যে চিরন্তন সত্য থেকে কারো মুক্তি নেই………..

সবাইকে সালাম জানিয়ে আমার টিউন শুরু করছি। সবাইকে রমজানুল মোবারক। আশা করি সবাই এই রোজার মাসের ফযিলত ঠিক মতো আদায় করতে পারছেন। সাধারনত আমি যে গতানুতিক ধারার টিউন করি তার থেকে এ টিউন ভিন্ন। মুসলিমদের জন্য সব চেয়ে আনন্দের মাস হলো রমজান মাস। সেই উপলক্ষে আমার আজকের এই টিউন।

মুসলিমদের জন্য কিছু জানার বিষয়ঃ

এপ্রিল ফুল

আমরা হয়তো অনেকেই জেনে বা না জেনে এপ্রিল ফুল পালন করে থাকি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এদিনটি মুসলমানদের জন্য এত বেদনাদায়ক যা বলার অপেক্ষা রাখে না। এদিনে মুসলমানদেরকে বোকা বানিয়ে আগুনে পোড়ানো হয়েছিল যা ইহুদি নাসারাদের গভির ষড়যন্ত্রের শিকার। আর এই আনন্দে ইহুদি নাসারারা এপ্রিলের ১ তারিখ বোকা দিবস পালন করে। তাহলে মুসলমানরা কেন এদিনে ফুর্তি করে? এ দুঃখ কোথায় রাখবো?

Lucky 7 & Unlucky 13

আপনারা হয়তো অনেকেই জানেন 7 কে লাকি এবং 13কে আনলাকি বলা হয়। কিন্তু আপনারা কি জানেন কেন বলা হয়? এখানেও ইহুদি নাসারাদের চক্রান্ত বিদ্যমান। ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে ৭ নাম্বারে আসে G আর ১৩ নাম্বারে আসে M। G তে হয় GOD আর M এ হয় Mohammod। অর্থাৎ GOD লাকি আর মুহাম্মদ(সাঃ) আনলাকি(নাউযুবিল্লাহ)। GOD শব্দটাতেও কিন্তু বেজাল আছে। GOD শব্দের বহুবচন এবং স্ত্রী লিঙ্গআছে অথচ আল্লাহ এক এবং তার কোন শরিক নেই।

এমন আরো অনেক ভ্রান্ত ধারনা আমাদের মাঝে বিদ্যমান। যাইহোক আমার এই টিউনের মূল বিষয় হলো মৃত্যু। আমাদের সবারই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। মৃত্যুর স্বাধ নবী-রাসুলদেরও গ্রহন করতে হয়েছিল। নবী-রাসুলদের কবরের ছবি সহ কিছু বিরল চিত্র নিচে তুলে ধরলাম।

হযরত আদম(আঃ) এর পায়ের ছাপ যা শ্রীলঙ্কায় অবস্থিত এবং পৃথিবীতে মানুষের প্রথম পদার্পন।

হযরত আদম(আঃ) এর পুত্র আবিলের কবর।

হযরত সালেহ(আঃ) এর কবর।

হযরত হারুন(আঃ) এর কবর।

এটা সেই জায়গা যেখান থেকে নুহ(আঃ) এর প্লাবন শুরু হয়েছিল। মসজিদে কুফা যা ইরাকে অবস্থিত।

এমন আরো কিছু বিরল চিত্র আপনাদের জন্য আপলোড করে দিলাম।

ডাউনলোড লিঙ্কঃ

Pictures of graves of prophets and ahlebait

আর একটা কথা আমাদের দেশে মাযার প্রথা অনেক প্রচলিত। যা একটা ভ্রান্ত দিক। আচ্ছা একটা কথা চিন্তা করুন যে ব্যক্তি নিজেই মৃত সে কি করে অন্যের মঙ্গল করতে পারে?

সামি ইউসুফের সাড়া জাগানো চমৎকার একটা ইংলিশ গান ডাউনলোড করুন এখান থেকে।
আপনি জানেন কি সামি ইউসুফ পুর্বে খ্রীষ্টান ছিল?

আশা করি আপনাদের কে কিছু হলেও জানাতে পেরেছি।
ধন্যবাদ সবাকে।
"আল্লাহ হাফেয"

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমাকে কি একটু শিখাইয়া দিবেন টিউন গুলি কই পান প্লিজজজজজজ

Level 0

Valo tune

সত্যিই অনেক কিছু জানার আছে।ছবি গুলো সংগ্রহ করে রাখলাম। সামি ইউসুফের গানের বেশ ভক্ত। ইউটিউব থেকে বেশ কয়েকটি গান ডাউনলোড করেছিলাম ১মাস আগে। অপুর্ব সুন্দর একটা টিউন উপহারের জন্য হাসান ভাই সালাম জানাচ্ছি ! ! ! ! ! !

ভাল টিউন। জানার আনেক কিছু আছে। ধন্যবাদ।

12 (L-Lucky) কে না বলে 7 কে বলে কেন?
Lucky 7 & Unlucky সম্পর্ক প্রতক্ষ্য ভাবে জানতে চাই,কোন সাইট থেকে পেলেন তা উল্লেখ করেন।

    নেয়ামুল ভাই কি রেগে যাচ্ছেন?

    ভাই আমি কোন সাইট থেকে এটা পাই নাই। তাই লিঙ্ক দিতে পারছি না।
    ধন্যবাদ।

    তাহলে,এই বিষয়টি আমার কাছে গ্রহন যোগ্য নয়।
    কারন,এমন অনেক ঘটনা আছে যা কই থেকে যে পয়দা হয়েছে কেও বলতে পারে না।
    ইসলাম বিষয়ক এই ধরনের তথ্য প্রদানে অবশ্যই নির্ভর যোগ্য সূত্র দিতে হবে।

    নেয়ামুল ভাই কিছু মনে করবেন না। সব কিছুর সুত্র নেট থেকে পাবো তা ভাবলেন কি করে? কোন বই থেকেওতো পেতে পারি।

    ‍”‍ইসলাম বিষয়ক এই ধরনের তথ্য প্রদানে অবশ্যই নির্ভর যোগ্য সূত্র দিতে হবে।”
    আমি বলেছি নির্ভর যোগ্য সূত্র।বই,সংবাদ পত্র,টিভি চ্যানেল ইত্যাদি হতে পারে,তবে অবশ্যই নিরপেক্ষ,নির্ভর যোগ্য ও সর্বসৃক্রিত হতে হবে।
    এ ধরনের সূত্র উল্লেখ করলে খুশি হব।
    আমি শুধু জানতে চাচ্ছি,অন্য কোন উদ্দেশ্য আমার নেই।

Level 0

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই, অনেক দিন পরে এ রকম আনকমন টিউন পড়লাম, ধন্যবাদ,,,,,,।

bangla valo pari na bole sorry…

OSADARON akta tune …many many thnx…

ami jantam 13 unlucky cause chiristan ra bissas kore the last supper e ZISU [pbuh] o tar 12 jon siso silen…mot 13 jon..12 jon r akjon cheat kore take doria dn tai 13 k unlucky bola hoy…

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রকম টিউন আরো চাই।

ধন্যবাদ, লাকি এবং আনলাকি বিষয় টা জানা ছিল না

খুবই অসাধারন হয়েছে । এমন চমৎকার টিউনটি দেখেই শুধু লগ-ইন করলাম । অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভাল রাখুক।

এমন চমৎকার টিউন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম

সকল মুসলিমকেই ভ্রান্ত ধারণা হতে গৌরবের পথে ( আলোর পথে) আসা দরকার।
হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ । চমৎকার টিউন!! তবে সর্বশেষে “খোদা হাফেয” না বলে আল্লাহ হাফেজ বললে ভাল হত।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

ধন্যবাদ হাসান ভাই , অনেক সুন্দর টিউন ।

অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর টিউন এর জন্য ।

জোটিলসসসস হয়েছে।

ব্যতিক্রম ধরনের টিউন পেলাম আপনার কাছ থেকে খুবই সুন্দর হইছে আশা করি তথ্য গুলু জেনে অনেকে সতর্ক হবেন এবং এপ্রিল ফুল বা এই ধরনের বাজে দিবস গুলু পালন করা থেকে বিরত থাকবেন,আপনাকে অনেক অনেক ধন্যবাদ টিউনটির জন্য।