Sugar on a Stick দারুন একটি USB লাইভ অপারেটিং সিস্টেম

টেকটিউনসের সকল ভাই বোনদের জন্য রইল আমার ছালাম। ভাবলাম টেকটিউনসের নতুন ভুবনে একটা কিছু নিয়ে লিখে ফেলি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। Sugar on a stick দারুন একটি USB লাইভ অপারেটিং সিসটেম। বিশেষ করে ছোটদের এটা খুবই কাজে লাগবে এবং কিছু শিখতে পারবে।

এই লাইভ অপারেটিং সিসটেমের জন্য কমপক্ষে ১ জিবি পেইন ড্রাইভ, Fedora live usb creator ও Sugar on a Stick strawberry soas iso ফাইল লাগবে। Fedora live usb ডাউনলোড করতে এখানে ও Sugar on a Stick এখানে ক্লিক করুন। এখন Fedora live usb creator টি extract করে নিন। এখন কম্পিউটারে পেইন ড্রাইভ লাগান এবং FEDORA নামে রিনেইম করুন। এখন liveusb creator টি open করুন।

Untitled
ব্রাউজ করে Sugar on a Stick soas strawberry iso ফাইলটি দেখিয়ে দিন।

Untitled-2
ডাউনলোড ফেডোরায় Sugar on a Stick (Strawberry) উল্লেখ করে দিন।

Untitled-3
এখন Persistent Storage উপনার ইচ্ছা মত জায়গা দিয়ে দিন। এখানে আপনার কাজ গুলি সেইভ হয়ে থাকবে।

Untitled-4
Create live usb ক্লিক করুন।

Cmplete হলে পেইনড্রাইভ খুলে ফেলুন। কম্পিউটার বন্ধ করুন ও পেইনড্রাইভ লাগান। এখন কম্পিউটার চালু করে ভায়জ সেটিংয়ে গিয়ে usb boot enable করে দিন। এখন উপভোগ করুন USB লাইভ অপারেটিং সিসটেম। Linux ও Mac এর জন্য বিস্তারিত জানতে এইখানে ক্লিক কনুন।

Level 0

আমি sunjil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই মানুষ মাত্রই ভুল করে সুতরাং ভুল না করে আগে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই । আর এখানে সবাই খুব নগন্য আপনার আমার মত । সবাই একই রকম তো আর দ্বিধা করবেন না । আশা করি ভবিষ্যতে আরও ভাল টিউন উপহার দেবেন ।

Level 0

ফালতু টিউন দেওয়া ছাড়া অন্য কিছু কি দেওয়া যায় না। ভাল কিছু দেন।

দুঃখিত, ভুলে আগের মন্তব্যটি পোস্ট হয়ে গেছে। মুছে দিন।

ধন্যবাদ সানজিল ভাই। খুবই ভাল লাগলো।
@Akil: আমার মনে হয় আপনি অপারেটিং সিস্টেম বানাতে পারেন তাই এটা আপনার কাছে ফালতু মনে হলো। আর আপনার কাছে যা ফালতু মনে হবে তাই ফালতু না। আমি নিজে অনেক কিছু পছন্দ করি না। তাই বলে অন্যের পছন্দের প্রতি আমার শ্রদ্ধাবোধ না থাকাটা প্রকৃত মানুষের বৈশিষ্ট্য নয়।

জীবনান্দের কবিতার লাইন মনে পরে গেল:

বরং তুমিই লেখ নাকো একটি কবিতা…
বুঝিলাম ম্লান হেসে ছায়াপিন্ড দিল না উত্তর:
বুঝিলাম সেতো কবি নয়-সে যে আরূঢ় ভনিতা
……………………………………….
……………………………………….

