গহীন অরণ্যের বিচিত্র প্রাণীর গল্প

প্রাণী জগতে বৈচিত্র্যের শেষ নেই। যদিও সাধারণভাবে কয়েকটি পরিচিত প্রাণী ব্যতীত অন্যদের খবর আমরা বিশেষ রাখি না। অথচ এই পৃথিবীতে এমন অজস্র প্রাণী আছে যারা বিশেষ মনোযোগ আকর্ষণের দাবি রাখে। গহীন বনে থাকার কারণে, আবার কেউবা স্রেফ মানুষের কৌতুহলের আড়ালে চলে যাওয়ার কারণে হয়তো তারা খুব বেশি মনোযোগ কাড়তে পারেনি। আজকে জানাব এমনই একটি  প্রাণী সমন্ধে অজানা সব তথ্য যা এখনো অনেকের কাছে অজানাই রয়ে গেছে।

বিচিত্র এই প্রাণীটি নাম বাবিরুসা। রাররিুশারা দেখতে অনেকটা শুকুরের মত হয়ে থাকে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 

ইন্দোনেশিয়ায় রয়েছে গহীন বনে ঢাকা অসংখ্য দ্বীপ। আর এই বনের মধ্যে সন্তপর্ণে ঘুরে বেড়ায় বাবিরুসা নামের এই বিচিত্র প্রাণীটি। দূর থেকে দেখলে হঠাৎ মনে হবে প্রাগৈতিহাসিক কোনো প্রাণী বুঝি চড়ে বেড়াচ্ছে সামনে। এমন মনে হওয়ার কারণ হচ্ছে বাবিরুসার সামনের দু’পাটি দাঁত। শূকর গোত্রীয় এই প্রাণীগুলোর সামনের দাতঁ দুটি  শূকরের মতোই অনেক লম্বা। তবে বাবিরুসার বিশেষত্ব হচ্ছে- এদের সামনের এই খড়গ ছাড়াও আরো দুটি দাঁত বড় হতে হতে মুখের ওপরের অংশের মাংস চামড়া ভেদ করে বাহিরে চলে আসে। এই মস্ত বাকানোঁ বাড়তি খড়গের কারণেই এদের চেহারা দেখতে এমন হয়।

ইন্দোনেশিয়ার সুলু, বুরা আর সুলাওয়েসী দ্বীপের জঙ্গলে বাবিরুসাদের দেখা মেলে। এছাড়া হাজার হাজার বছরের পুরানো বহু গুহাচিত্রে বাবিরুসার ছবি দেখতে পাওয়া যায়। ক্রমাগত জঙ্গল আর বাসভূমি ধ্বংসের কারণে বাবিরুশা নামক এই বিচিত্র প্রাণীটি বর্তমানে হুমকির মুখে পড়েছে। কালের অবর্তমানে হয়ত বিচিত্র এই প্রাণীটিকে আর দেখতে পাওয়া যাবে না।

বাকি সব ভিডিও দেখতে আমাদের Rohossomoy Prithibi চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল।

Level 0

আমি রহস্যময় পৃথিবী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস