কমছে ফেসবুকের ব্যবহার

প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের এক স্ট্যাটাসেই ফেসবুকের শেয়ারের দাম ৪ শতাংশ কমে যায়। ৩০০ কোটি ডলারের বেশি লোকসানের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। সে হিসাব মিলতে না মিলতেই নতুন সমস্যায় পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি—ব্যবহারকারী কমতে শুরু করেছে।

চলতি বছরের শুরুতেই আরও বন্ধুত্বপূর্ণ ফেসবুক গড়ে তোলার কথা জানায় মার্ক। বিজ্ঞাপণী টিউন কমিয়ে বন্ধুদের দেওয়া টিউন, মন্তব্য, ভিডিও বেশি দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাতে যে ফেসবুকে ব্যবহারকারীরা কম সময় ব্যয় করবে, তা-ও জানিয়েছিলেন মার্ক। লিখেছিলেন, এতে হয়তো ব্যবহারকারীরা ফেসবুকে কম সময় ব্যয় করবে, তবে যেটুকু সময়ই থাকবে তাতে ভালো কিছু দেখবে সেখানে।

এদিকে প্রথমবারের মতো ফেসবুকে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বুধবার প্রকাশিত প্রতিষ্ঠানটির চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে বলা হয়, শুধু যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে প্রায় ১০ লাখ দৈনিক ব্যবহারকারী কমে গেছে। তাতে প্রতিদিন ফেসবুক কম ব্যবহার করা হচ্ছে প্রায় ৫ কোটি ঘণ্টা। সে প্রতিবেদন প্রকাশের ঘণ্টাখানেকের মধ্যে ফেসবুকের শেয়ারের মূল্য কমেছে ৫ শতাংশ।

ফেসবুকে বর্তমানে ২১৩ কোটি মাসিক ও ১৪০ কোটি দৈনিক সক্রিয় ব্যবহারকারী আছে। এই ব্যবহারকারীদের জন্য ২০১৮ সালে উন্নত-আদর্শ এক সামাজিক যোগাযোগমাধ্যম গড়ে তোলা এখন মার্ক জাকারবার্গের লক্ষ্য।

নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে ভিজিট করুন : http://www.tipsbangladesh.tk/

Level New

আমি শুভ সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস