এবার নিজেই তৈরী করুন ডাউনলোড লিংক।আর নয় মেইল এ ফাইল Attachment এর ভোগান্তি।

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

‍“প্রয়োজনীয় ডাটা  অনলাইনে আপলোড করে রেখে নিজের পছন্দ অনুসারে একটি ডাউনলোড লিংক তৈরী করে রাখতে পারেন।এবং  যে কোন স্থান হতে তা  আবার  লগ ইন ছাড়াই ডাউনলোড করে নিতে পারেন খুব সহজেই।চমৎকার এ সার্ভিসটি নিয়েই আজকের এই আটিকেলটি”

আসসালামু আলাইকুম .

সব প্রথম শুকরিয়া যানাই রাব্বুল আলামিন এর দরবারে যার অশেষ দয়ায় আমি অধম কিছু লেখতে পাচ্ছি।সম্মানিত ভাইয়েরা আপনারা কেমন আছেন?নিশ্চই ভাল আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।অনেকদিন যাবত একটি আটিকেল লেখব লেখব করে লেখা হচ্ছে না আজ জোর করেই লেখে ফেললাম।আজকের টিউনটি সত্যিই একটু ব্যাতিক্রম টিউন।আমাদের অনেকের এ প্রয়োজনীয় সাটিফিকেট,সিভি,জাতীয় পরিচয় পত্র,পাসপোট এর এর কপ ইত্যাদি অনলাইনে মেইল কিংবা গুগুল ডাইভ কিংবা ইত্যাদি Cloud সার্ভারে আপলোড করে রাখি কিন্তু সেখানে সমস্যা হচ্ছে যে আপনি যে ফোল্ডারে আপনার ফাইলগুলো রেখেছেন তার ডাউলোড লিংক অটোমেটিক জেনারেট করা আপনি চাইলেও তা পরিবর্তন করতে পারবেন না যাহার ফলে আমি সে লিংকটি কখনো মনে রাখতে পারবেন না।এবং কাউকে বলতে ও পারবেন না।কিন্তু আজ আমি আপনাদের যে সার্ভিস এর সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি সেটা খুবই সহজ পদ্ধতি ডাউনলোড লিংক মনে রাখার ব্যাপারে।আরো একটি কথা বলে রাখা ভাল যে এ সাভিসটি সম্পূন ফ্রি।

[দয়া করে সম্পূর্ন টিউনটি পড়বেন]

কেন এই Box ডট কম সাভারে ফাইল রাখব?

১.কারন এর আপলোড এবং ডাউনলোড  ব্যান্ডওয়াইড স্পিড খুবই ভাল অন্যসব সাভার হতে।

২.মনের  ইচ্ছামত আপনি ডাউনলোড লিংক তৈরী করে নিতে পারেন যা মনে রাখা সহজ এবং দ্রৃত কাউকে বলতে পারাও সহজ।

৩.এর বাড়তি কোন এড জনিত সমস্যা নেই।

৪.ফাইল ডাউনলোড করতে লগ ইন করার ঝামেলা নেই।

৫.আপনি এর মোবাইল ভাসন এপস এর মাধমে শেয়ার করা ফোল্ডারে ফাইল আপলোড করতে পারবেন এবং অপরজন সাথে সাথে আপনার নির্ধারন করা ডাউনলোড লিংক হতে ফাইলটি ডাইনলোড করে নিতে পারবে সহজেই।

ডাউনলোড লিংকটি দেখতে কেমন হবে?

এখানে ডাউনলোড লিংকটি http://app.box.com/(যা খুশি সেট করে নিতে পারেন যদি কিনা ঐ নামে পূর্বে কেউ লিংক সেট না করে থাকে তবে)

http:// এটা না দিলেও কোন সমস্যা নেই।

 

কাজের ধাপঃ

প্রথমে এখান থেকে আপনাকে box সাভারে একটি একাউন্ট খুলতে হবে- Click here

উপরের মত একটি বক্স আসবে এখানে আপনার সচল ইমেল একাউন্টটি প্রবেশ করাতে হবে এবং একটি যে কোন পাসওয়াড প্রবেশ করাতে হবে।

ঠিক মত প্রবেশ করানো হয়ে থাকলে নিচর ছবির মত একটি ভেরিফিকেশন এর ম্যাসেজ আসবে

এখন আপনি যে ইমেল এড্যাসটি প্রবেশ করিয়েছেন সেই মেইল এ একটি ভেরিফিকেশন মেইল পাবেন নিচের ছবিটির মত

