ইউটিউব ভিডিও ডাউনলোডের ২ টি সহজ পদ্ধতি

অাসসালামু আলাইকুম,
সুপ্রিয় টেকটিউনসের বন্ধুরা সবাই কেমন অাছেন। অাশাকরি ভালো অাছেন, অামিও ভালো। বন্ধুরা অামার অাজকের টিউনের বিষয় হচ্ছে কিভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইউটিউবের ভিডিও ডাউনলোড করবেন। বন্ধুরা অামি ইউটিউব ভিডিও ডাউনলোডের দুটি সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করবো। আমার পদ্ধতি দুটি হলোঃ

১. অনলাইনের মাধ্যমে
২. অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে

১. অনলাইন পদ্ধতিঃ

→অনলাইনে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হলে অাপনাকে ইউটিউব.কম এ যেতে হবে।
→অাপনার পছন্দের একটি ভিডিও অপেন করতে হবে।
→এখন ঐ পেজের উপরে অ্যাড্রেস বারে গিয়ে http://www.youtube.com/xxxxx এর অাগে দুটি ss যুক্ত করতে হবে (উদাহরন স্বরুপ : http://www.ssyoutube.com/xxxxxx)
→অন্য একটি ওয়েব পেজ অাসবে এবং আপনি সেখানে ফরমেট সিলেক্ট করবেন।
→পাশেই ডাউনলোড লেখা পাবেন সেখান ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে।

২. অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমেঃ

এই পদ্ধতিতে অামি অনেক অ্যাপসের মধ্যে অামি Get Tube নামের অ্যাপসটি সাজেস্ট করেছি। কারন এটা অন্য অ্যাপসের চেয়ে ভালো। অ্যাপসটি প্লে স্টোরে পাবেন না, আমি নিচে লিংক দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করে নিবেন।

→ ↓ডাউনলোড লিংক↓←

→ অ্যাপসটি খুলুন
→ অটোমেটিক ইউটিউবে ঢুকবে
→ আপনার পছন্দের ভিডিও প্লে করুন
→নিচে ডান কোনায় দেখুন লাল ডাউনলোড বাটন রয়েছে
→ ডাউনলোড বাটনে ক্লিক করে ফরমেট সিলেক্ট করুন
→কাজ শেষ দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে

এই গুরুত্বপূর্ন টিউটোরিয়াল নিয়ে অামি একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি যা দেখে অাপনারা সহজে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।

→↓ টিউন ভালো লাগলে শেয়ার করুন
→↓ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবসক্রাইব করুন
→↓ সমস্যা হলে কিংবা কোন কিছু জানতে চাইলে টিউমেন্ট করুন

ভালো থাকুন, সুস্থ থাকুন অার টেকটিউনসের সাথেই থাকুন।

Level 0

আমি নিজাম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লেখা

Level 0

কাজের জিনিস