লাগবে নাকি নিজের একখান ভি ভিপিএস!

সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ প্রথমেই বলে নেই এটা একটা আজাইরা মার্কা পোস্ট। অতএব সিরিয়াসদের ঢোকা নিষেধ। এই পোস্টের সমস্ত দায় দ্বায়িত্ত এই লেখাটার

এইবার মূল কথায় আসি।

ভিপিএস আজকাল অনেকের কাছেই ডালভাত হয়ে গেছে। সাইট একটু বড় হলেই ভিপিএস নিয়ে নেয়। আবার অনেকে প্র্যাকটিসের জন্যও ভিপিএস নেয়। কিন্তু সবার তো আর সেটা নেয়ার সুযোগ বা সামর্থ্য থাকে না। আবার যারা প্র্যাকটিসের জন্য নেয় তাদের বাড়ে বাড়ে সার্ভার ইন্সটল দিতে বিরক্তও লাগতে পারে। তাদের সবার জন্যই আমার আজকের পোস্ট।

আপনি ইচ্ছা করলে ভার্চুয়াল বক্সেও সার্ভার ইন্সটল দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে পারেন। আপনি বলবেন তাতে তো আর ভিপিএসের স্বাদ পাওয়া যাবে না! কিন্তু আমি বলব ব্যক্তিগত ভাবে আপনি এটা থেকে ভিপিএসের পূর্ণ সুবিধাটাই নিতে পারবেন। কিভাবে সেটাই আজকে আমি দেখাব।

এজন্য প্রথমে ভার্চুয়াল বক্সে যে কোন একটা সার্ভার ইন্সটল করে নিন। তবে ইন্সটল করার আগে একটা জিনিস খেয়াল করবেন। সেটা হল ভার্চুয়াল বক্সে নতুন মেশিন তৈরী করার পর মেশিনের সেটিংস থেকে নেটওয়ার্কে যাবেন এবং দুইটা ল্যান এক্টিভ করে দেবেন। একটা ন্যাট ( NAT ) অন্যটা ব্রীজ (Bridge)।

এরপর সার্ভার ইন্সটল শেষ হলে যেকোন একটা ওয়েব সার্ভার ইন্সটল করে নিন। এপাচি, চেরোকী, লাইটি বা এঞ্জিনেক্স যেকোন একটা হলেই হবে।

এরপর নিচের কমান্ডটি দিন।

sudo nano /etc/network/interfaces

নেটওয়ার্ক ফাইলটি ওপেন হলে এর শেষে নিচের লাইন দুটি যোগ করে দিন।

auto eth1
iface eth1 inet dhcp

তারপর নেটওয়ার্ক রিস্টার্ট দিন।

sudo /etc/init.d/networdking restart

তারপর আইপি দেখতে নিচের কমান্ডটি দিন।

ifconfig -a

এবার নিচের ছবির মত আপনি আপনার আইপি পেয়ে যাবেন।
আইপি

এবার এখান থেকে দ্বিতীয় আইপি টি নিয়ে প্রিয় ব্রাউজারে ব্রাউজ করে দেখুন কাজ হচ্ছে।

তো উপভোগ করতে থাকুন একান্তই আপনার ভিভিপিএস ( ভেরী ভেরী প্রাইভেট সার্ভার ) আর চালাতে থাকুন এক্সপেরিমেন্ট।

শুভকামনা।

Level 0

আমি বাবর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 989 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফ্রীল্যান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং ডিজাইনার। | উবুন্টু ব্যবহারকারী | ওপেনসোর্স প্রেমিক | সিইও @ ওয়ার্কার্সল্যাব


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই লিনাক্স ইউজ করি না

    আপনি উইন্ডোজ হোস্টেও কাজটা করতে পারবেন।

প্রথমেই বলে নেই এটা একটা আজাইরা মার্কা পোস্ট। আপুনি যেই ভাবে বললেন আসলে সেই রকম না, কজে দিবে অনেকেরই। আর একখান কথা টেকিতে ডুকতে গেলেই এই লেখা cannot page এই জাতীয় ম্যাসেজ অথচ অন্য সাইটে ক্লিক করলে পেইজ ওপেন হয়। সবাই একটূ বলবেন কি?
সমস্যা টা আমার না সকলেরই হয়।

    Level 0

    ভাই আমার হয় না

    ধন্যবাদ।

    Level 0

    আমার ও হয়, কখনো কখনো নিচে ডন দেখালেও পুরো পেইজ সাদা দেখায়।

জটিল পোষ্ট। প্রিয়তে রেখে দিচ্ছি। আশা করি ভবিষ্যতে কাজ আসবে….