উপরের মত একটি ম্যাসেজ আসবে তারপর Verify Email এখানে ক্লিক করতে হবে।

উপরের ছবির মত এ ডেক্সবোড দেখা যাবে তারপর কোনায় ডান পাশে New  তে ক্লিক করতে হবে তারপর ফোল্ডার অপশন আসবে তারপর একটি ফোল্ডার Create করতে হবে। বলে রাখা ভাল যে আপনি যে ফাইলগুলো শেয়ার অথবা নিজের জন্য ডাউনলোড লিংক বানিয়ে রাখতে ইচ্ছু সে সকল ফাইলগুলো এই ফোল্ডারেই রাখতে হবে নতুবা সেগুলো পরে আবার ডাউনলোড এর সময় খুজে পাবেন না।

Document নামে একটি ফোল্ডার তৈরী করে তার ভিতর  ঢুকে উপরের ডান পাশের কোনায় আপলোড বাটনটি ক্লিক করে তারপর একটি ফাইল আপলোড করলাম।এখানে ফাইল কিংবা ফোল্ডার সহ আপলোড করা যাবে।

এখন আমি চাচ্ছি ফোল্ডারটি শেয়ার করতে তাই Share বাটনটিতে ক্লিক করলাম যদি না করতাম তাহলে কিন্তু এভাবেই থাকত শেয়ার হত না ফোল্ডারটি। এখন শেয়ারের উপরের সেটিং সিম্বলটিতে ক্লিক করলে নিচের ছবির মত একটি ম্যাসেজ আসবে।

এখন হচ্ছে আসল কাল এখন আপনি যে কোন নাম দিয়ে একটি লিংক জেনারেট করতে পারেন(app.box.com/ এর পর) আমি করেছি techtunes এই এই app.box.com এটি কিন্তু ডিফল্ট এটি আপনি চেইঞ্জ করতে পারবেন না।ব্যাস হয়ে গেল আপনার মনে রাখার মত সহজ ডাউনলোড লিংক।এখন জরুরী প্রয়োজনে কিংবা কাউকে কোন ফাইল দেওয়া নেওয়ার ক্ষেত্রে কিংবা কোন জায়গায় আপনার ফাইল print করতে জাস্ট app.box.com/(আপনার দেওয়া) লিংকে প্রবেশ করেই সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।

এবার বিশ্বের  যে কোন জায়গা থেকে আাপনার ফাইলটি ডাউনলোড করুন।আর box এর মোবাইল এপস পেতে playstore এ সাচ দিন  box লেখে।

ইনস্টল করা হয়ে গেলে একই ইমেল আইডি এবং পাসওয়াড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন হয়ে গেলে নিম্মের ছবিটির মত দেখতে পাবেন।এখন যে ফোল্ডারটিতে আপনি আপনার মত করে ডাউনলোড তৈরী করেছেন সে ফোন্ডারে যা আপলোড দিবেন তাহলে অপর ব্যক্তি সহজেই পেয়ে যাবে।

 

 

[টিউনটি আপনার কেমন লেগেছে অবশ্যই তা টিউনমেট করতে ভূলবেন না। কেননা আপাদের উৎসাহ যদি না পাই তাহলে টিউন করার আগ্রহ হারিয়ে ফেলি  আমরা টিউনাররা এবং  মন চায় না আর  সময় নষ্ট করে  টিউন করতে কেননা এ টিউন করার মাধ্যমে বিন্দৃ মাত্র লাভ হয়না টিউনারের। উপকার যা হয়  যে টিউনটি  পড়ে শিখতে পারল এবং টিকটিউনস এর।  🙂  হা হা হা হা। সুতরাং ধন্যবাদ দিতে কৃপনতা নয়]

 

*খুবই সহজ সরল ভাবে উপস্থাপন করার চেষ্ঠা করেছি যাতে একদমই নতুন কম্পিউটার ব্যবহারকারী বুঝতে পারে জিনীসটি।তারপর ও যদি কেউ বুঝতে অসুবিধা কিংবা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন।

ফেইসবুক এ আমি - fb.com/rahat46

পেইজ- fb.com/rahat04

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Level 2

আমি রাহাত খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 11 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a simple boy with a creative mind....love to make new things.That's y my dad think one day i'll b a really famous person.and that day i'll make my country proud.....so FRNDZ always b with me...i really need u beside me.. :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস