চমকপ্রদ কিছু CMS টুল কাজ করে ডেটাবেস সার্ভার ছাড়াই

আমরা অনেকেই ব্লগ বা ওয়েব সাইট বানানোর জন্য WordPress , Joomla ইত্যাদি ব্যবহার করি । এগুলো সবই CMS টুল । এদের জন্য php ছাড়াও MySQL বা কোনো না কোনো ডেটাবেস সার্ভিস দরকার হয় । ভাল খবর হচ্ছে এমন অনেক CMS টুল আছে যেগুলো দিয়ে MySQL বা কোনো ডেটাবেস সার্ভিস ছাড়াই চালানো যায় ।

কেন ব্যবহার করব?

  • ১. সহজ ইনস্টলেশন: কোনো ধরনের অটো ইনস্টলার না থাকলে wordpress বা joomla ইনস্টল করা একটু কষ্টকর কাজ। তাছাড়া ব্যকআপ রাখাও কঠিন। ডেটাবেস ছাড়া CMS গুলো শুধু আপলোড করে extract করলেই হয়ে গেল। আর ব্যকআপ রাখতে ডারেক্টরীটি ডাউনলোড করে নিলেই হয়ে গেল।
  • ২. গতি : যেহেতু কোনো ডেটাবেস সার্ভার লাগবে না , তাই অন্য যে কোনো CMS থেকে কয়েকগুন দ্রুত গতিতে এর দ্বারা তৈরী সাইটগুলো ব্রাউজ করা যাবে। যা যেকোনো সাইটের জন্য সুসংবাদ বটে।
  • ৩. সহজ মোডিফিকেশন : শুধু html, xml বা php ব্যবহার করা হয় বলে অনেক সহজে মোডিফিকেশন করা যায়।
  • ৪. শুধু একটি সার্ভার দরকার: আপনার সার্ভারে MySQL না থাকলেও সমস্যা নেই শুধু ওয়েব সারভার থাকলেই হল।

সমস্যা:

  • ১. থিম ও উইডজিট : এই টুলগুলো কিছুটা অপরিচিত বলে থিম ও উইডজিট পেতে একটু অসুবিধা হতে পারে। কিন্তু যারা কোডিং পারেন তারা অন্যান্য থিম ও উইডজিট নিজেরা মোডিফাই করে নিতে পারবেন।
  • ২. নিরাপত্তা : শুধু html, xml তে সব তথ্য রাখা হয় বলে নিরাপত্তা ব্যবস্থা একটু দূর্বল মনে হয়েছে । যদিও এটি সম্পূর্ন নিজের মতামত ।

এমন কিছু টুল:

টুলগুলোর ব্যাপারে বিস্তারিত জানুন

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফ্লাটপ্রেস ব্যবহার করেছি। ভাল থিম নাই তাই…