ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অপটিমাইজেশন-পর্বঃএক থিম ও প্লাগিন পছন্দ

সবচেয়ে জনপ্রিয় উম্মুক্ত সিএমএস ওয়ার্ডপ্রেসের থিম প্লাগিন আর রিসোর্সের পরিমান এত বেশি যে অল্প কয়েকদিনেই যে কেউ ওয়ার্ডপ্রেস শিখে নিজের একটি ওয়াবসাইট বানাতে পারে। বাংলাভাষায়ও ওয়ার্ডপ্রেসের রিসোর্স কম না। টিউটোরিয়ালবিডিসহ বেশ কিছু ওয়েবসাইটে ধারাবাহিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল আছে আর বাংলাদেশের অনেকেই নিয়মিত ওয়ার্ডপ্রেস থিম ও প্লাগিন ও ডেভলপ করে যাচ্ছেন। তবে বাংলাভাষায় ওয়েবসাইট অপটিমাইজেশন বা ওয়ার্ডপ্রেস সাইট অপটিমাজের উপরে লেখা চোখে পরে না। আমি কয়েক পর্বে ওয়ার্ডপ্রেস সাইট অপটিমাইজেশনের উপরে আলোচনা করবো।

ওয়েবসাইটে বিভিন্ন সুবিধা প্রদানের জন্য প্লাগিন ও সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন থিম ব্যবহার করা হয়। আপনার ও আপনার ভিজিটরের ইন্টারনেট গতি এবং আপনার হোস্টিং সার্ভারের ধরনের উপরে নির্ভর করে প্লাগিন ও থিম পছন্দ করতে হবে।

থিম পছন্দঃ

থিম পছন্দের বিষয়ে কিছু কথা বলবো। আপনার ওয়েবসাইটটিতে যদি অনেক বেশি ভিজিটরের আনাগোনা খাকে বা খাকার সম্ভাবনা থাকে তাহলে আপনাকে একটি হালকা থিম পছন্দ করার পরামর্শ দেবো। আজকাল এইচটিএমএল৫ এ কোডিং করা থিম পাওয়া যায় তা খেকে বাছাই করতে পারেন। সাধারনতঃ ফটোশপে স্লাইসিং করে যে সব থিম ডিজাইন করা হয় তা তুলনামূলক ভারী হয়। ইদানিং সিএসএস৩ ও এইচটিএমএল৫ দিয়ে এনিমেশন বা স্লইডিং, গ্রাডিয়েন্ট ইত্যাদির ব্যবহার লক্ষ্যনীয়। আর এর ব্যবহারে অনেক ছবিই ব্যবহারের দরকার হয় না তাই সাইটের এইচটিটিপি রিকোয়েস্ট কম হয় এবং সাইট দ্রুত লোড হয়।

কিছু থিমে অনেক বেশি পরিমান জাভাস্ক্রিপ্ট ফাইল ব্যবহৃত হয়েছে- দেখা যায়। অনেক বেশি ফাইল কল করার করানে সাইট অনেক স্লথ হয়ে যায়। তার তাই থিম পছন্দের বেপারে এই বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে।

 

প্লাগিনের ব্যবহারঃ

প্লাগিনের মাধ্যমে ওয়েবসাইটে বিভিন্ন ফাংশনালিটি যোগ করা যায় মূলতঃ প্লা্গিনের বেশ কিছু ফাইল থাকে যা পিএইচপি ফাংশন। অনেক সময় প্লাগিনে জাভাস্কিপ্ট,সিএসএস, ছবি ইত্যাদির ফাইলও বিদ্যমান থাকে। আর একটি ওয়েবসাইট অনেকগুলো প্লাগিন ব্যবহারের ফলে অনেক বেশি ফাইল কল করতে গিয়ে সাইট ধীরগতি হতে পারে। এজন্য প্রয়োজন না থাকলে বা কম প্রয়োজনের বেশি প্রাগিন না ব্যবহার করার পরামর্শ দেবো।

পোস্ট লেখকঃ টিউটোহোস্টের পরিচালক মাহবুব টিউটো।

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই কাজের কথা তো লেখলেন না আপনি তো বংচং কথা বলে আপনার আপনার সাইটের লিংক দিয়ে দিলেন তাও আবার দুই জাগাতে।আর আপনি যে কথা বললেন এসব কথা সবাই জানে। কাজ এবং কাজের কথা বলবেন।

কমেন্ট করার জন্য ধন্যবাদ। সবাই জানে এমন কোন বিষয় পৃথিবীতে নাই, আর তাই কেউই সবজান্তা না।
এটি ধারাবাহিক প্রকাশনা আর তাই প্রাথমিক বিষয়গুলোই প্রথম বলা হচ্ছে। পরবর্তিতে ফাইল কম্প্রেশন নিয়ে আলোচনা করা হবে।

Level 0

বুঝলাম তো এটি ধারাবাহিক টিউন তার পরও আরো দায়িত্ব সহকারে টিউন করবেন যাতে টিউন পাঠকরা উপকৃত হয় বা উপকারে আসে ।
আর একটি কথা: নিযের সাইটে বিজিটর বাড়াবার জন্য টিউন করা আর টিউন পাঠক দের উপকারের জন্য টিউন করা দুটি বিন্ন জিনিস। আসাকরি সেটি খেয়াল রাখবেন‍!

    @meraj4040:
    এটি টিউটোহোস্টের রিভিউ পোস্ট না। পোস্ট/লিংক সম্পর্কে আপনার অভিযোগ থাকলে এডমিনদের দৃষ্ট আকর্ষণ করতে পারেন।

Please discuss about some plugin which are most important like YARPP, PageNavi, Contact Form 7, Wp-recaptcha then new

ভাই পরবর্তীতে কিছু PLUGIN এর নাম দিয়েন কূণ গূলূ USE KORBO.GO AHEED

Level 0

যাক ভাই বুঝলাম তো! এখল কথা হলো ওয়ার্ডপ্রেস এর বাংলা গুরত্ব পুর্ন যদি কোন প্লাগিং থাকে তা হলে কিছু বাংলা প্লাগিং দিবেন এবং html5 এর দিষ্টিনন্দন টেমপ্লেট দিবেন।

Level 2

html5 er kisu template share koren.