Level 0

@Akil
sugar OS কি জিনিস এটি বুঝতে না পারার কারণে হয়তো লেখাটি ফালতু বলে মনে হয়েছে। এটি OLPC (One Laptop Per Child) এর অপারেটিং সিস্টেম। বিস্তারিত দেখুন http://www.sugarlabs.org/http://en.wikipedia.org/wiki/Sugar_(desktop_environment)

আমি শতভাগ নিশ্চত যে কিছু না বুঝেই লেখাটিকে খারাপ বলছেন। যদি বুঝতে পারতেন তবে লেখককে অভিনন্দন জানাতেন। কারন বাংলাদেশ সরকারের OLPC কেনার কোন পরিকল্পনা না থাকলেও পৃথিবীর অনেক দেশই এটি গুরুত্ব বুঝে নিজেদের দরকারে কিনছে। কিন্তু এই পদ্ধতিতে কম্পিউটারটি না কিনেই আমরা অপারেটিং সিস্টেমটি ব্যবহার করতে পারছি।

এই অপারেটিং সিস্টেমটি কাদের উপযোগী বা এটির ব্যবাহরকারীরা কিভাবে উপকৃত হচ্ছে এগুলি আগে জানুন। উপরে দেয়া সাইট ভালো ভাবে পড়ুন। তারপর কিছু খারাপ মনে হলে নির্দিষ্টভাবে উল্লেখ করুন ।
– ধন্যবাদ

Level 0

Akil ভাইয়ের কথায় খুব খষ্ট পেলাম। কেউ যদি দুটা থাপ্পরও দিত এত কষ্ট পেতাম না। আমি টিউনটি খুব কষ্ট করে করিছি। স্ক্রিনসট গুলি খুব কষ্ট করে নিয়েছি। আর আপনি এটা ব্যবহার করলে বুঝতে পারতেন এতে একটু হলেও শিক্ষনিয় বিষয় আছে বিশেষ করে ছোটদের। আমি তেমন অভিজ্ঞ নই। চেষ্টা করেছি ভাল কিছু দেওয়ার। কিন্তু মনে হয় ব্যর্থ হল।
আমি টিউন করার আগ্রহ হারিয়ে ফেলিছি। আর কোনদিন মনে হয় করব না। টিউটো ও nasir8891 ভাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য।

ভালো… এটাকি ডেস্কটপে চলে ?

Level 0

আমি ডেস্কটপে চালাই।

Level 2

@ sunjil – টেকটিউনস এ আপনাকে স্বাগতম। আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন, শুধু একজন ছাড়া বাকী সবাই আপানার টিউনটির প্রশংসা করেছে। যিনি নেতিবাচক মন্তব্য করেছেন, পরের মন্তব্যে আমিন মেহদি বলেছেন – দুঃখিত, ভুলে আগের মন্তব্যটি পোস্ট হয়ে গেছে। মুছে দিন। সম্ভবত আকিল এর মন্তব্যের ব্যাপারেই তিনি বলেছেন। এটাও হতে পারে তারা দুজনেই এক। যাক, আপনার মন খারাপ করার কিছু নেই। আমার মনে হয় আকিল ভুল করে মন্তব্যটি করেছেন। আপনি নিয়মিত লিখে যান। প্রথম টিউনেই দারুন বাজিমাত করেছেন। অনেক অনেক ধন্যবাদ।

Level 0

Akil saheb khob nicho moner montobbo korese ja motew thik hoyni. Apni agiya jan amra apnar sathe asi, mon kharap korben na.

Level 0

মন্তব্য না করে থাকতে পারলাম না। আজ সকাল থেকে এই জিনিসটাই খুচ্ছিলাম। পত্রিকার মাধ্যমে জানতে পারি এটা সম্পর্কে। আপনার টিউনটি বিষয়টা অনেক সহজ করে দিল। অসংখ্য ধন্যবাদ।

ভাই আমিo এই জিনিসটাই খুচ্ছিলাম……..
kinto amar pokhe ata download kora shomvob hobena keho ki akto bolben ata ki kothao kinte parbo .
(BABU Vai) plz give me your phone number ……….
01675246292
[email protected]