শেষ হাসিটা আপনারই

শেষ হাসিটা আপনারই!

আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে উপরে বা উন্নয়নের দিকে যেতে চাই। মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি। এটা মোটেও দোষের কথা না।

দোষ টা এক জায়গাতে;আপনি যখন অন্য কারো এই স্বাভাবিক প্রবৃত্তিতে বাঁধা হয়ে দাঁড়ান বা বাঁধা হওয়ার চেষ্টা করেন।
এটা মূলত নিজেকে ছোট করা মাত্র। আপনার যদি নিজের যোগ্যতার প্রতি ভরসা কম বা তুলনামূলক কম থাকে, তখনই আপনি আরেকজনকে দমিয়ে বা তার ক্ষতি করে নিজেকে এগিয়ে নেয়ার চেষ্টা করবেন।

আপনি যদি মুসলিম ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন, তবে অবশ্যই এটা জানেন যে, হযরত মুহাম্মদ (সাঃ);যিনি নিজের জন্য যতটা না ইবাদত এবং কষ্ট করেছেন তার চেয়ে বেশি করেছেন তার উম্মতদের জন্য।
আবার, শিক্ষকদের ক্ষেত্রে হাজারো উচ্চ শিক্ষিত মানুষের সম্মান পাওয়া তাদের প্রতিদিনের স্বাভাবিক ঘটনা।

যোগ্যতা বা দক্ষতা এটা না যে, তুমি কোন কাজ কত ভালমত করছো, বরং তোমার দক্ষতা বা যোগ্যতা বহন করে যে, তুমি কোন কাজ কত ভালোভাবে করিয়ে নিতে পারো।

বিশ্বাস করেন, পৃথিবীটা এখনো ভালোদের দখলে। তাই, খারাপ কিছু বা অশুভ শক্তিকে এখনও আমরা মর্যাদা দিতে পারি না। এখনো তারাই এই পৃথিবীতে মর্যাদার অধিকারী, যারা ভালো চিন্তা করেন, অন্যদের ভালো চান, অন্যদের সৎ ও সত্য পথ দেখান।

নোংরা আর কুচিন্তা মানুষকে ধ্বংস করে;হয়তো আপনার ক্ষমতার জন্য আপনার পিছনে আজ তারা আপনার বদনাম করে;কিন্তু একসময় তারা সামনেই বলবে, আজ না হোক কাল প্রমাণ পাবে।

সুস্থ আর সুন্দর চিন্তা করুন, জীবনটাও সুস্থ আর সুন্দর হবে।
শেষ হাসিটা আপনারই। আমার ফেসবুক প্রোফাইল।

Level 1

আমি শিমুল কাজল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

h.s.c-2006,s.s.c-2004, E.C.E-2007-2008,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস