মাত্র দশ মিনিটেই বিনামূল্যে তৈরী করুন নিজের ওয়েব সাইট সাথে জাভা, পি.এইচ.পি. সহ বিভিন্ন এ্যানিমেশন এবং নানা ধরনের এফেক্ট (Updated)

webpagemaker.jpg

মাত্র দশ মিনিটেই বিনামূল্যে তৈরী করুন নিজের ওয়েব সাইট। বিশ্বাষ হচ্ছে না। শুধু তাই নয় সেই সাইটে রাখুন ব্লগ, ফোরাম, চ্যাট, গেস্টবুক, মেম্বার রেজিস্ট্রেশন, সাইট পরিদর্শনকারীদের তালিকা। এমনিক জাভা, পি.এইচ.পি. সহ বিভিন্ন এ্যানিমেশন বা নানা ধরনের এফেক্ট।

ভাবছেন কিভাবে। তাহলে এবার বলি, প্রথমেই এখান থেকে ওয়েবেপজমেকার নামক সফটওয়্যার টি ডাউনলোড করুন। ইনস্টল করার পরই দেখবেন জাভা, পি.এইচ.পি. সহ বিভিন্ন এ্যানিমেশন বা নানা ধরনের এফেক্ট ব্যাবহার করার অপশন রয়েছে। যা ব্যাবহার করার জন্য মনে হয় না আমাকে কিছু বলতে হবে। ব্যাস ডিজাইন করে ফেলুন একটি ওয়েব সাইটের। আপনার যদি নিজস্ব ডোমেইন থাকে তাহলে এর Publish অপশন থেকে সরাসরি Publish করতে পারেন। কিন্তু ডোমেইন না থাকাটাই স্বাভাবিক আর সেক্ষেত্রে কি করবেন বলছি তাও।

এতক্ষণ যা ডিজাইন করা হল তাতো একটি ডিজাইন কিন্তু এতে যে ধরনের এফেক্ট ব্যাবহার করা হয়েছে তাতো বেশ কয়কটি ল্যাংগুয়েজের সমাহার। আর সেই প্রোগামটি পেতে File থেকে Export to HTML এ ক্লিক করে এর HTML ভাসর্নটি সেভ করুন। আর ওয়েব পেজ মেকারেও .wss ফরমেটের ফাইলটি সেভ করে রাখুন।

এবার এখানে ক্লিক করুন। যে সাইটটি ওপেন হল তারা ফ্রী সাব ডোমেইন দেয়। তবে সাব ডোমেইন (যেমন my1.ru, do.am, at.ua, vo.uz ইত্যাদি) হলেও খুবই সংক্ষিপ্ত হওয়ায় সাব ডোমেইন গুলোও বেশ ভালোই।

এখানে পছন্দমত নাম দিয়ে রেজিষ্ট্রেশন করুন। আর এপর লগইন করার পর এই সাইট থেকেই ব্লগ, ফোরাম, চ্যাট, গেস্টবুক, মেম্বার রেজিস্ট্রেশন, সাইট পরিদর্শনকারীদের তালিকার অপশন গুলো থেকে আপনার পছন্দ মত সিলেক্ট করে দিন। এরপর আপনার ডিজাইন করা পেজটি যে কোন এফ.টি.পি. সফটওয়্যার এর মাধ্যমে এখানে আপলোড করুন বা ওয়েব পেজ মেকারে থাকা .wss ফরমেটের ফাইলটি ওপেন করে File থেকে Publish অপশনে গিয়ে New তে ক্লিক করে যে নতুন উইন্ডো ওপেন হবে সখানে আপনার সাইটের তথ্যগুলো প্রবেশ করান তারপর OK করে এসে Publish বাটনে ক্লিক করুন।

16.JPG

এবার Publish হয়ে গেলে আপনার সাইটের কন্ট্রোল প্যানেলে গিয়ে সেভ করে log out করে বেরিয়ে আসুন আর সাইটটি visit করে দেখুন এবার। আরো বিস্তারিত জানতে বা এর মাধ্যমে আসলেই আমি যেমন বলেছি তেমন সাইট তৈরী করা যায় কিনা পরখ করতে আমার সাইটটি ভিজিট করতে পারেন। এ্যাড্রেস http://www.bdweb7.com।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ sakil13 ভাই এ ১৫ দিনের জন্য ট্রায়াল মন্ময় ভাই আছে না ………………………………

    Level 0

    Rex ভাইয়া ঐটা কি আপনি।

    যদি সফটওয়্যার এর কী দরকার হয় .এই লিং ব্যবহার করে আপনারা অনেক কাজ করতে পারবেন। নিচে লিং গুলো লেখা হল- web site name is http://www.moonbd.com

Level 0

যদি সফটওয়্যার এর কী দরকার হয় keygen.us সাইট থেকে ডাউনলোড করতে পারেন কী

http://my1.ru তে ক্লিক করলে http://www.ucoz.ru/ তে চলে যাচ্ছে।

sakil13 ভাই টিউনটা আপনার ভাল হয়েছে। আর আশা করছি ওয়েব পেজ ডিজাইন এর বিস্তারিত নিয়ে খুব শিগ্রই আপনার বিস্তারিত লেখা গুলো পাব। চালিয়ে যান……..

Level 0

my1.ru, do.am, ucoz.com, ucoz.org সবগুলো একই প্রতিষ্ঠানের সাইট। আর সবাই ই ফ্রী সাব ডোমেইন দেয়।

Level 0

Vist : Bdtutor.ucoz.com

Level 0

Visit : bdtutor.ucoz.com

sakil13 ভাই টিউনটা আপনার ভাল হয়েছে।আপনাকে ধন্যবাদ

aPni ki msn hack nia aktu tune korben …..plz amake janan [email protected]

kintu nije coding shikhe banano ta ki besi valo na??
ate future e apnar kaje lagte pare.
ata to prai onekei korte pare kintu nije ai rokom site koyjon banate pare?

vai html deyar jayga ta kothay etai ti paina.eta ektu bolen vai.

PHP তে একটি কমপ্লিট web site তৈরী করার টিউটোরিয়াল কোথায় পাবো।
[email protected]

Level 0

shakil vi ami amr site ta publish korte parci na plz ekto vole den, web page maker a giya new te giyaci, then publish, then new, ekhane profile name a ki name dibo? site host a kon site dibo? Remote Folder a ki hobe? ekto bole din plz,

বিশ্বাস করুন আর নাই করুন ওয়েবসাইট ডিজাইনের জন্য এটি আমার দেখা সবচাইতে বেষ্ট সফটওয়্যার। থ্যাংকস টু শাকিল।

@ কামরুল ইসলাম রুবেল WC

Level 0

shakil vi ami amr site ta publish korte parci na plz ekto vole den, web page maker a giya new te giyaci, then publish, then new, ekhane profile name a ki name dibo? site host a kon site dibo? Remote Folder a ki hobe? ekto bole din plz,

[email protected]

শাকিল ভাইয়া,
প্রথমে ধন্যবাদ। এত সুন্দর একটা পোষ্ট দেবার জন্য। ভাইয়া আমি এখন ভিজু্য়াল বেসিক নিয়ে খুব সময় কাটাচ্ছি। আপনার কাছে যদি ভিজ্যুয়াল বেসিক শেখার মতো সাইট থাকে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ।

অন্ত কাপুর বিপুল। যদি আপনার কোন স্পেশাল বিষয়ে কোন কোড লাগে তবে আমাকে একটু মেইল পাঠান। যেমন ধরুন মাউস সংক্রান্ত অথবা এফটিপি অথবা সাউন্ডকার্ড ইত্যাদি যে কোন বিষয়ে কোড লাগবে, তাহলে রুবেলডটটিভি এট জিমেইল ডট কম এই এড্রেসে মেইল পাঠান। মনে হয় আপনাকে সাহায্য করতে পারব। আমি নিজে ভিবি পাগল কিনা তাই আগ বাড়িয়ে গায়ে পরে হেল্প করতে চাইলাম। প্লিজ শাকিল ভাই ডোন্ট ওরি……….

Shakil vai bdweb.ucoz.com ki apnar toyri?

ভাই sub domain site টা russian ভাশায়।

অভিনন্দন নতুন টেকটিউনসকে।

ভাল লেখা

শাকিল ভাই কাজ হয়েছে।ধন্যবাদ

শাকিল ভাই আপনার দৃষ্টি আকষণ করছি। সফটওয়ারটির জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই সফটওয়ারটিতে তৈরি পেইজ আমার সাইটে তুলতে পারছি না। Publish গিয়ে Remote Folder কি লিখতে হবে। আর user name, passward কোনটি ব্যবহার করব। একটু জানাবেন কি।

bai apner website koi

শাকিল ভাই আমি কি blogger , i mean blogspot a update করটে পারবো। আর ভাই আমি কি করে আমার site http://www.oracletheworld.blogspot.com এ visitor বারাতে পারি।

Level 0

সাহায্য চাই
প্রিয় টেকটিউনার বন্ধুরা আমি একটি নিজস্ব ওয়েব সাইট বানাতে চাই। আপনারা কি কেউ সাহায্য করবেন। ০১৭১৩ ০৭৭৮৬৫ ( মিশড কল দিলেই ব্যাক)

Level 0

Shakil bro, take sala. I ned ur help. that is why i need to tlk to you…. would you please give me your cell number…. plzz plzz plz… i have few
problem and I need to talk to you…. just right before I have joined with this techtune… and the only reason was tlk to you…. thanks, Nixon

Level 0

Shakil bro, take salam. I need ur help. that is why i need to tlk to you…. would you please give me your cell number…. plzz plzz plz… i have few
problem and I need to talk to you…. just right before I have joined with this techtune… and the only reason was tlk to you…. thanks, Nixon

Level 0

শািকর ভাইয়া, অেনক ধন্যবাদ।

ওয়েব পেজ-মেকার দিয়ে বাংলা ইউনিকোড সাইট তৈরী করা বেশ ঝামেলা। প্রথমে একটি পেজ ডিজাইন করে সেটাকে নোট প্যাডে খুলে ইংরেজি লেখা গুলা বাংলা লেখা দিয়ে রিপ্লেস করতে হয়। এতে টেক্স ডিজাইন/স্টাইট ঠিক থাকে না। এর কি কোন ইউনিকোড ভার্শন নাই।

Level 0

onnek sondor tune
thnx sakil vai

শাকিল ভাইয়া, দয়া করে ওয়েব পেজ দিজাইন করা নিয়ে টিউন করুন। আমি ওয়েব পেজ মেকার দিয়ে কিছু করতে পাচ্ছিনা, কেউ কি বলবেন কিভাবে কি করতে হবে?

হুমমমমম
………………………………………………………………………………………………………
http://www.airpurifier.tk|http://www.alarmsystem.tk|http://www.alternativeenergy.tk
………………………………………………………………………………………………………

sakil13 ভাই টিউনটা আপনার ভাল হয়েছে। আর আশা করছি ওয়েব পেজ ডিজাইন এর বিস্তারিত নিয়ে খুব শিগ্রই আপনার বিস্তারিত লেখা গুলো পাব।

আপনার টিউনটি পরার পর আমার ওয়েবসাইট খুলতে ইচ্ছা হচ্ছে

আমি করতে পারছি না। এর ওপর একটি টিউটরিয়াল দিলে সুবিধা হত।

Level 0

many many thankss

ধন্যবাদ সাকিল ভাই

Level 0

Shakil bhai that was a excellent tune. i tried to make a web page but i found a problem about designing the page. so plz plz plz send me some tips or what i can do to design my web page.

Level 0

ভাই জোস soft । কোটি গোলাপের শুভেচ্ছা…………..

Level 2

Thanks, Jatil akti kaj koray sen.

Level 0

ভাই আমি তো আপনার কাছে রিনি হয়ে গেলাম আপনার নাম্বার দিবেন । ১০টাকা লোড দিয়া দিবো আপনাকে অনেক ভাল লাগলো
////////////////////////////////// /////////////////////////
……………………………। ]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{love}}}}}}}}}}}}}}}}}}}

Level 0

প্রিয় বন্ধু, আপনার এই টিউন থেকে নতুন কিছু শিখতে পারলাম…… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…

আমি http://www.unet.com রেজিস্ট্রেশন করেছি, http://masud.do.am/
আমি জানতে চাচ্ছি
File Zilla 3.3.2.1 দিয়ে Publish করতে পারব কি না?

Host:
Port:
folder:
আমার সাইটের এই তথ্যগুলো কি ভাবে জানবো।

[email protected]

কিছুই বুঝিনাই সরিইইইইইইইইইইইই!

Thanks

ভালই

http://www.bdweb7.com আপনার ডোমেইনটি বন্ধ আছে। আপনার সাইটের হোস্টিং এর জন্য আমাদেরকে নক করতে পারেন। ধন্যবাদ আপনার পোস্টের জন্য: goo.gl/dFJFgt