আর্টিকেল রাইটিং করে আয় করতে চান?তাহলে এই পোস্টটি আপনার জন্য —

সাইট হচ্ছে আই রাইটার ডট কম। আইরাইটার ডট কম(iWriter: Content & Article Writing Service - Buy Articles) এ আপনি দুই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটি হচ্ছে আর্টিকেল লেখার জন্য, অপর টি হচ্ছে আর্টিকেল কেনার জন্য বায়ার অ্যাকাউন্ট।
আমাদের মধ্যে যারা ইংরেজি তে খুব ই দক্ষ আছেন, তারা আইরাইটার ডট কমে আর্টিকেল লেখার জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন।
আইরাইটার এ কিভাবে কাজ করা যায় সেটা এখন বলে দিচ্ছি।
রাইটারে অসংখ্য বায়ার আর্টিকেলের অর্ডার দেয়, সে সব অর্ডারে কোন ক্যাটাগরির রাইটার লিখতে পারবেন এবং আর্টিকেলে কি কি থাকতে হবে সেটা উল্লেখ করা থাকে।
আইরাইটারে মোট ৪ টি ক্যাটাগরি রয়েছে।
১.স্ট্যান্ডার্ড
২.প্রিমিয়াম
৩.এলিট
৪.এলিট প্লাস
যারা শুরুতে অ্যাকাউন্ট করেন তারা স্ট্যান্ডার্ড ক্যাটাগরির এবং তারা ১০০০ শব্দের একটি আর্টিকেলের জন্য পাবেন ৫-৬ ডলার।
প্রিমিয়াম ক্যাটাগরির রাইটার হচ্ছেন তারা যারা ৩০ টি আর্টিকেল লেখার পর বায়াররা গড়ে ৪ স্টার রিভিউ পেয়েছেন এবং তারা ১০০০ শব্দের একটি আর্টিকেলের জন্য পাবেন ৮-১০ ডলার।
এলিট হচ্ছেন যারা স্ট্যান্ডার্ড ক্যাটাগরি বা প্রিমিয়াম ক্যাটাগরিতে থাকা অবস্থায় ৩০ টি আর্টিকেল বায়ার কে দিয়ে ৪.৬ বা তার বেশী স্টার রিভিউ পেয়েছেন তারা এবং এলিট রাইটারগণ ১০০০ শব্দের আর্টিকেলের জন্য পেয়ে থাকে ১৫ ডলার।
এলিট প্লাস রাইটার হচ্ছেন যারা গড়ে ৫ স্টার রিভিউ পান তারা এবং এই ক্যাটাগরির রাইটারগণ ১০০০ শব্দের আর্টিকেলের জন্য পান ২৫-৩০ ডলার।
তবে বায়াররা আরো বেশী অফার করে।
আইরাইটার ডট কমে শুরুতে লেখার আগে তারা আপনাকে একটা টেস্ট নিবে গ্রামারের সেখানে ১৫ টি এমসিকিউ প্রশ্ন থাকবে, ১৫ টি প্রশ্নের মধ্য আপনাকে সঠিক উত্তর দিতে হবে ১৪ টি, তবেই আপনি আইরাইটারে লিখতে পারবেন।
আইরাইটারের সবচেয়ে ভালো দিক হচ্ছে বায়ার যদি আপনার আর্টিকেল গ্রহন করে পরে না নেয় বা পেমেন্ট না করে আইরাইটার আপনাকে পেমেন্ট করবে।
আইরাইটার আপনাকে প্রতি মাসের নির্দিষ্ট একটি তারিখে আপনার পেপালে পেমেন্ট পাঠিয়ে দিবে।
এখন আপনি স্ট্যান্ডার্ড ক্যাটাগরি হিসেবে লিখে অনেক কম অর্থ পাবেন এবং ৩০ টি রিভিউ পেতে অনেক দেরি হবে বলে মনে করেন এবং আপনার আত্মবিশ্বাস এবং সত্যিকার ভাবে কাজ টি করতে চান তাহলে আপনি আইরাইটার কে ১৯৭ ডলার দিলে তারা আপনাকে ৩ টি আর্টিকেল লিখতে দিবে। সেই আর্টিকেল তিনটি পর্যালোচনা করে আপনাকে তারা রিভিউ দিবে সেই রিভিউ এ যদি ৪ স্টার পান তবে প্রিমিয়াম এবং ৪.৬ বা তার বেশী পান তাহলে এলিট এ যেতে পারবেন একদিনের মধ্যে।
আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক।

Level 1

আমি শিমুল কাজল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

h.s.c-2006,s.s.c-2004, E.C.E-2007-2008,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস