বিজ্ঞাপনহীন ব্রাউজিং করতে চান? বিরক্তিকর বিজ্ঞাপন থেকে বাচার স্থায়ি সমাধান

কেমন আছেন সবাই? অ-নে-ক দিন পর আজকে টিউন করতেছি। বিশাল ছুটির সময় পার করলাম। ইচ্ছা ছিল এই অবসর সময়ে অনেক টিউন করবো। কিন্তু ভাগ্য আমার সহায় হলো না। দীর্ঘ এই সময়টা টেকটিউনস বন্ধ ছিল। 🙁 এই সময় অন্যান্য সাইট ভিজিট করেছি ঠিকই কিন্তু কোথাও শান্তি পাই নাই। আমার একটাই দাবি টেকটিউনসের স্থায়ি সমাধান চাই।

আমার আজকের টিউনের বিষয় হলো বিজ্ঞাপনহীন ব্রাউজিং। অর্থাৎ ওয়েব সাইটের বিরক্তিকর বিজ্ঞাপন থেকে চির মুক্তি। Ad Muncher নামের ছোট এই অসাধারন সফটওয়্যারটি থেকে যে যে সুবিধা পাবেন তা হলোঃ

  • সব বিজ্ঞাপন ব্লক।
  • অপ্রয়োজনীয় পপ আপস ব্লক।
  • কিছু প্রোগ্রাম থেকে বিজ্ঞাপন মুছে দেওয়া। যেমনঃ Pando, SopCast, ICQ, Morpheus, Kazaa, PalTalk, iMesh, Bearshare, LimeWire, Yahoo! Music Jukebox, TVAnts ইতাদি।
  • পেজ লোডিং স্পিড অনেক বৃদ্ধি করে।
  • ব্যান্ডউইথ বাচাঁয়।
  • থার্ড পার্টি ট্রেকিং সিস্টেম থেকে মুক্তি দেয়।
  • এডওয়্যার টাইপের অনেক ভাইরাস থেকে নিরাপদ রাখে।

এছাড়াও আরও কত কি!

বিস্তারিত এখানে।

যেসব ব্রাউজার সাপোর্ট করেঃ

  1. Internet Explorer
  2. Firefox
  3. Opera
  4. Google Chrome
  5. Safari
  6. Flock
  7. Netscape
  8. Maxthon
  9. Avant Browser.

যেসব অপারেটিং সিস্টেম সাপোর্ট করেঃ

Windows 95, 98, ME, NT4, 2000, XP, 2003, Vista, 7

ডাউনলোডঃ


Ad Muncher 4.81 এটি মাত্র 1MB। সাথে পোর্টেবল ভার্শনও দেওয়া আছে।

ফুল ভার্শন করবেন যেভাবেঃ

চিত্রের মত করে কাজ করে যান। তাহলেই ফুল ভার্শন হয়ে যাবে। 😀

আশা করি সবার কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেয।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল টিউন। আমার যে ফায়ারফক্স আর এড ব্লক? আর এটা ফ্রি নাকি?

    এড ব্লক আমিও ব্যবহার করি। কিন্তু সব ধরনের এড বা পপ আপস ব্লক করতে পারে না।
    আর হ্যা এটা ফ্রী না। কিন্ত আমিতো ফুল ভার্শন করার পদ্ধতি দিয়ে দিয়েছি। আর সাথে পোর্টেবল ভার্শনও আছে।
    ধন্যবাদ।

Level 0

ভাই এড ব্লকের প্রয়োজনীয়তা এখন অনুভব করছিনা
তবে ভবিষ্যতে কাজে লাগতেও পারে,
ধন্যবাদ

বাহ! খুব সুন্দর টিউন করেছেনতো ধন্যবাদ আপনাকে ।

*(বেয়াদবি নিবেন না দয়া করে)* টিউনটি ভালো হয়েছে

আমি তো খুঁজে খুঁজে বিজ্ঞাপন গুলোতেই ভিজিট করি।

তবে পপ আপ উইন্ডোগুলো আসলে ভাল্লাগে না।

জ্বি স্যার আমি বিজ্ঞাপনহীন ব্রাউজিং করতে চাই,
হাসান যোবায়ের (আল-ফাতাহ্) অসংখ্য ধন্যবাদ এমন ভাল একটা টিউন করার জন্য জিনিসটা আমার কাজে আসবে।

বাপরে!!!!!! জব্বর একটা টিউন করেছেন যোবায়ের ভাই {BoSS!!} আমিতো মনে মনে এটাই খুজছিলাম। বিজ্ঞাপনের জালায় একেবারে অতিষ্ট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যোবায়ের ভাই।

যোবায়ের ভাই অনেক কাযের তো Ad Muncher টি , আপনাকে অনেক ধন্যবাদ

সুন্দর টিউন করেছেনতো ধন্যবাদ আপনাকে

http://techncom.blogspot.com

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) মানেই চমৎকার কিছুই। আপনার টিউনগুলি আসলেই ব্যাতিক্রম ধর্মী। ধন্যবাদ আপনাকে।

কাজে লাগবে….মনে হচ্ছে…..প্রিয়তে…….

ওহ কি বলব মনটা ভরে গেল, সুপার ডুপার টিউন,
বিগ্গাপন বিদাই…..।
ভাই…..ধন্যবাদ।

প্রক্সি এড্রেস হিসেবে 95.48.212.219 এবং পোর্ট হিসেবে 3128 ইউজ করতে পারেন যদি হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাইয়েরটা কাজ না করে। হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাইয়ের প্রক্সি ও পোর্ট ইউজ করে রেজিঃ করতে পারিনি, এটা ইউজ করে হইসে ।।

সালাম ভাই
আমি অনেক চেষ্টা করেছি হয় নাই হেল্প করবেন কি?
BY MAIL
SAYEMIT@YAHOO

Level 0

ভাল একটা জিনিষ, ধন্যবাদ আপনাকে।

thanks for the nice tune.
But I think add block plus is the best add-ons of mozila firefox for add blocking.
thanks once agin.

thanks for the nice tune.
But I think adblock plus (https://addons.mozilla.org/en-US/firefox/addon/1865/) is the best add-ons of mozila firefox for add blocking.
thanks once again.

অনেক উপকারি টিউন, অনেক ধন্যবাদ।

হাসান যোবায়ের ভাই, ইন্সটল করতে গেলে “Installation failed” হয়ে যায়। প্লিজ হেল্প করুন!!!

Level 0

licence expired dekhai! ki kori?