জানতে চান CHKDSK কী? এটা দ্বারা কী হয়। কিভাবে এটা দ্বারা কাজ করা যায়।

আপনারা সবাই কেমন আছেন? আসা করি ভাল আছেন। আজ আমি CHKDSK নিয়ে আলোচনা করব। CHKDSK হল Check Disk এর সংক্ষিপ্ত নাম। এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের বিভিন্ন Disk কে চেক করতে পারেন। এটার ব্যাবহারের মাধমে আপনি আপনার কম্পিউটারকে বিভিন্ন সমস্যার হাত থেকে রক্ষা করতে পারেন। এটা আপনার কম্পিউটারের কাক্ষিত ডিস্কের ফাইলগুলোকে চেক করে এবং কোনো ত্রুটি তাকলে তা সমাধান করে। এটা ব্যাবহার করা খুবই সহজ। আপনি চাইলেই এটা করতে পারেন এবং তার জন্য আপনার খুব বেশী একটা সময়ও লাগবে না। এর জন্য আপনাকে মাত্র ১-২ মিনিট সমইয় দিতে হবে। এখন আসল কথা হল কিভাবে তা করবেন। আপনি চাইলে সহজেই এটাকে করতে পারেন। তার জন্য আপনাকে প্রথমে স্টার বাটনে ক্লিক করতে হবে। তারপর Run এ ক্লিক করুন। তখন লিখুন cmd  এবং এন্টার চাপুন। তারপর Command Prompt  হাজির হবে। তখন লিখুন chkdsk তার পর এন্টার কী চাপুন। এভাবে আপনি অতি সহজেই আপনার কাক্ষিত ডিস্কটি চেক করতে পারেন।

উৎস এবং বিস্তারিত:- http://fem.yolasite.com/it-tech/chkdsk

পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

আমি আড্ডাবাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকেও । আশা করি আমরা আপনার কাছ থেকে আরোও ভালো পোস্ট পাবো ।

সুন্দর! খুবই সুন্দর। keep going brother. আপনি বোধ হয় আমার দলের লোক তাই আড্ডা মারতে পছন্দ করেন।

eta obosso tik