Graphics Competition করে টাকা উপার্জন করুন ( ১ম পর্ব )

আপনি যদি একজন ভালো  Logo / Graphics ডিজাইনার হন , তাহলে আপনি Graphics Competition করে ১০০ শত থেকে ২০০০হাজার পযন্ত  টাকা উপার্জন করতে পারেন। আজ আপনাদের সে রকম একটা সাইট এর সাথে পরিচয় করে দিবো। সাইট টির  নাম হল 99designs । এ সাইট টি এর মাধ্যমে আপনারা Graphics Competition করতে পারবেন। এ ওয়েব সাইট টি পতিনিয়ত প্রচুর পরিমানে  Graphics কাজ জমা হচ্ছে।এ সাইট টি একটি নির্ভর যোগ্য সাইট। এ সাইটে বাংলাসদেশের অনেকে কাজ করচ্ছেন ।

এ সাইট টির বিশেষ কাজ গুলো মধ্যে : Logo ডিজাইন, T- shirt ডিজাইন, Banner ডিজাইন ইত্যাদি অন্যতম।

[thumb]http://www.99designs.com[/thumb]

যেভাবে সাইটটি Graphics Competition করে থাকে :

এ সাইট টি তে বিভিন্ন প্রজেক্ট নিয়ে contest হয়। এখানে একটি প্রজেক্ট এর জন্য একটি  contest হয় । এসব contest এ যেকোন ডিজাইনার ফ্রী তে রেজিস্ট্রেশন করে একাধিক ডিজাইন সাবমিট করতে পারে। cliant এক জন কে বিজয়ী নির্বাচন করে পুরস্কার প্রদান করবে।প্রতেকের তৈরী কৃত ডিজাইন সবার জন্য উন্মুক্ত থাকে । সবাই এসব ডিজাইন দেখতে পায় । Cliant রা এসব ডিজাইন এর উপর রেটিং করে থাকে। ফলে এসব ডিজাইন দেখে ভালো ডিজাইন করার মানিসিকতা তৈরী হয় ।তাছাড়া নতুন ডিজাইনাররা এখান থেকে ভালো ভালো আইডিয়া নিতে পারে।

অনেকের মনে হতে পারে প্রতিযোগিতা মাধ্যমে বিজয়ী হয়া অনেক কঠিন । কিন্তু দিনে যদি  ২০০ বা তার বেশি contest হয় , তবে ভালো মানের ডিজাইন হলে বিজয়ী হওয়া তেমন কঠিন হবে না।

যে ভাবে রেজিস্ট্রেশন করবেন:

১ম 99designs জান । উপরে  register এ কিল্কি করুন।

এবার একটি নতুন পেচ আসবে। তাতে আপনার ইমেইল , ইজার নাম , ও পাসওর্যাড দিন । আপনার ইমেল এড্রেস এ একটি এক্টিভিশন লিঙ্ক চলে যাবে। এই লিঙ্ক এর মাধ্যমে আপনি 99designs প্রবেস করেন । মাই একাউন থেকে আপনার প্রোফাইল যা ডাটা চায় সেই ডাটা দিয়ে তা পুরন করুন। একাজ হয়ে গেলে আপনি Graphics Competition জন্য তৈরী। এখন শুধু  ডিজাইন করা ও সাবমিট করা।


পরের পর্বে গুলোতে প্রতিযোগিতার প্রকার ভেদ,কিভাবে ডিজাইন/ Logo Submit করে, উইন হয়ার কিছু টিপস , ডিজাইন/ Logo কিভাবে Widhraw করে ও টাকা উতোলন কিভাবে করে সে সম্পর্কে আলোচনা করব।

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল তো! আমি অন্যান্য গ্রাফিক্স ফোরামে গ্রাফিক্স পেশ করে পেনড্রাইভ, রেপিডশেয়ার একাইন্ট পাইসি! ্খানে থেকে কিছু পাওয়া যায়নাকি দেখি!

Level 0

আমিও ছটোখাটো একজন গ্রাফিক্স ডিজাইনার চেষ্টা করে দেখি।Thanks বাধন ভাই।

ভাই এটাতো আমার সাধ্যের বাইরে 🙁 এত প্রফেশনারেল ভিড়ে আমি কসুই না 🙁

যারা ডিজাইনিং এ দক্ষ তাদের জন্য এটি একটি কার্যকরী সাইট। আর যারা নতুন তারা দক্ষ ডিজাইনারদের ডিজাইনগুলো দেখে শেখার সুযোগ পাচ্ছে, সে হিসেবে নতুনদের জন্যও কার্যকরী সাইট। ৯৯ ডিজাইনস সাইট নিয়ে আমি কম্পিউটার জগৎ ম্যাগাজিনের মে ২০০৯ সংখ্যার জন্য লিখেছিলাম। লেখাটি নিচের লিংক থেকে দেখতে পাবেন –
http://freelancerstory.blogspot.com/2009/05/blog-post.html