Facebook টিউমেন্টে Downvote Button যুক্ত করছে

আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য একটু নতুন খবর নিয়ে এসেছে ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি ফেসবুক ঘোষনা দিয়েছে টিউমেন্টে downvote button যুক্ত করার। আমারা অনেক সময়ই দেখে থাকি নানান পেজে টিউমেন্টে অশালিন, অভদ্র বা অযুক্তিকর মন্তব্য করে বসে ব্যবহারকারীরা যা কিনা টিউন দাতার এবং রিডারদের অপ্রীতিকর পরিস্থিতির মাঝে ফেলে। এরকম পরিস্থিতির সম্মুখীন হননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। ঠিক এই পরিস্থিতিটির সমাধান দিবে downvote button। যা কিনা কমেন্টকে হাইড করে দিবে।

যদিও downvote button নিয়ে বিতর্ক উঠেছে যে, ফেসবুক কর্তৃপক্ষ downvote button এর মাধ্যমে সেন্সরসিপ শুরু করেছে যা কিনা বাক স্বাধীনতার পরিপন্থী।

অপরদিকে ফেসবুক এর মুখপাত্র বলেছেন এটি একটি সতর্ক বার্তা তাদের প্রতি যারা কিনা টিউমেন্টে অশালিন, অভদ্র বা অযুক্তিকর মন্তব্য করে থাকে।

 
অনেকেই downvote button কে dislike button এর সাথে তুলনা করেছে সে সম্পর্কে ফেসবুক এর মুখপাত্র বলেছেনঃ আমরা dislike button পরিক্ষা করছি না। পাবলিক টিউনের প্রতিক্রিয়ায় মন্তব্য গুলোকে নিয়েই আমরা এখন কাজ করছি।

প্রসংগত downvote button টি এখন শুধু মাত্র U.S তে কিছু মানুষের জন্য কাজ করছে।

আমি তরিকুল ইসলাম একজন টেক লেখক
আমাকে পেতে ফেসবুকে
এবং টুটারে

Level 0

আমি তরিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

" ক্ষুধার্ত থেকো বোকা থেকো " স্টিভ জবস আমি বোকা মানুষ জ্ঞান আরোহণ করে বেড়াই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

বাংলাদেশের জন্য এই বাটনটি কবে আসবে?