এই অনুষ্ঠান কি আপনার জন্য?

পাঠকের কাছে ১০টি ব্যক্তিগত প্রশ্ন:

১. আপনি কি দেশপ্রমিক? দেশের প্রতি আপনার ভালোবাসা কি ‘মা’ কে ভালোবাসার মতো?

২. দূর্নীতিতে দেশের মান সম্মান মাটিতে গড়াগড়ি খাচ্ছে দেখে আপনি কি চিন্তিত হন? এর প্রতিকারে নিজের করণীয় সম্পর্কে ভাবেন?

৩. আপনি কি আইনের প্রতি শ্রদ্ধাশীল? সচরাচর আইন অমান্য করেন না কিংবা করতে চান না?

৪. আপনি কি কম্পিউটারে ভাইরাসের জ্বালা-যন্ত্রনায় অতিষ্ট? এ যন্ত্রনা থেকে মুক্তির পথ খুঁজছেন?

৫. আপনি কি কম্পিউটারে আপনার মূল্যবান তথ্যের নিরাপত্তা নিয়ে চিন্তিত?

৬. আপনি কি হালকা পাতলা বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ মোকাবেলা করার সামর্থ্য রাখেন এবং তা উপভোগ করেন?

৭. আপনি কি নতুন নতুন কম্পিউটার প্রোগ্রাম নিয়ে গবেষনা করতে পছন্দ করেন?

৮. আপনি কি ইন্টারনেটে বিচরন করার সময়ে ভাইরাস ও ম্যালওয়্যারজনিত নিরাপত্তাহীনতায় ভোগেন?

৯. আপনি কি দামী সব সফটওয়্যারের ফ্রী/উন্মুক্ত বিকল্প খুঁজছেন?

১০. আপনি কি জনসাধারনের/সাধারন কম্পিউটার ব্যবহারকারীদের সেবা করতে আগ্রহী?

প্রিয় ভাই/বোন, উপরের এই প্রশ্নগুলোর উত্তর লিখে কোন ঠিকানায় গোপনে পোস্ট করতে হবে না। শুধুমাত্র যদি কোন প্রশ্নের উত্তর আপনার মন থেকেই ‘হ্যাঁ’ বোধক হয় তাহলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনি নিশ্চিতভাবেই কিছুটা উপকৃত হবেন। আর তা না হলে এই প্রশ্নপত্র পড়িয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

এবার তাহলে জেনে নিন অনুষ্ঠানের বিস্তারিতঃ--

তারিখ: ৮ই এপ্রিল ২০১১ইং, রোজ শুক্রবার

সময়: বিকাল ৩টা থেকে ৭টা

স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তন
(শীতাতপ নিয়ন্ত্রিত; অপরাজেয় বাংলার পেছনে কলা ভবন, তার পেছনে লেকচার থিয়েটার ভবন, ঐ ভবনটির নিচতলাতেই)

প্রবেশ মূল্য: ২০ টাকা।

অনুষ্ঠানসূচী:

  • লিনাক্স ও ওপেন সোর্স বিষয়ে মুক্ত আলোচনা।  -- ২৫ মিনিট
  • পাইরেসী প্রতিরোধে লিনাক্স ও ওপেন সোর্স এর ভূমিকা  -- ২৫ মিনিট
  • লিনাক্স ও ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহারের সুবিধা  -- ২৫ মিনিট
  • অতিথি ও অংশগ্রহনকারীদের আপ্যায়ন পর্ব  -- ৪০ মিনিট
  • অতিথি ও অংশগ্রহনকারীদের সমন্বিত আলোচনা ও মতামত বিনিময় -- ১২০ মিনিট

আরও থাকছে:

FOSS Bangladesh কর্তৃক সংকলিত/কাস্টমাইজ করা লিনাক্স মিন্ট ১০ জুলিয়া’র ডিভিডি (৫০ টাকা)। কাস্টমাইজড ডিভিডিটাতে এবারে পাসওয়ার্ড জনিত ঝামেলা দূরীভূত করা হয়েছে। তদুপরি কাস্টম ডিস্ট্রোটিতে এবারে থাকছে বেশ কিছু ওপেনসোর্স ও ফ্রী থ্রিডি গেমস যেমন এলিয়েন এরেনা, নেক্সুইজ, ব্যাটেল ফর ওয়েসনর্থ এবং অ্যাসল্টকিউব ইত্যাদি।
বাংলাদেশের সকল লিনাক্সপ্রেমী/আগ্রহীদের জন্য এটা একটা উন্মুক্ত আয়োজন। তাই সকলের অংশগ্রহন ও সহযোগীতা প্রত্যাশা করছি।

আয়োজনে:
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (FOSS Bangladesh) - একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

=================

আমাদের ব্যবস্থাপনার সুবিধার্থে অংশগ্রহনেচ্ছুগণ দয়া করে এখানে একটু নাম এন্ট্রি করুন।

Level 0

আমি শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 449 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

গুগল আমার সম্পর্কে জানে, কাজেই জানতে চাইলে আমার নাম বা ইউজার নামটা দিয়ে গুগল করুন ... :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় পাঠক, আমার এই টিউনটিকে "নির্বাচিত টিউন" মনোনয়ন দেয়ার কোন প্রয়োজন নাই, কারণ নির্বাচিত হওয়ার মত কোন তথ্যমূলক লেখা নয় এটি। এটি নিতান্তই একটি ঘোষনা বা আমন্ত্রণপত্র।

ধন্যবাদ।

ঢাকায় গেলে অংশগ্রহন করতে পারি। 🙂

ভাই চট্টগ্রামে একটা করেন।আমি পড়ি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে।আপনারা বললে,অনুষ্ঠানের আয়োজন করতে পারব ভার্সিটিতে।কিন্তু লিনাক্স এর উপর এক্সপার্টরা ছাড়া অনুষ্ঠানের কোন মূল্য থাকেনা।

    নাইম ভাই কোন সেমিস্টার এ পড়েন ? কোন সাবজেক্ট এ?

    সারা দেশেই পর্যায়ক্রমে এমন সচেতনতা মূলক অনুষ্ঠান + কয়েকঘন্টার ব্যবহারিক প্রশিক্ষন আয়োজন করার ইচ্ছা আছে আমাদের। আশা করি খুব তাড়াতাড়ি আপনার ইচ্ছা পূরণ করতে পারবো। আমাদের ওয়েবসাইটটা এই অনুষ্ঠানের আগেই প্রস্তুত হয়ে যাবে, তখন যোগাযোগ করা আরো সহজ হবে। ঠিকানাটা হল: http://fossbd.org/

    ধন্যবাদ শামীম ভাই।ইনশাআল্লাহ্‌ আপনাদের সাথে যোগাযোগ করব।এখানে না পেলে ফোরামে যোগাযোগ করব।

    @রনি ভাই আমি ই.ই.ই ৪র্থ সেমিষ্টার।ফেসবুকে আছিঃ http://www.facebook.com/nisacara

আমাদের ব্যবস্থাপনার সুবিধার্থে অংশগ্রহনেচ্ছুগণ দয়া করে এখানে একটু নাম এন্ট্রি করুন।

ধন্যবাদ।