন্ড্রয়েড ছেড়ে চলে আসে তাহলে এন্ড্রয়েড ব্যাবহারকারিদের জন্য দু:সংবাদ হবে সেটা Samsung এর জন্যই দু:সংবাদ হবে :p

For Me ”Apple” Just A Big Brand Name. Not Be More Of That.

আমার মনে হয় না স্যামস্যাং এত তারাতারি এ্যান্ডয়েড কে ছারার সাহস করবে, তবে তারা Tizen নামের নতুন অপারেটিং সিস্টেম বানাচ্ছে।

For Me Android No 1. Windows No 2.

এন্ডয়েড বা আইওএস কে টেক্কা দেয়ার ক্ষমতা এখনো উইন্ডোজ ফোনের নাই। ভবিশ্যতেও হবে কি না সন্দেহ।