Mozilla Firefox থেকে Chrome এ বুকমার্ক বা Chrome থেকে Mozilla Firefox এ বুকমার্ক নেওয়ার পদ্বতি।

Mozilla Firefox থেকে Chrome এ বুকমার্ক বা Chrome থেকে Mozilla Firefox   এ বুকমার্ক নেওয়ার পদ্বতি।

প্রথমে Mozilla Firefox  থেকে Chrome:

আপনি প্রথমে মজিলার মেইন মেনুতে গিয়ে Bookmarks  এ ক্লিক করুন

তার পর Organize Bookmark e click করুন।

তার পর   Import and Backup এ click করুন।

এখান থেকে Export to HTML এ ক্লিক করুন। নতুন একটা window আসবে। কোথায় সেব করবেন তা ঠিক করুন। এবং একটা নাম দিয়ে সেভ করুন।

কোথায় সেব করবেন তা ঠিক করুন। এবং একটা নাম দিয়ে সেভ করুন।

এবার Chrome open করুন। setting এ click করে Bookmark Manager e click করুন।

এখান থেকে Import  HTML  এ click করুন।

একটু আগে save  করা file টি select করুন। ব্যস হয়ে গেল।


Chrome থেকে Mozilla Firefox:

Chrome open করুন। setting এ click করে Bookmark Manager e click করুন। এখান থেকে  Export HTML এ click করুন। কোথায় সেব করবেন তা ঠিক করুন। এবং একটা নাম দিয়ে সেভ করুন।

মজিলার মেইন মেনুতে গিয়ে Bookmarks  এ ক্লিক করুন । তার পর Organize Bookmark e click করুন।

তার পর I  Import and Backup এ click করুন। এখান থেকে Import  HTML  এ click করুন।  নতুন একটা window আসবে। একটু আগে save  করা file টি select করুন। ব্যস হয়ে গেল।

দুটি পদ্ধতি ই একই  রকম তাই  screen Short দিনাই।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল………………..
কাজের জিনিস। ধণ্যবাদ…….

আসলেই কাজের জিনিস। আপনাকে ধন্যবাদ।

——————————-
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

    ধন্যবাদ, কিন্তু আপনি আপনার কমেন্টে আপনার ব্লগ এর এড দেন, এটা ভালো না। বাঝে …

ধন্যবাদ শেয়ার করার জন্য খুবই ভাল ও কাজের টিউন।

    আপনাকে ও ধন্যবাদ আতাউর রহমান ভাইয়া…

ধন্যবাদ……

Level 0

thanks?

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকে ও ধন্যবাদ আপু…।

Level 0

সুন্দর পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।