নিজের অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস আছে কিনা জানুন আর ডিলিট করুন

আপনার ফোন কি আচমকাই স্লো হয়ে যায় মানে খুব আসতে চলতে থাকে?বা আপনার ফোনের ডাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়? তবে এক্ষেত্রে আপনার ফোনে ভাইরাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। সাধারনত বেশিরভাগ ভাইরাস কোন না কোন অ্যাপের মাধ্যমেই আপনার ফোনে অ্যাতাক করে। হ্যাঁ অনলাইনে এমন অনেক অ্যাপ আছে যা ডাউনলোড করলে ম্যালওয়্যার আর র‍্যানসামওয়্যার এর মতন ভাইরাস আপনার ফোনে পৌঁছে যাবে আর আপনার ফোনের ক্ষতি করবে। আপনি যদি এধরনের সমস্যার সম্মুখীন হন তবে আমরা আপনাদের এর থেকে বাচার উপায় জানাবো, যা ব্যবহার করে আপনারা ভাইরাসকে ফোন থেকে ডিলিট করতে পারেন।

যদি আপনার ফোনে ম্যালওয়্যার অ্যাতাক শুরু হয় তবে সবার আগে আপনি আপনার ফোন অফ করেদিন। এর ফলে আপনার ফোনের অন্য অ্যাপের ক্ষতি হবেনা। ফোন অফ হলে ম্যালওয়্যার তার নিকট তম নেটওয়ার্কের ব্যবহারও করতে পারবেনা। আর এর সঙ্গে আপনার ফোনের সমস্যা বোঝার জন্য অন্য কম্পিউটারের ব্যবহারও করতে পারেন। তেব আপনার কাছে যদি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তবে ফোনটি আবার অন করে দিন। এরকম করলে আপনার ফোন বেশি ড্যামেজ হওয়ার হাত থেকে বেচে যাবে। সেফ মডেল অন করার জন্য বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে ফোন অন করার কিছুক্ষণ পরে পাওয়ার বটন টিপে সেফ মোডে সুইচ করা যায়। এর পরে এই মোডে ফোন রিবুট হওয়ার অপেক্ষা করুন।

কিছু অ্যান্টি ম্যালওয়্যার অ্যাপ এমন হয় যা আপনার সমস্যার সমাধান করে দেয়। এবার আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গিয়ে অ্যাপ সেকশানে যান। আর এখানে সম্প্রতি ডাউনলোড অ্যাপের লিস্টটি খুঁজুন। এর জন্য আপনার অ্যাপ ম্যানেজারের দরকার হতে পারে। এবার এই লিস্টটির রিভিউ করুন আর কোন সন্দেহ জনক অ্যাপ বা ডাউনলোডকে আনিন্সটল বা ফোর্স স্টপ করেদিন।

তবে হ্যাঁ যদি আপনার ফোনে অ্যাপ আনইন্সটল না হয় তবে ডিসপ্লে অপশানের ব্যবহারও করতে পারেন। এমন কিছু ম্যালওয়্যার বা র‍্যানস্যামওয়্যার আছে যা আপনার ফোনের অ্যাডমিনিস্ট্রেশান সেটিংসে গিয়ে লুকিয়ে থাকে। যা আপনি সহজেই পিক করতে পারেন। এর জন্য ফোনের সেটিংস মেনুতে গিয়ে সিকিউরিটি মেনুতে অ্যাডমিনিস্ট্রেশান সেটিংস এ যান। আপনার ফোনে সিকিউরিটি মেনুকে কেমন করে সেট করা হয়েছে তার জন্য আপনাকে সবার আগে "Other security settings" এ যেতে হতে পারে।

এবার ফোনে ম্যালওয়্যার আর র‍্যানসামওয়্যারের মতন ভাইরাস থেকে বাচার জন্য প্রোটেকশান অ্যাপকে ফোনে ডাউনলোড করুন। অনলাইনে অনেক সিকিউরিটি অ্যাপ থাকে যা আপনার ফোনের ভাইরাস স্ক্যান করে জাঙ্ক ফাইল ডিলিট করে দেয়। এবার নিজের ফোনে আক্রান্ত অ্যাপ ডিলিট করার পরে ফোনে সিকিউরিটি প্রোগ্রাম ডাউনলোড করুন, যা পরেও আপনার ফোনকে বাচাবে। গুগল প্লে স্টোর থেকে 360 Security, Avast Security বা AVG Antivirus’র মতন বেশ কিছু সিকিউরিটি অ্যাপ আছে, যা আপনার ফোনকে ভাইরাস অ্যাটাক থেকে বাচিয়ে রাখবে।

Level 0

আমি বিশ্বাস টিপস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস