ইন্টারনেট এবং কম্পিউটার জগৎ এর খুটি নাটি বিষয় [পর্ব ৩] আজ কের বিষয় মুক্ত সোর্স বা ওপেন সোর্স

সবাইকে আমার সালাম জানিয়ে আজকের লেখা শুরু করলাম । আমার লেখার আজকের বিষয় মুক্ত সোর্স বা ওপেন সোর্স । আমার মুক্ত সোর্স বা ওপেন সোর্স সম্পর্কে যত টুকু ধারনা আছে তা শেয়ার করার চেস্টা করবো ।

মুক্ত সোর্স বা ওপেন সোর্স ?

আমরা সফটওয়্যার ,অপরেটিং সিস্টেম যাই বলি না এগুলো তৈরি এক প্রকারের প্রোগ্রাম কোড দিয়ে তবে সফটওয়্যার ,অপরেটিং সিস্টেম যাই ব্যবহার করি না কেন আমরা ঐ প্রোগ্রাম কোড গুলো কে দেখতে পারি না , এগুলো সফটওয়্যার ,অপরেটিং সিস্টেম নির্মাতারা নিজের জন্য সংরক্ষন করে রাখে আর মুক্ত সোর্স বা ওপেন সোর্স তার বিপরিত এরা প্রোগ্রাম কোড গুলো সবার জন্য উন্মুক্ত রাখে যা সবাই পরিবর্তন , সংশোধন করতে পারে । এক কথায় মুক্ত সোর্স বা ওপেন সোর্স এর অর্থ হলো কম্পিউটার সফটওয়্যার এর সোর্স কোড বা মূল সাংকেতিক ভাষাকে মুক্ত ভাবে বিতরণ করা । ১৯৫০ সালের দিকে সর্বপ্রথম IBM তাদের অপরেটিং সিস্টেম সহ অন্যন্যা সফটওয়্যার গুলোর প্রোগ্রাম কোড সবার জন্য উন্মুক্ত করে দেয় ।

মুক্ত সোর্স বা ওপেন সোর্স প্রধান বৈশিষ্ট্য সমূহ

  • ইচ্ছা মত বিতরণের অধিকার ( অর্থাৎ কপি করা বা বিক্রি করা ইত্যাদি) ।
  • উন্মুক্ত সোর্স কোড । মূল সফটওয়্যারকে ইচ্ছামত পরিবর্তন ও পরিবর্তিত সংস্করণকে বিতরণের অধিকার  আপনি  রাখেন।
  • যেকোন ব্যক্তির যেকোন স্থানে যেকোন কাজে সফটওয়্যারটি বা অন্যব্যা প্রোগ্রাম ব্যবহারের অধিকার ।


ওপেন সোর্স এর জন্য যে সব প্রতিষ্ঠান কাজ করছে

আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে যে, ওপেন-সোর্স সফটওয়্যার তৈরি করে শুধুমাত্র স্বেচ্ছাসেবীরা। এটি সত্যি যে অধিকাংশ ওপেন-সোর্স সফটওয়্যার স্বেচ্ছাসেবীরাই তৈরি করছে , কিন্তু এর অনেক ব্যতিক্রমও আছে। আসলে ওপেন-সোর্স সফটওয়্যার বাণিজ্যে আয়ের মূল উৎস সফটওয়্যারের বিক্রিলব্ধ অর্থ নয়, বরং সফটওয়্যার সার্ভিস থেকে প্রাপ্ত অর্থ। সফটওয়্যার সার্ভিস বলতে বোঝায় সফটওয়্যারের কাস্টমাইজড নির্দেশিকা বিক্রি, প্রশিক্ষণ , সংস্করণ তৈরি, উন্নতকরণ, প্রদান ইত্যাদি। আমার জানা মতে সবচেয়ে সফল ও জনপ্রিয় ওপেন-সোর্স প্রতিষ্টা রেডহ্যাট । ওপেন-সোর্স সার্ভিস প্রদানকারী নামীদামী প্রতিষ্ঠানের মধ্যে আই.বি.এম. বা IBM , সান মাইক্রো-সিস্টেম্‌স ইত্যাদি উল্লেখযোগ্য। অবশ্য IBM সর্বপ্রথম ওপেন সোর্স সফটওয়্যার চালু করে।

জনপ্রিয় চার টি ওপেন সোর্স ওয়েব সাইট , সফটওয়্যার , সিএমএস , অপারেটিং সিস্টেম

এবার আমি চার টি ওপেন সোর্স ওয়েব সাইট , সফটওয়্যার , সিএমএস , অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করবো।

উইকিপিডিয়া [ওয়েব সাইট]

একটি ওয়েব- ভিত্তিক , বহু-ভাষী ভিত্তিক, মুক্ত বিশ্বকোষ যা উইকিমিডিয়া ফাউন্ডেশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হচ্ছে এবং জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার ২০০১ সালের জানুয়ারি ১৫ তারিখে এটি প্রতিষ্ঠা করেন। উইকিপিডিয়ায় মোট ১কোটি ৩০ লক্ষের মত নিবন্ধ রয়েছে যেগুলি সমন্বিতভাবে পৃথিবীর বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টায় তৈরি হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে উইকিপিডিয়া ওয়েবসাইট দেখতে পারে এমন যে কেউ এখানকার প্রায় সকল নিবন্ধে অবদান রাখতে পারে। এখন পর্যন্ত ২৫০ টিরও বেশী ভাষায় উইকিপিডিয়া রয়েছে।

  • ওয়েব সাইট : http://www.wikipedia.org
  • মালিক : উইকিমিডিয়া ফাউন্ডেশন
  • প্রতিষ্টাতা :জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার
  • প্রকাশ : জানুয়ারি ১৫, ২০০১

মোজিলা ফায়ারফক্স [ব্রাউজার /সফটওয়্যার]

ফায়ারফক্স একটি মুক্ত সোর্স ওয়েব ব্রাউজার। এটা মোজিলা ফাউন্ডেশনের উদ্যোগে সারা বিশ্বের অনেক প্রোগ্রামারের প্রচেষ্টায় এটি তৈরি করা হয়েছে। ভাইরাস সংক্রমণের ঝুঁকি কম থাকায় অনেক ব্যবহারকারী বর্তমানে ফায়ারফক্স ব্যবহার করে থাকেন এবং এর জনপ্রিয়তা দিন দিন বেরেই চলতেছে। প্রথন দিকে মোজিলা অ্যাপ্লিকেশন স্যুইট এর অংশ হিসাবে তৈরি করা হয়েছিল , কিন্তু বর্তমানে এটি মোজিলা ফাউন্ডেশনের প্রধান সফটওয়্যারে পরিণত করে ।

  • ওয়েব সাইট : http://www.mozilla.org
  • মালিক : মোজিলা ফাউন্ডেশন
  • প্রতিষ্টাতা:ম্যাট মুলেনওয়েগ, রায়ান বোরেন,
  • প্রকাশ :নভেম্বর ৯, ২০০৪

ওয়ার্ডপ্রেস [সিএমএস]

ওয়ার্ডপ্রেস প্রথম  পর্যায়ে একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল যা পরবর্তীতে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনামূল্যে তা ডাউনলোড করে যেকোনো ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে । ওয়ার্ডপ্রেস মূলতঃ একটি ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস ও কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS] । আমি যত দূর যানি  এই প্লাটফর্ম চালু হয় ২০০৩ সালে । এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS] টা কী জিনিস ? হে কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS] হল আপনার সাইট/ব্লগ এর বিভিন্ন তথ্য ব্যবস্থাপনার একটি সক্রিয় সিস্টেম , তথ্য হতে পারে কোন ছবি বা কোন গান বা কোন বাক্য। কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS] মাধ্যমে আপনি আপনার সাইট/ব্লগ এর যেকোন পরিবর্তন , সংশোধন , সংযোজন , বা মুছে ফেলতে পারবেন । আর এই ওয়ার্ডপ্রেস হল এমনি একটি শক্তিশালি কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS]। যা আপনি ব্যবহার করতে পারবেন সম্পুর্ন ফ্রীতে ।

  • ওয়েব সাইট : http://www.wordpress.org
  • মালিক : ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশন
  • প্রতিষ্টাতা: ম্যাট মুলেনওয়েগ , রায়ান বোরেন
  • প্রকাশ : ২৭শে মে, ২০০৩

উবুন্টু (অপারেটিং সিস্টেম)

একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম। কিছু মালিকানাধীন সফটওয়্যারের সাথে এই লিনাক্স ডিস্ট্রিবিউশনটি  ওপেনসোর্স সফটওয়্যার হিসাবে বিতরণ করা হয়ে থাকে। উবুন্টু নিয়মিতভাবে যুগ এর উপযোগী এবং স্টেবল অপারেটিং সিস্টেম  প্রকাশ করে । সাধারণ ব্যবহারকারীদের উদ্দেশ্যে তৈরি করা এই অপারেটিং সিস্টেমে ব্যবহারযোগ্যতা, ব্যবহারের স্বাধীনতা, নিয়মিত প্রকাশ এবং সহজ ইনস্টলেশন-এর প্রতি বেশি মনোযোগ দেয়া হয়ে থাকে। একটি ওয়েব ভিত্তিক পরিসংখ্যান থেকে দেখা যায় এখন ডেক্সটপ লিনাক্স ব্যবহারকারীদের প্রায় ৫০% উবুন্টু অপারেটিং সিস্টেম ব্যবহার করে।

  • ওয়েব সাইট :www.ubuntu.com
  • মালিক :উবুন্টু ফাউন্ডেশন
  • প্রতিষ্টাতা: ক্যানোনিকাল গ্রুপ লিমিটেড
  • প্রকাশ :২০ অক্টোবর, ২০০৪।

মুক্ত সোর্স বা ওপেন সোর্স নিয়ে উকিপিডিয়ায় উকি মারতে পারেন

তথ্য সুত্র

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বরাবরের মতই সুন্দর টিউন,
অসংখ্য ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

থ্যংকসসসসস চালিয়ে যান আছি।

ভাল লিখছেন
জনপ্রিয় চার টি ওপেন সোর্স ওয়েব সাইট , সফটওয়্যার , সিএমএস , অপারেটিং সিস্টেম, ভাল আইডিয়া

ভাল লাগল। ধন্যবাদ।

Level 0

ভাই এরা সবাই কে বলছি , techtunes এর কি হয়েছে , এটা এত ভারী কেন এর page তো load হতেই চাই না!!! সমাধান দেন ।

    ভাই কয় টা দিন সবুর করেন। এডমিন প্যানেল এর স্থায়ী ব্যবস্থা নিচ্ছে ।

ভাই ওপেনসোর্স নিয়ে আপনার লিখাটি ভাল লাগল।

উবুন্টু ইউজার ফ্রেন্ডলি নয়। আরো উন্নয়ন দরকার।

ভালো হয়েছে ধন্যবাদ তথ্যগুলি শেয়ার করার জন্য।